মঙ্গলচণ্ডী মন্দির

মঙ্গল চন্ডী মন্দির বা উজ্জনি শক্তি পীঠ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার উজ্জনি গ্রামে অবস্থিত। গুস্করা রেলওয়ে স্টেশন থেকে এটি ১৬ কিলোমিটার দূরে অবস্থিত।[১] এটি খুব বিখ্যাত মন্দির।[২][৩]

মঙ্গলচণ্ডী মন্দির

পৌরাণিক কাহিনী সম্পাদনা

এখানে দেবী সতীর ডান কব্জি পতিত হয়েছিল। এরপর থেকে স্থানটি পবিত্র হয়ে ওঠে এবং বাংলার একটি শক্তিপীঠ হিসেবে গণ্য হয়।[৪]

দেবী ভৈরব সম্পাদনা

মন্দিরের গর্ভগৃহে দেবী মঙ্গল চন্ডীকা বা মঙ্গল চন্ডী রূপে এবং মহাদেব কপিলম্বার ভৈরব রুপে উপস্থিত।

দর্শন সম্পাদনা

মন্দিরের সময় সকাল ৬টা থেকে রাত ৮ টা পর্যন্ত। মঙ্গলবার ও শনিবার কোন শক্তি পীঠ পরিদর্শন করার জন্য সর্বোত্তম ।এখানেও একই নিয়ম ।[১]

উৎসব সম্পাদনা

এখানে শিবরাত্রি,দুর্গাপূজা,নবরাত্রি,দীপাবলিকালী পূজা পালন করা হয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. India, Pilgrimage Tourism in; India, Pilgrimage Tourism in। "Pilgrimaide"www.pilgrimaide.com। ২০১৯-০৪-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-২২ 
  2. Koesbandrijo, Bambang; Chalid, Sihabuddin (২০১৯)। "Model Development Planning Policy Tourism District of Tanah Laut"Public Policy and Administration Research (ইংরেজি ভাষায়)। 9 (3): 79–89–89। আইএসএসএন 2225-0972 
  3. "Purba Bardhaman - E-Bangla"purbabardhaman.gov.in। ২০১৯-০৫-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-২২ 
  4. Chattopadhyay, Akkori, Bardhaman Jelar Itihas O Lok Sanskriti (History and Folk lore of Bardhaman District.), (বাংলা), Vol II, pages 587, Radical Impression. আইএসবিএন ৮১-৮৫৪৫৯-৩৬-৩