ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন, ২০১৭

ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন, ৫ আগস্ট ২০১৭-এ অনুষ্ঠিত হয়েছিল। ভারতের নির্বাচন কমিশন কর্তৃক ঘোষণাটি হয়েছিল।

ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন, ২০১৭

← ২০১২ ৫ আগস্ট ২০১৭ ২০২২ →
ভোটের হার৯৮.২১
 
মনোনীত ভেঙ্কাইয়া নাইডু গোপালকৃষ্ণ গান্ধী
দল বিজেপি স্বতন্ত্র
জোট এনডিএ ইউপিএ
মূল রাজ্য অন্ধ্রপ্রদেশ দিল্লি
নির্বাচনী ভোট ৫১৬ ২৪৪
শতকরা ৬৭.৮৯% ৩২.১১%

নির্বাচনের পূর্বে উপরাষ্ট্রপতি

মহম্মদ হামিদ আনসারি
কংগ্রেস

নির্বাচিত উপরাষ্ট্রপতি

ভেঙ্কাইয়া নাইডু
বিজেপি

রাজ্যসভার মহাসচিব শমসের কে. শেরিফ ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছেন।[১]

উপরাষ্ট্রপতি মহম্মদ হামিদ আনসারি ১০ আগস্ট ২০১৭-এ তার দ্বিতীয় মেয়াদ শেষ করেছেন।[২] ভেঙ্কাইয়া নাইডু নির্বাচনে জয়ী হন এবং ১১ আগস্ট ২০১৭ তারিখে নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনের দরবার হলে ভারতের ১৩তম উপরাষ্ট্রপতি হিসাবে শপথ নেন।।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Election to the Office of the Vice-President, 2017 (15th Vice-Presidential Election)"। সংগ্রহের তারিখ ২০১৭-০৬-২৯ 
  2. "Terms of the Houses"eci.nic.inElection Commission of India/National Informatics Centre। সংগ্রহের তারিখ মে ২৩, ২০১৬