ভারত ও নেপালের অঞ্চলগত বিরোধ

ভারত ও নেপালের আঞ্চলগত বিরোধের কয়েকটি ক্ষেত্র অন্তর্ভুক্ত রয়েছে: কালাপানি অঞ্চল, কুঠি উপত্যকা এবং সুস্তা।

লিম্পিয়াধুরা, লিপুলেখ এবং কালাপানি সম্পাদনা

নেপাল দাবি করেছে যে কালাপানির পশ্চিমে প্রধান নদীটি হল কালী নদী, তাই এটি নেপালের অন্তর্গত।[১][২][৩] নদীটি সুদুরপাশিম প্রদেশের দারচুলা জেলা এবং উত্তরাখণ্ড রাজ্যের পিথারাগড় জেলার জেলা সীমানা গঠন করে। ১৮১৬ সালের ৩ মার্চ নেপাল এবং ব্রিটিশ ভারত দ্বারা স্বাক্ষরিত সুগৌলির চুক্তি[৪] কালী নদীকে ভারতের সাথে নেপালের পশ্চিম সীমানা হিসাবে চিহ্নিত করে।

পরবর্তীকালে ব্রিটিশ সমীক্ষকরা আঁকা মানচিত্রগুলিতে বিভিন্ন স্থানে সীমানা নদীর উৎস দেখায়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "The World Factbook"। ১৪ মে ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০২০ 
  2. "Defining Himalayan borders an uphill battle"। thefreelibrary.com। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৩ 
  3. "The Kalapani dispute: All you need to know"। Times of India। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০২০ 
  4. Panta, Ś. D. (২০০৬)। Nepal-India border problems। Dr. Shastra Dutta Pant Institute for Rural Development, Kathmandu। 

বহিঃসংযোগ সম্পাদনা