ব্রিস সম্বা

ফরাসি ফুটবলার

ব্রিস লরিশ সম্বা (ফরাসি: Brice Samba; জন্ম: ২৫ এপ্রিল ১৯৯৪; ব্রিস সম্বা নামে সুপরিচিত) হলেন একজন কঙ্গোলীয়–ফরাসি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ফ্রান্সের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর লিগ ১-এর ক্লাব লঁস এবং ফ্রান্স জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।

ব্রিস সম্বা
২০২৩ সালে লঁসের হয়ে সম্বা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ব্রিস লরিশ সম্বা
জন্ম (1994-04-25) ২৫ এপ্রিল ১৯৯৪ (বয়স ৩০)
জন্ম স্থান লিনজোলো, কঙ্গো প্রজাতন্ত্র
উচ্চতা ১.৮৭ মিটার (৬ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
লঁস
জার্সি নম্বর ৩০
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১:৩১, ২৯ এপ্রিল ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

সম্বা ২০২৩ সালে ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ফ্রান্সের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৩ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

ব্রিস লরিশ সম্বা ১৯৯৪ সালের ২৫শে এপ্রিল তারিখে কঙ্গো প্রজাতন্ত্রের লিনজোলোতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল সম্পাদনা

২০২৩ সালের ১৬ই জুন তারিখে, ২৯ বছর, ১ মাস ও ২২ দিন বয়সে, বাম পায়ে ফুটবল খেলায় পারদর্শী সম্বা জিব্রাল্টারের বিরুদ্ধে অনুষ্ঠিত উয়েফা ইউরো ২০২৪ বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ফ্রান্সের হয়ে অভিষেক করেছেন।[১] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[২] ম্যাচে তিনি ১ নম্বর জার্সি পরিধান করে গোলরক্ষক হিসেবে খেলেছিলেন।[৩] ম্যাচটি ফ্রান্স ৩–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৪] ফ্রান্সের হয়ে অভিষেকের বছরে সম্বা সর্বমোট ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান সম্পাদনা

আন্তর্জাতিক সম্পাদনা

২৯ এপ্রিল ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
ফ্রান্স ২০২৩
২০২৪
সর্বমোট

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা