ভালেরিয়া জর্জেত্তো

প্যারাঅলিম্পিক খেলোয়াড়

ভালেরিয়া জর্জেত্তো (জন্ম:২১ এপ্রিল ১৯৬৯) একজন ইতালীয় প্যারালিম্পিক ক্রীড়াবিদ, যিনি ২০০৪ গ্রীষ্মকালীন প্যারালিম্পিক গেমসে রৌপ্য পদক জিতেছেন।

ভ্যালেরিয়া জর্জেত্তো
ব্যক্তিগত তথ্য
জাতীয়তাইতালীয়
জন্ম (1969-04-21) ২১ এপ্রিল ১৯৬৯ (বয়স ৫৫)
ভিচেন্সা, ইতালি
ক্রীড়া
দেশ ইতালি
ক্রীড়াপ্যারা টেবিল টেলিস
ক্লাবআক্কা৮১ ইনসিয়েমে ভিচেন্সা অনলুস
প্রশিক্ষকআলেসসান্দ্রো আরচিলি
পদকের তথ্য
নারীদের প্যারা টেবিল টেনিস
 ইতালি-এর প্রতিনিধিত্বকারী
প্যারালিম্পিক গেমস
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০০৪ এথেন্স একক শ্রেণী ৪
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০০৬ মন্ট্রাক্স দল শ্রেণী ৪

জর্জেত্তো ১৯৬৯ সালের ২১ এপ্রিল ইতালির ভিচেন্সাতে জন্মগ্রহণ করেন।

জর্জেত্তো তিনবার গ্রীষ্মকালীন প্যারালিম্পিক গেমসে অংশগ্রহণ করেছিলেন তবে কেবল ২০০৪ সালে এথেন্সে অনুষ্ঠিত প্যারালিম্পিক গেমসে প্যারা টেবিল টেনিসে একক ৪ শ্রেনী বিভাগে রৌপ্য পদক জিতেন।[১]

২০০৬ বিশ্ব প্যারা টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে তিনি দলীয় বিভাগে ব্রোঞ্জ পদক জিতেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Zorzetto Valeria"। paralympic.org। ২ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১২