ভক্তি চৈতন্য স্বামী

হিন্দু সন্ন্যাসী

ভক্তি চৈতন্য স্বামী (১৪ আগস্ট ১৯৫১, অকল্যান্ড, নিউজিল্যান্ড) একজন গৌড়ীয় বৈষ্ণব স্বামী[৪] এবং আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের একজন ধর্মীয় নেতা (যা হরে কৃষ্ণ আন্দোলন বা ইসকন নামেও পরিচিত)।[২][৩][৫] তিনি এর গভর্নিং বডি কমিশনের সদস্য এবং দক্ষিণ আফ্রিকা, বাল্টিক রাজ্য এবং রাশিয়ায় ইসকনের নেতা।[৩]

ভক্তি চৈতন্য স্বামী
অন্য নামরিচার্ড নাইসমিথ[১]
ব্যক্তিগত তথ্য
জন্ম14 August 1951
ধর্মসনাতন ধর্ম
অন্য নামরিচার্ড নাইসমিথ[১]
ঊর্ধ্বতন পদ
দীক্ষাদীক্ষা–১৯৭৩, সন্ন্যাস–১৯৯৪
পদইসকন গুরু,[২] সন্ন্যাসী,[৩] গভর্নিং বডি কমিশনের সদস্য[৩]

ব্যক্তিগত জীবন সম্পাদনা

রিচার্ড নাইসমিথ ১৪ই আগস্ট ১৯৫১ সালে নিউজিল্যান্ডের অকল্যান্ডে জন্মগ্রহণ করেন।[১][২][৩] ১৯৭২ সালে তিনি অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ে ইসকনের প্রতিষ্ঠাতা এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের সাথে প্রথম দেখা করেন ।[১] এক বছর পরে তিনি লন্ডনে ইসকনের সাথে যোগ দেন এবং প্রভুপাদের কাছ থেকে দীক্ষা নেন, যিনি তাকে সংস্কৃত নাম দিয়েছিলেন রঘুবীর দাস[১]

স্বামী ইসকনের শিক্ষামূলক কার্যক্রমের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত এবং বৃন্দাবনের বৈষ্ণব ইনস্টিটিউট ফর হায়ার এডুকেশনে শিক্ষকতা করেন । ১৯৯৪ সালে, গৌর পূর্ণিমা উৎসবের সময়, তিনি গিরিরাজ স্বামীর কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করেন এবং ভক্তিচৈতন্য স্বামী নাম লাভ করেন। পরে তিনি ইসকন গুরুইসকনের গভর্নিং বডি কমিশনের সদস্য হন।[২][৩][৩][৫]

আরও দেখুন সম্পাদনা

পাদটীকা সম্পাদনা

  1. Kūrma Dāsa 1999
  2. Petrova 2009
  3. Verba 2004
  4. List of Sannyasis in ISKCON April 2008 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২১ জুলাই ২০০৮ তারিখে ISKCON Sannyasa Ministry, Retrieved on 5 May 2008
  5. Khan 2005

তথ্যসূত্র সম্পাদনা