ভেজা বিড়াল শহীদুল ইসলাম খোকন রচিত, প্রযোজিত ও পরিচালিত ২০০১ সালের বাংলাদেশী মারপিটধর্মী নাট্য চলচ্চিত্র। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন মান্না, মৌসুমী, সিমলা, ও রাজীব

ভেজা বিড়াল
পরিচালকশহীদুল ইসলাম খোকন
প্রযোজকশহীদুল ইসলাম খোকন
রচয়িতাকাজী মোরশেদ (সংলাপ)
চিত্রনাট্যকারশহীদুল ইসলাম খোকন
কাহিনিকারশহীদুল ইসলাম খোকন
শ্রেষ্ঠাংশে
সুরকারআলম খান
চিত্রগ্রাহকহাসান আহমেদ
সম্পাদকচিশতী জামাল
প্রযোজনা
কোম্পানি
জে. কে. ফিল্মস
মুক্তি
  • ১৮ মে ২০০১ (2001-05-18)[১]
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

চলচ্চিত্রটি ২০০১ সালের ১৮ই মে মুক্তি পায় এবং ব্যবসাসফল হয়।[২] এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য মৌসুমী ও রাজীব ২৩তম বাচসাস পুরস্কারে যথাক্রমে শ্রেষ্ঠ অভিনেত্রী ও শ্রেষ্ঠ খল অভিনেতার পুরস্কার অর্জন করেন।[৩]

অভিনয়শিল্পীদল সম্পাদনা

সঙ্গীত সম্পাদনা

চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন আলম খান। গীত রচনা করেছেন মুকুল চৌধুরীমিল্টন খন্দকার। গানে কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদী, এন্ড্রু কিশোর, ডলি সায়ন্তনী ও আসমা দেবযানী।

পুরস্কার ও মনোনয়ন সম্পাদনা

পুরস্কার বিভাগ মনোনীত ফলাফল সূত্র
২৩তম বাচসাস পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী মৌসুমী বিজয়ী [৩]
শ্রেষ্ঠ খল অভিনেতা রাজীব
৪র্থ মেরিল-প্রথম আলো পুরস্কার সেরা চলচ্চিত্র অভিনেত্রী মৌসুমী মনোনীত

তথ্যসূত্র সম্পাদনা

  1. জোয়াদ ২০১০, পৃ. ৬৩০।
  2. বাবু, কামরুজ্জামান। "২০০১ এর চলচ্চিত্র বাজার"। দৈনিক প্রথম আলো 
  3. জোয়াদ ২০১০, পৃ. ৪৮১।

গ্রন্থপঞ্জি সম্পাদনা

  • জোয়াদ, আবদুল্লাহ (২০১০)। বাংলাদেশের চলচ্চিত্র: পাঁচ দশকের ইতিহাস। ঢাকা: জ্যোতিপ্রকাশ। আইএসবিএন 984-70194-0045-9 

বহিঃসংযোগ সম্পাদনা