ভারতীয় গ্র্যামি পুরস্কার বিজয়ী ও মনোনীতদের তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

নীচে ভারত থেকে গ্র্যামি পুরস্কার বিজয়ী এবং মনোনীতদের একটি তালিকা রয়েছে। এযাবৎ রবিশঙ্করজুবিন মেহতা পাঁচটি, এ আর রহমানরিকি কেজ দুইটি গ্র্যামি পুরস্কার জিতেছেন।

রবিশঙ্কর
রবিশঙ্কর গ্র্যামি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সহ পাঁচটি গ্র্যামি পুরস্কার জিতেছেন
জুবিন মেহতা
জুবিন মেহতা পাঁচটি গ্র্যামি পুরস্কার জিতেছেন
এ আর রহমান
এ আর রহমান স্লামডগ মিলিয়নিয়ার-এর জন্য দুটি গ্র্যামি পুরস্কার জিতেছেন

তালিকা সম্পাদনা

বছর বিভাগ মনোনীত মনোনীত কাজ ফলাফল
১৯৬৮ শ্রেষ্ঠ চেম্বার সঙ্গীত পরিবেশনা রবিশঙ্কর ওয়েস্ট মিটস ইস্ট বিজয়ী
১৯৬৯ বছরের শ্রেষ্ঠ অ্যালবাম, ধ্রুপদী জুবিন মেহতা Strauss: Also Sprach Zarathustra (Album) মনোনীত
১৯৬৯ শ্রেষ্ঠ ধ্রুপদী পরিবেশনা, অর্কেস্ট্রা জুবিন মেহতা Strauss: Also Sprach Zarathustra (Album) মনোনীত
১৯৭০ শ্রেষ্ঠ অপেরা রেকর্ডিং জুবিন মেহতা Verdi: Il Trovatore (Album) মনোনীত
১৯৭১ শ্রেষ্ঠ কোরাল পরিবেশনা, ধ্রুপদী জুবিন মেহতা Verdi: Four Sacred Pieces (Album) মনোনীত
১৯৭৩ বছরের শ্রেষ্ঠ অ্যালবাম রবিশঙ্কর দ্য কনসার্ট ফর বাংলাদেশ বিজয়ী
১৯৭৩ শ্রেষ্ঠ অপেরা রেকর্ডিং জুবিন মেহতা পুচিনি: টুরানডট (অ্যালবাম) মনোনীত
১৯৭৬ শ্রেষ্ঠ শাস্ত্রীয় অর্কেস্ট্রাল পরিবেশনা জুবিন মেহতা The Fourth Of July(Ives: Symphony No. 2, Variations On America/ Copland: Appalachian Spring/ Bernstein: Overture To Candide/ Gershwin: American In Paris) (Album) মনোনীত
১৯৭৮ শ্রেষ্ঠ পপ ইন্সট্রুমেন্টাল পরিবেশনা জুবিন মেহতা Star Wars And Close Encounters Of The Third Kind (Album) মনোনীত
১৯৭৮ শ্রেষ্ঠ ধ্রুপদী অর্কেস্ট্রাল পরিবেশনা জুবিন মেহতা Stravinsky: Rite Of Spring (Album) মনোনীত
১৯৭৮ শ্রেষ্ঠ অপেরা রেকর্ডিং জুবিন মেহতা Puccini: La Fanciulla Del West (Album) মনোনীত
১৯৭৯ শ্রেষ্ঠ পপ ইন্সট্রুমেন্টাল পরিবেশনা জুবিন মেহতা Manhattan - Music From The Woody Allen Film মনোনীত
১৯৮০ শ্রেষ্ঠ ধ্রুপদী অ্যালবাম জুবিন মেহতা Bartók: Concerto For Violin And Orchestra মনোনীত
১৯৮১ শ্রেষ্ঠ ধ্রুপদী পরিবেশনা - Instrumental Soloist Or Soloists (অর্কেস্ট্রা সহ) জুবিন মেহতা Isaac Stern 60th Anniversary Celebration বিজয়ী
১৯৮১ শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারড রেকর্ডিং, ধ্রুপদী জুবিন মেহতা Isaac Stern 60th Anniversary Celebration বিজয়ী
১৯৮১ শ্রেষ্ঠ ধ্রুপদী অ্যালবাম জুবিন মেহতা Isaac Stern 60th Anniversary Celebration (Album) মনোনীত
১৯৮১ শ্রেষ্ঠ কোরাল পরিবেশনা (অপেরা ছাড়া অন্য) জুবিন মেহতা Verdi: Requiem (Album) মনোনীত
১৯৮২ শ্রেষ্ঠ ধ্রুপদী ভোকাল একক পরিবেশনা জুবিন মেহতা Verdi: Arias (Leontyne Price Sings Verdi) বিজয়ী
১৯৮৩ শ্রেষ্ঠ ধ্রুপদী অ্যালবাম জুবিন মেহতা Vivaldi: Four Seasons And Concerto For 4 Violins, Op. 3, No. 10/ Bach: Double Concerto BWV 1043/ Mozart: Sinfonia Concertante, K. 364 (Album) মনোনীত
১৯৯০ শ্রেষ্ঠ ধ্রুপদী পরিবেশনা, Instrumental Soloist (With Orchestra) জুবিন মেহতা Shostakovich: Violin Concerto No. 1 In A Minor/Glazunov: Violin Concerto In A Minor বিজয়ী
১৯৯০ শ্রেষ্ঠ ক্লাসিক্যাল ভোকাল পরিবেশনা জুবিন মেহতা Carreras, Domingo, Pavarotti In Concert বিজয়ী
১৯৯০ শ্রেষ্ঠ ধ্রুপদী অ্যালবাম জুবিন মেহতা Carreras, Domingo, Pavarotti In Concert (Album) মনোনীত
১৯৯১ শ্রেষ্ঠ বিশ্ব সঙ্গীত অ্যালবাম টি.এইচ. বিনয়ক্রম and জাকির হুসেইন Planet Drum বিজয়ী
১৯৯২ শ্রেষ্ঠ বিশ্ব সঙ্গীত অ্যালবাম বিশ্ব মোহন ভট্ট[১] Planet Drum বিজয়ী
১৯৯৪ বছরের শ্রেষ্ঠ অ্যালবাম জুবিন মেহতা The 3 Tenors In Concert 1994 (Album) মনোনীত
১৯৯৪ শ্রেষ্ঠ পপ অ্যালবাম জুবিন মেহতা The 3 Tenors In Concert 1994 (Album) মনোনীত
১৯৯৬ শ্রেষ্ঠ বিশ্ব সঙ্গীত অ্যালবাম এল শঙ্কর, জাকির হুসেইনটি.এইচ. বিনয়ক্রম রাগা আবেরি মনোনীত
১৯৯৭ শ্রেষ্ঠ বিশ্ব সঙ্গীত অ্যালবাম বিশ্ব মোহন ভট্ট তাবুল রাসা মনোনীত
১৯৯৭ শ্রেষ্ঠ বিশ্ব সঙ্গীত অ্যালবাম আলী আকবর খাঁ লিগ্যাসি মনোনীত
১৯৯৮ শ্রেষ্ঠ বিশ্ব সঙ্গীত অ্যালবাম আলী আকবর খাঁ Passing on the Tradition মনোনীত
২০০২ শ্রেষ্ঠ বিশ্ব সঙ্গীত অ্যালবাম রবিশঙ্কর Full Circle: Carnegie Hall 2000 বিজয়ী
২০০২ শ্রেষ্ঠ বিশ্ব সঙ্গীত অ্যালবাম অনুষ্কা শংকর Live at Carnegie Hall মনোনীত
২০০৫ শ্রেষ্ঠ সমসাময়িক বিশ্ব সঙ্গীত অ্যালবাম অনুষ্কা শংকর Rise মনোনীত
২০০৭ শ্রেষ্ঠ অপেরা রেকর্ডিং জুবিন মেহতা Verdi: La Traviata মনোনীত
২০০৮ শ্রেষ্ঠ সংকলন সাউন্ডট্র্যাক অ্যালবাম এ আর রহমান, এইচ শ্রীধর, পি এ দীপক স্লামডগ মিলিয়নিয়ার বিজয়ী
২০০৮ দৃশ্যকলা মিডিয়ার জন্য রচিত শ্রেষ্ঠ গান এ আর রহমান, তানভী শাহ, গুলজার স্লামডগ মিলিয়নিয়ার বিজয়ী
২০০৮ শ্রেষ্ঠ সমসাময়িক বিশ্ব সঙ্গীত অ্যালবাম[২] জাকির হুসেইন গ্লোবাল ড্রাম প্রজেক্ট বিজয়ী
২০১০ শ্রেষ্ঠ সমসাময়িক বিশ্ব সঙ্গীত অ্যালবাম চন্দ্রিকা ট্যান্ডন "Om Namo Narayanaya: Soul Call" মনোনীত
২০১২ শ্রেষ্ঠ বিশ্ব সঙ্গীত অ্যালবাম অনুষ্কা শংকর ট্রাভেলার মনোনীত
২০১৩ আজীবন সম্মাননা পুরস্কার রবিশঙ্কর অনারারি বিজয়ী
২০১৩ শ্রেষ্ঠ বিশ্ব সঙ্গীত অ্যালবাম রবিশঙ্কর The Living Room Sessions Pt. 1 বিজয়ী
২০১৪ শ্রেষ্ঠ বিশ্ব সঙ্গীত অ্যালবাম রবিশঙ্কর The Living Room Sessions Pt. 2 মনোনীত
২০১৪ শ্রেষ্ঠ বিশ্ব সঙ্গীত অ্যালবাম অনুষ্কা শংকর ত্রাসিস অব ইউ মনোনীত
২০১৫ শ্রেষ্ঠ নতুন যুগের অ্যালবাম রিকি কেজ Winds of Samsara বিজয়ী
২০১৫ শ্রেষ্ঠ শিশুদের অ্যালবাম নীলা ভাসওয়ানি আই অ্যাম মালালা বিজয়ী
২০১৫ শ্রেষ্ঠ বিশ্ব সঙ্গীত অ্যালবাম অনুষ্কা শংকর হোম মনোনীত
২০১৬ শ্রেষ্ঠ বিশ্ব সঙ্গীত অ্যালবাম অনুষ্কা শংকর ল্যান্ড অব গোল্ড মনোনীত
২০২১ শ্রেষ্ঠ বিশ্ব সঙ্গীত অ্যালবাম অনুষ্কা শংকর লাভ লেটার্স মনোনীত
২০২১ শ্রেষ্ঠ নতুন যুগের অ্যালবাম[৩] প্রিয়া দর্শিনী পেরিফেরি (২০২০) মনোনীত
২০২২ শ্রেষ্ঠ নতুন যুগের অ্যালবাম রিকি কেজস্টুয়ার্ট কোপল্যান্ড ডিভাইন টাইড বিজয়ী
২০২২ শ্রেষ্ঠ শিশু সঙ্গীত অ্যালবাম ফালু A Colorful World বিজয়ী

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Meet the Indians who won Grammys"। ১২ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০২২ 
  2. "Sikiru Adepoju"GRAMMY.com। ফেব্রুয়ারি ১৫, ২০১৯। 
  3. "Talent for 2021 GRAMMY Nominations Announced"। ২০ নভেম্বর ২০২০। ২৬ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা