ভারভারা সাহাকিয়ান

আর্মেনীয় রাজনীতিবিদ

ভারভারা সাহাকিয়ান (মৃত্যু ১৯৩৪) ছিলেন একজন আর্মেনীয় রাজনীতিবিদ। ১৯১৯ খ্রিস্টাব্দে তিনি সংসদে নির্বাচিত হয়ে দেশের প্রথম তিন মহিলা সাংসদের মধ্যে একজন হয়েছিলেন।

ভারভারা সাহাকিয়ান
স্ত্রীর সাথে ভারভারা
পার্লামেন্ট সদস্য
কাজের মেয়াদ
১৯১৯-১৯২০
ব্যক্তিগত বিবরণ
মৃত্যু১৯৩৪
বেইরুট,লেবানন

জীবনপঞ্জী সম্পাদনা

ভারভারা সাহাকিয়ান আভেতিক সাহাকিয়ানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, যিনি আর্মেনিয়ার সংসদের প্রথম চেয়ারম্যান হয়েছিলেন। আর্মেনীয় বিপ্লবী ফেডারেশনের একজন সদস্য[১] হিসেবে জুন ১৯১৯ সংসদ নির্বাচনে তিনি এক প্রার্থী ছিলেন এবং একই সঙ্গে তিনি পারছুহি পার্টিজপানিয়ান-বার্সেগিয়ান এবং কাতারাইন জালিয়ান-মানুকিয়ান[২] সহ তিন নির্বাচিত মহিলা প্রতিনিধির অন্যতম ছিলেন।

১৯২০ খ্রিস্টাব্দে বলশেভিক দায়িত্ব গ্রহণের পর আভেতিক বন্দি হয়েছিলেন। তাঁর মুক্তি হওয়ার পর, ইরাকে বসতি স্থাপনের আগে তাঁদের শিশুরা সহ ওই দম্পতি পায়ে হেঁটে পারস্যের তাবরিজে পালিয়ে গিয়েছিলেন। যাই হোক, আবহাওয়ার তারতম্যে ভারভারার স্বাস্থ্যের ক্ষতি হয় এবং পরিবার সহ বেইরুটে পুনর্বসতি করেন।[৩] তিনি স্থানীয় আর্মেনিয়ান রিলিফ ক্রসে সামিল হয়েছিলেন, কিন্তু ১৯৩৪ খ্রিস্টাব্দে তাঁর জীবনাবসান হয়।[১]

তথ্যসূত্র সম্পাদনা