ভেসনা ক্রম্পোটিক

ক্রোয়েশিয়ান লেখক এবং অনুবাদক

ভেসনা ক্রম্পোটিক (১৭ জুন ১৯৩২ - ২১ আগস্ট ২০১৮) একজন বিখ্যাত ক্রোয়েশীয় লেখক এবং অনুবাদক ছিলেন।[১]

ভেসনা ক্রম্পোটিক
জন্ম(১৯৩২-০৬-১৭)১৭ জুন ১৯৩২
ডুব্রোভনিক, ক্রোয়েশিয়া
মৃত্যু২১ আগস্ট ২০১৮(2018-08-21) (বয়স ৮৬)
বেলগ্রেড, সার্বিয়া
জাতীয়তাক্রোয়েশিয়ান
শিক্ষামনোবিজ্ঞানে, ইংরেজি ভাষা, বাংলা ভাষা
শিক্ষা প্রতিষ্ঠানজাগরেব বিশ্ববিদ্যালয়
উল্লেখযোগ্য পুরস্কারটিন উজেভিচ পুরস্কার
দাম্পত্যসঙ্গীরাদিভোজে পেটকোভিচ

জীবনী সম্পাদনা

ভেসনা ক্রম্পোটিক ক্রোয়েশিয়ার ডুব্রোভনিকে জন্মগ্রহণ করেন।[২] ক্রমপোটিচ জাগরেব বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষামনোবিজ্ঞানে স্নাতক হন। ভারতের নয়াদিল্লিতে তিনি বাংলা ভাষা অধ্যয়ন করেন । রাদিভোজে পেটকোভিচকে বিয়ে করার পর, একজন কূটনীতিক, ক্রমপোটিচ কায়রো, ওয়াশিংটন, আক্রা, নয়া দিল্লিতে বসবাস করেন এবং ২০০৪ সাল থেকে তিনি বেলগ্রেডে বসবাস করেন ।[৩] তিনি ৭০টিরও বেশি বই বই লিখেছেন এর মধ্যে ব্রদো ইজনাদ ওব্লাকা (এ হিল এবভ দ্য ক্লাউডস, ১৯৮৭) সেরা ক্রোয়েশিয়ান উপন্যাসগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়। তার সত্য সাই বাবার শিক্ষা দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়ে প্রাচ্য ধর্ম ও দর্শনের প্রতি ক্রমপোটিচের আগ্রহ ছিল ।

বই সম্পাদনা

  • এ হিল এবভ দ্য ক্লাউডস
  • জার-পটিকা
  • কেভিন্টেট সোলো
  • আইস অফ ইটারনিটি: একটি আধ্যাত্মিক আত্মজীবনী

পুরুস্কার সম্পাদনা

১৯৯৯ সালে ভ্লাদিমির নাজোর পুরস্কার এবং ২০১৩ সালে টিন উজেভিক পুরস্কারসহ ক্রোয়েশিয়াতে প্রদত্ত অনেক সাহিত্য পুরস্কার রয়েছে।[৪][৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Krmpotić, Vesna | Hrvatska enciklopedija"www.enciklopedija.hr। সংগ্রহের তারিখ ২০২২-০৭-০৮ 
  2. "Vesna Krmpotić"hrvatskodrustvopisaca.hr (ক্রোয়েশীয় ভাষায়)। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৪ 
  3. Boris Beck (১ জুন ২০০৪)। "Vesna Krmpotić - književna sljedbenica indijskih mudraca" [Vesna Krmpotić - literary follower of India's thinkers]। Nacional (ক্রোয়েশীয় ভাষায়)। নং 446। ১৯ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১২ 
  4. "Vesna Krmpotić"hrvatskodrustvopisaca.hr (ক্রোয়েশীয় ভাষায়)। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৪ 
  5. "Nagrada "Tin Ujević""dhk.hr (ক্রোয়েশীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৪ 

বহিঃসংযোগ সম্পাদনা