ভূমিজ বিদ্রোহ, যা গঙ্গা নারাইনের হাঙ্গামা নামেও পরিচিত, ছিল পূর্ববর্তী বঙ্গ রাজ্যের মেদিনীপুর জেলার ধলভূম এবং জঙ্গলমহল এলাকায় অবস্থিত ভূমিজ আদিবাসীদের দ্বারা ১৮৩২-১৮৩৩ সালে সংঘটিত একটি বিদ্রোহ। এর নেতৃত্বে ছিলেন গঙ্গা নারায়ণ সিং[২] [৩] ঐতিহাসিকরা একে চুয়াদ বিদ্রোহও বলেছেন।

ভূমিজ বিদ্রোহ
তারিখ১৮৩২-১৮৩৩
অবস্থানধলভূম, মানভূম, এবং জঙ্গলমহল
অন্য পরিচয়গঙ্গা নারাইনের হাঙ্গামা
চুয়াড় বিদ্রোহ[১]
উদ্দেশ্যইস্ট ইন্ডিয়া কোম্পানি (ইআইসি) এর নীতি
অংশগ্রহণকারীজঙ্গলমহলের গঙ্গা নারায়ণ সিং এর নেতৃত্বে ভূমিজ উপজাতি

‎আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা