ভারতের ইসলামি বিশ্ববিদ্যালয় ও কলেজের তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

এটি ভারতের উল্লেখযোগ্য ইসলামী বিশ্ববিদ্যালয় এবং কলেজ এবং আধুনিক বিশ্ববিদ্যালয় এবং ইনস্টিটিউটের একটি তালিকা।

শিক্ষা অনুষদ, জামিয়া মিলিয়া ইসলামিয়া

ইসলামী বিশ্ববিদ্যালয় অনুমোদিত সংস্থা সম্পাদনা

  • ইসলামী কলেজসমূহের সমন্বয়
  • জমিয়াতুল হিন্দ আল ইসলামিয়া

ইসলামী বিশ্ববিদ্যালয় এবং কলেজ সম্পাদনা

উর্দু বিশ্ববিদ্যালয় সম্পাদনা

বিশ্ববিদ্যালয় অবস্থা রাষ্ট্র অবস্থান প্রতিষ্ঠিত সোর্স
ড আবদুল হক উর্দু বিশ্ববিদ্যালয় পাবলিক স্টেট বিশ্ববিদ্যালয় অন্ধ্র প্রদেশ কুর্নুল ২০১৬ [১]
মাওলানা আজাদ জাতীয় উর্দু বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তেলেঙ্গানা হায়দ্রাবাদ ১৯৯৮ [২]

আধুনিক বিশ্ববিদ্যালয় সম্পাদনা

আধুনিক ইনস্টিটিউট সম্পাদনা

বিহার সম্পাদনা

কর্ণাটক সম্পাদনা

  • আল-আমীন এডুকেশনাল সোসাইটি, বেঙ্গালুরু
  • আল-আমীন মেডিকেল কলেজ, বিজাপুর

কেরল সম্পাদনা

  • মা'দিন একাডেমি, সোলাথ নগর
  • মারকাজ ল কলেজ, কোজিকোড, কেরাল
  • এমইএ ইঞ্জিনিয়ারিং কলেজ, মালাপুপুর, কেরাল

মহারাষ্ট্র সম্পাদনা

  • ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ, জলনা
  • মাওলানা আজাদ কলা ও বিজ্ঞান কলেজ, আওরঙ্গবাদ
  • মাওলানা মুখতার আহমেদ নাদভী টেকনিক্যাল ক্যাম্পাস, মালেগাঁও

তামিলনাড়ু সম্পাদনা

তেলেঙ্গানা সম্পাদনা

  • ডেকান কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি
  • ডেকান কলেজ অফ মেডিকেল সায়েন্সেস
  • লর্ডস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, হায়দরাবাদ
  • মুফখাম জাহা প্রকৌশল ও প্রযুক্তি কলেজ
  • শাদান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, হায়দরাবাদ

উত্তর প্রদেশ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. http://www.ahuuk.ac.in/about.php
  2. "University Act"manuu.ac.inMaulana Azad National Urdu University। ১২ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০১১