ভুটান জাতীয় ক্রিকেট দল

ভুটান ক্রিকেট দল হল যারা আন্তর্জাতিক ক্রিকেট খেলায় ভুটানের প্রতিনিধিত্ব করে।

ভুটান জাতীয় ক্রিকেট দল
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
আইসিসি মর্যাদাঅনুমোদিত সদস্য (২০০১)
আইসিসি অঞ্চলএশিয়া
বিশ্ব ক্রিকেট লিগনাই (আঞ্চলিক টুর্নামেন্টসমূহ)
আন্তর্জাতিক ক্রিকেট
প্রথম আন্তর্জাতিক১২ জুন ২০০৪ বনাম নেপাল, কেলাব আমান, কুয়ালালামপুর, মালয়েশিয়া (টীকা: একই সালে অনূর্ধ্ব ১৭ দল ক্রিকেট খেলায় অংশ নেয় )

টি২০আই কিট

২৯ মার্চ ২০১০ অনুযায়ী

ইতিহাস সম্পাদনা

২০০১ সালে ভুটান আইসিসি এর অনুমোদিত সদস্য হয়। [১] ২০০৪ সালে তারা তাদের আন্তর্জাতিক অভিষেক ঘটায় এসিসি ট্রফি দিয়ে। সেই টুর্নামেন্টে তার কোয়ার্টার ফাইনাল খেলে। ২০০৬ সালে তার আবার এসিসি ট্রফিতে অংশগ্রহণ করে। তবে সেবার তারা মায়ানমার ছাড়া বাকি সকল দলের কাছে পরাজিত হয়ে প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয়।

২০০৬ সালের পর এসিসি ট্রফি দুই অংশে বিভক্ত হয়। এলিট ও চ্যালেঞ্জ। ভুটান ২০০৯ সালে এসিসি ট্রফি চ্যালেঞ্জ-এ অংশ নেয়। সেই টুর্নামেন্ট-এ তারা রানার্সআপ হয়। এই ফল তাদের পরবর্তী এসিসি ট্রফি এলিট ও বিশ্ব ক্রিকেট লীগ এর অষ্টম বিভাগে খেলার যোগ্যতা এনে দেয়।

টুর্নামেন্ট ইতিহাস সম্পাদনা

বিশ্ব ক্রিকেট লীগ সম্পাদনা

- অবনমন

এসিসি ট্রফি সম্পাদনা

এসিসি ট্রফি চ্যালেঞ্জ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা