ভেরা আলেকজান্দ্রাভনা নোভিকোভা

ড. ভেরা আলেকজান্দ্রাভনা নোভিকোভা (১৬ ফেব্রুয়ারি ১৯১৮ - ১০ এপ্রিল ১৯৭২) ছিলেন একজন বাংলা ভাষা ও সাহিত্য বিশেষজ্ঞ রুশ অধ্যাপিকা। [১]

ভেরা আলেকজান্দ্রাভনা নোভিকোভা
জন্ম(১৯১৮-০৪-১৬)১৬ এপ্রিল ১৯১৮
মস্কো, সোভিয়েত ইউনিয়ন
মৃত্যু১০ এপ্রিল ১৯৭২(1972-04-10) (বয়স ৫৪)
মস্কো, সোভিয়েত ইউনিয়ন
পেশাঅধ্যাপনা
ভাষাবাংলা
উল্লেখযোগ্য রচনাবলিবঙ্কিমচন্দ্র - হিজ লাইফ অ্যান্ড ক্রিয়েশনস
উল্লেখযোগ্য পুরস্কাররবীন্দ্র পুরস্কার(১৯৭০)

সংক্ষিপ্ত জীবনী সম্পাদনা

ভেরা আলেকজান্দ্রাভনা নোভিকোভার জন্ম তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বর্তমানে রাশিয়ার মস্কো শহরে। তিনি ১৯৩৫ খ্রিস্টাব্দে বিদ্যালয়ের পাঠ শেষ করে লেলিগ্রাদ বিশ্ববিদ্যালয়ে প্রাচ্য বিষয়ে পড়াশোনার করে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি বাংলা শিখেছিলেন অধ্যাপক দাউদ আলি (প্রমথনাথ দত্ত)-র কাছে। তিনি বাংলা সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন ও সাহিত্যের উপর গবেষণা করেন সেখানকার প্রখ্যাত ভারততত্ত্ববিদ আলেকসিয়েই পেত্রোভিক বারান্নিকফের অধীনে এবং ১৯৫৩ খ্রিস্টাব্দে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ড. নোভিকোভা ১৯৫২ খ্রিস্টাব্দ হতে আমৃত্যু লেলিনগ্রাদ বিশ্ববিদ্যালয়ে ভারতীয় ভাষা বিভাগের প্রধান ছিলেন এবং বাংলা ভাষা ও সাহিত্য-বিষয়ে অধ্যাপনা করতেন। ১৯৫৬ খ্রিস্টাব্দে তিনি গবেষণা ও প্রশিক্ষণ লাভের জন্য কলকাতায় আসেন। রুশ ভাষায় রচিত তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ হল -

  • ঊনবিংশ শতকের বাংলা গদ্য সমকলন
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়: জীবন ও সাহিত্যকর্ম

তিনি রুশ ভাষায় রবীন্দ্র রচনাবলীর সম্পাদনা করেছেন।

সম্মাননা সম্পাদনা

১৯৭০ খ্রিস্টাব্দে ভেরা আলেজান্দ্রাভনা নোভিকোভা বঙ্কিমচন্দ্র - হিজ লাইফ অ্যান্ড ক্রিয়েশনস তথা (বঙ্কিমচর্চা) গ্রন্থটির জন্য পশ্চিমবঙ্গ সরকারের রবীন্দ্র পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি সোভিয়েত সরকার কাঠ থেকেও পদক দ্বারা সম্মানিত হন।

জীবনাবসান সম্পাদনা

ভেরা আলেকজান্দ্রাভনা নোভিকোভা কর্মরত অবস্থায় মস্কো-লেলিনগ্রাদে এক ট্রেন দুর্ঘটনায় ১৯৭২ খ্রিস্টাব্দের ১০ই এপ্রিল প্রয়াত হন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, আগস্ট ২০১৬, পৃষ্ঠা ৫১৭, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬