ব্রাহ্মণবাড়িয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ

ব্রাহ্মণবাড়িয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ বাংলাদেশের একটি সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। এটি চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া শহরে অবস্থিত। বিদ্যালয়টি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনস্থ।[১][২]

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ
অবস্থান

৩৪০০

তথ্য
বিদ্যালয়ের ধরনকারিগরি
প্রতিষ্ঠাকাল১৯৬৯
বিদ্যালয় বোর্ডবাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড
বিদ্যালয় জেলাব্রাহ্মণবাড়িয়া জেলা
ইআইআইএন১৩৩১৬১
অধ্যক্ষজনাব মোঃ রুহুল আমিন
ক্যাম্পাসসমূহ১টি
শিক্ষায়তন২ একর (৮,১০০ মি)
ক্যাম্পাসের ধরনশহুরে
ওয়েবসাইটwww.tsc.brahmanbaria.gov.bd

ইতিহাস সম্পাদনা

একাডেমিক কার্যক্রম সম্পাদনা

বর্তমানে কলেজটিতে চারটি শ্রেণীতে ট্রেড রয়েছে।

নং শ্রেণী ট্রেডের নাম
০১ ষষ্ঠ প্রযোজ্য নয়
০২ সপ্তম
০৩ অষ্টম
০৪ নবম জেনারেল ইলেকট্রনিক্স-৬২
ফিসকালচার অ্যান্ড ব্রিডিং-৭৫
আইটি সাপোট অ্যান্ড আইওটি বেসিক-৮৮
জেনারেল ইলেকট্রিক্যাল ওয়অর্কস-৯০
০৪ দশম জেনারেল ইলেকট্রনিক্স-৬২
ফিসকালচার অ্যান্ড ব্রিডিং-৭৫
আইটি সাপোট অ্যান্ড আইওটি বেসিক-৮৮
জেনারেল ইলেকট্রিক্যাল ওয়অর্কস-৯০
০৫ একাদশ কম্পিউটার অপারেশন অ্যন্ড মেইনটেন্যান্স-২৫
ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেন্যান্স-২৭
ইলেকট্রনিক্স কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন-২৮
ফিসকালচার অ্যান্ড ব্রিডিং-২৯
০৬ দ্বাদশ কম্পিউটার অপারেশন অ্যন্ড মেইনটেন্যান্স-২৫
ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেন্যান্স-২৭
ইলেকট্রনিক্স কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন-২৮
ফিসকালচার অ্যান্ড ব্রিডিং-২৯
০৭ ট্রেনিং কোর্স
  • ০৩ মাস মেয়াদি
  • ০৬ মাস মেয়াদি
জেনারেল ইলেকট্রিশিয়ান-৩৩
কম্পিউটার অফিস এপ্লিকেশন-৭৬
ড্রাইভিং কাম-অটোমেকানিক্স
মোবাইল ফোন সার্ভিসিং
০৮ এসইআইপি মটর ড্রাইভিং উইথ মেইনটেনেন্স কোর্স

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ব্রাহ্মণবাড়িয়া জেলার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা"জাতীয় তথ্য বাতায়ন-ব্রাহ্মনবাড়িয়া জেলা। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-০১ 
  2. "ব্রাহ্মণবাড়িয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের সংক্ষিপ্ত ইতিহাস"জাতীয় তথ্য বাতায়ন-ব্রাহ্মনবাড়িয়া জেলা