ভারতী মুখার্জী

ভারতীয় আমেরিকান লেখক

ভারতী মুখার্জী (জুলাই ২৭, ১৯৪০ - জানুয়ারী ২৮, ২০১৭) একজন আমেরিকান লেখিকা ও ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিইয়ায় ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন।

ভারতী মুখার্জী
ইসরায়েলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাড়িতে বক্তব্য রাখছেন, জুন ১১, ২০০৪
ইসরায়েলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাড়িতে বক্তব্য রাখছেন, জুন ১১, ২০০৪
জন্ম(১৯৪০-০৭-২৭)২৭ জুলাই ১৯৪০
কলকাতা, ব্রিটিশ ভারত
মৃত্যু২৮ জানুয়ারি ২০১৭(2017-01-28) (বয়স ৭৬)
ম্যানহাটন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
পেশাঅধ্যাপক, ঔপন্যাসিক, প্রবন্ধকার, ছোট গল্প লেখিকা, লেখিকা, কথাসাহিত্যিক
জাতীয়তাভারত, যুক্তরাষ্ট্র, কানাডা
ধরনউপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, সাংবাদিকতা
উল্লেখযোগ্য রচনাবলিজেসমিন

জীবনী সম্পাদনা

ভারতী মুখার্জী বাঙ্গালী ও উনি কলকাতায় জন্মগ্রহণ করেন। ভারত স্বাধীন হবার পর বাবা-মায়ের সাথে উনি ইউরোপ চলে যান এবং ১৯৫০ এর দশকের প্রথম দিকে কলকাতা ফিরে আসেন ও লোরেটো স্কুলে ভর্তি হন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ লোরেটো কলেজ থেকে ১৯৫৯ এ উনি স্নাতক হন। পরে ১৯৬১ সালে বরোদা বিশ্ববিদ্যালয় থেকে উনি স্নাতকত্তর পাশ করেন।

তথ্যসূত্র সম্পাদনা