ব্লিথের মাছরাঙা

পাখির প্রজাতি

ব্লিথের মাছরাঙা (Alcedo hercules) হল একধরনের মাছরাঙা প্রজাতির পাখি যাদেরকে প্রধানত দেখতে পাওয়া যায় বাংলাদেশ, ভারত, চীন, ভুটান, মায়ানমার, লাওস, ভিয়েতনাম প্রভৃতি দেশে। এদেরকে দেখতে পাওয়া যায় চিরসবুজ ঘন অরণ্যে এবং চারপাশের খোলামেলা জায়গায়, প্রধানত ২০০–১,২০০ মিটার (৬৬০–৩,৯৪০ ফু), মূলত ৪০০–১,০০০ মিটার (১,৩০০–৩,৩০০ ফু)।

ব্লিথের মাছরাঙা
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: প্রাণীজগৎ
পর্ব: কর্ডাটা
শ্রেণী: পক্ষী
বর্গ: Coraciiformes
পরিবার: Alcedinidae
গণ: Alcedo
প্রজাতি: A. hercules
দ্বিপদী নাম
Alcedo hercules
Laubmann, 1917

এডয়ার্ড ব্লিথ (১৮১০-১৮৭৩), প্রথম এদেরকে লক্ষ্য করেন এবং তাই জন্য তার নামানুসারেই এদের নামকরণ করা হয়েছে ব্লিথের মাছরাঙা।

তথ্যসূত্র সম্পাদনা

  1. BirdLife International (২০১২)। "Alcedo hercules"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2013.2প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৩