ব্যবহারকারী আলাপ:Hasive/সংকলন-১

সাম্প্রতিক মন্তব্য: EdwardsBot কর্তৃক ১০ বছর পূর্বে "Tech News: 2013-25" অনুচ্ছেদে


স্বাগতম বার্তা সম্পাদনা

প্রিয় Hasive/সংকলন-১, উইকিপিডিয়াতে আপনাকে     স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন।

এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:


  •     টিউটোরিয়াল – উইকিপিডিয়া অবদান রাখার জন্য ধারাবাহিক প্রশিক্ষণমূলক প্রস্তুতি নিতে এটি দেখুন।


কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যেকোন পদ্ধতি অনুসরণ করা:

  • আমাদের সম্প্রদায়ের অন্যতম বর্তমান লক্ষ্য হল     আবশ্যকীয় নিবন্ধগুলোকে সৃষ্টি ও পূর্ণতা দান করা। তালিকাটি থেকে পছন্দের যেকোন একটি নিবন্ধ কাজের জন্য বেছে নিন।
  • Alt - Shift - x চাপুন চাপুন, বা অজানা যেকোনো পৃষ্ঠা লিঙ্কে ক্লিক করুন। যেকোন একটি নিবন্ধ আসবে, আপনি সেটাকে পরিবর্ধন বা পরিমার্জন করতে পারেন।
  • অসম্পূর্ণ নিবন্ধের তালিকা দেখুন, ও সেখান থেকে কোন নিবন্ধকে পরিবর্ধনের জন্য বেছে নিন।
  • নিবন্ধ পরিবর্ধনের জন্য তথ্যের প্রয়োজন হলে উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণের সহায়তা নিতে পারেন, এজন্য বাংলা নিবন্ধটির বাঁয়ে ‘অন্যান্য ভাষাসমূহ’-এর তালিকা থেকে English-এ ক্লিক করতে হবে।
  • আপনার নতুন নিবন্ধ শুরু করার আগে অনুগ্রহপূর্বক গুগলের মাধ্যমে অনুসন্ধান করুন

  • আপনার প্রথম নিবন্ধটি শুরু করার পূর্বে অনুগ্রহ করে আপনার প্রথম নিবন্ধ পড়ে নিন।
  • নতুন নিবন্ধ শুরু করতে হলে এই পাতায় গিয়ে ফর্মে নিবন্ধের নামটি লিখুন।
  • উইকিপিডিয়ানদের সাথে সরাসরি আলাপ করতে IRC চ্যানেল  #wikimedia-bd ব্যবহার করুন।
  • এছাড়া নিজের সম্পর্কে তথ্য আপনি আপনার ব্যবহারকারী পাতায় রাখতে পারেন। এর মাধ্যমে অন্য উইকিপিডিয়ানরা আপনার সম্পর্কে জানতে পারবে। সাহায্য চাইতে এবং মতামত রাখতে অনুগ্রহপূর্বক আপনার আলাপ পাতা ব্যবহার করুন।

অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর   চিহ্নে ক্লিক করুন অথবা চারটি টিল্ডা (~~~~) চিহ্ন দিয়ে আপনার স্বাক্ষর করুন; এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার নাম এবং তারিখ যোগ করবে। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তা হলে আমার আলাপের পাতায় প্রশ্ন করুন, অথবা আপনার আলাপের পাতায় {{সাহায্য করুন}} লিখুন এবং নিচে আপনার প্রশ্ন লিখুন। একজন সাহায্যকারী কিছুক্ষণের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেবেন।

আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! 


তানভিরআলাপ • ১৯:৩০, ২৩ জুলাই ২০১০ (UTC)

প্রাথমিক পরামর্শ (মুক্ত তথ্য) সম্পাদনা

উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি উইকিপিডিয়াতে কপিরাইট-মুক্ত উৎস হতে তথ্য সরাসরি কপি করে দিতে পারেন। কিন্তু কপিরাইট-যুক্ত উৎস থেকে সরাসরি কপি করা যাবে না। এক্ষেত্রে তারা এসে ঘাড়ে ধরবে। তাই সেসব উৎস থেকে লেখাটা উল্টে-পাল্টে, মূল নির্যাস নিয়ে লিখতে হবে নিবন্ধে, কিন্তু তাতে যেন অর্থ বুঝতে বেগ পেতে না হয়। সর্বক্ষেত্রে লেখাটির তথ্যসূত্র খুব গুরুত্বপূর্ণ। উইকিপিডিয়ায় আপনার যাত্রা শুভ হোক। আপনাকে ধন্যবাদ। মঈনুল ইসলাম (আলাপ | অবদান) ২১:৩৮, ৩০ জুলাই ২০১০ (UTC)

হাসিব, ইতিহাসের অংশটা ডিসিচাঁদপুর থেকে সরাসরি নেয়া, তাই সরাতে হলো। ওটা নিজের ভাষায় লিখে ফেললেই সমস্যা থাকবে না। --রাগিব (আলাপ | অবদান) ২১:৩৯, ৩০ জুলাই ২০১০ (UTC)

Invite to WikiConference India 2011 সম্পাদনা

 

Hi Hasive,

The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.
You can see our Official website, the Facebook event and our Scholarship form.

But the activities start now with the 100 day long WikiOutreach.

Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)

As you are part of Wikimedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for your contributions.

We look forward to see you at Mumbai on 18-20 November 2011

উইকিফাই সম্পাদনা

হাসিভ ভাই, পাতাগুলোতে উইকি করার জন্য ধন্যবাদ। তবে একই লিংকের ক্ষেত্রে বারবার উইকিফাই করা নিষ্প্রয়োজন। যেমন তফাজ্জল হোসেন মানিক মিয়া পাতায় পিরোজপুর জেলা বা ইত্তেফাক পত্রিকার কথা যেখানে প্রথম এসেছে সেটিতেই শুধু উইকিফাই করলে চলে বাকিগুলোর ক্ষেত্রে প্রয়োজন নেই। — তানভিরআলাপ০৮:১০, ৩০ নভেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন

বিডিওএসএন - উল্লেখযোগ্যতা সম্পাদনা

আলাপ:বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক#উল্লেখযোগ্যতা দেখার অনুরোধ রইলো। — তানভিরআলাপ২০:০৫, ২৬ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন

Image:Jamilur Reza Choudhury.tif-চিত্র কপিরাইট লাইসেন্সের সমস্যা সম্পাদনা

 
Image Copyright problem

Image:Jamilur Reza Choudhury.tif চিত্রটি আপলোড করার আপনাকে ধন্যবাদ। আমি লক্ষ্য করলাম, কে এই ফাইলের সৃষ্টিকর্তা তা নির্দিষ্ট করে বলা নেই অর্থাৎ চিত্রটির কপিরাইট তথ্য অস্পষ্ঠ।যদি আপনি এই ফাইলটি নিজে তৈরি না করে থাকেন,তাহলে আপনাকে এই ফাইলের স্বত্তাধিকার বা প্রকৃত মালিকের কপিরাইট উল্লেখ করতে হবে। যদি আপনি এটি কোন ওয়েবসাইট থেকে পেয়ে থাকেন তবে সেই ওয়েবসাইট লিঙ্কে আপনি এই ফাইলের উপাদান ব্যবহারের শর্তাবলী পাবেন যা সাধারণত পর্যাপ্ত ভাবে বর্ননা থাকে। যদি কপিরাইট ধারক ঐ ওয়েবসাইটের প্রকাশক থেকে আলাদা হয়, তাদেরও কপিরাইট জানানো উচিত।

আমরা আরও জানার প্রয়োজন মনেকরি এর লাইসেন্সের শর্তাবলী যা এই চিত্রের কপিরাইট ধারক প্রকাশ করেছেন, যা সাধারনভাবে লাইসেন্স ট্যাগ যুক্ত করে করা হয়।যদি এই চিত্র,অডিও,ভিডিও আপনি নিজে তৈরি করেন বা সৃষ্টি কর্তা হন তবে {{GFDL-self}} ট্যাগ লাগিয়ে তা জিএফডিএলে মুক্ত করতে পারেন। যদি আপনি বিশ্বাস করেন যে মিডিয়াটি মুক্ত নয় এমন তবে {{non-free fair use in|article name}} এই ট্যাগ লাগান বা অন্য কোন ট্যাগ লাগান যা এখানে বর্নিত। কপিরাইট ট্যাগের পূর্ণ তালিকার জন্য দেখুন, চিত্র কপিরাইট ট্যাগ, যেগুলির মধ্যে থেকেও আপনি ব্যাবহার করতে পারেন।

যদি আপনি পূর্বে অন্যান্য ফাইল আপলোড করে থাকেন,তবে তা পরীক্ষা করে বিবেচনা করুন যে আপনি তাদের উৎ‍স ও কপিরাইট লাইসেন্সের ঠিক উল্লেখ করেছেন কিনা। আপনি এই সংযোগটিতে অনুসরণ করে আপনার পূর্বের আপলোড করা ফাইলগুলিকে একটি তালিকা আকারে পাবেন। উৎস-বিহীন ও ট্যাগ-বিহীন চিত্র গুলিকে এক সপ্তাহের মধ্যে অপসারণ করা হবে তাদেরকে ট্যাগকৃত করার পর, যেমনটা বর্নিত আছে দ্রুত অপসারণযোগ্য যোগ্য চিত্রে। যদি চিত্রটি মুক্ত নয় এমন লাইসেন্সের(সৌজন্যমূলক ব্যবহার) মধ্যে পরে তবে ৪৮ ঘন্টার মধ্য চিত্রগুলিকে অপসারণ করা হবে। যদি আপনার এই বিষয়ে কোন প্রশ্ন থাকে দয়া করে মিডিয়া কপিরাইট প্রশ্ন পাতায় জানান। আপনাকে ধন্যবাদ। — তানভিরআলাপ১৫:২৬, ২৭ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন

ট্যাগ সংক্রান্ত দৃষ্টি আকর্ষণ সম্পাদনা

প্রিয় হাসিব ভাই, মিটআপের পরে এই প্রথম, এমনকি উইকিতে এই প্রথম আপনার সাথে কথা হচ্ছে। আশা করি ভালো আছেন। আপনার অবগতির জন্য জানাচ্ছি: সংক্ষিপ্ত, খালি এবং সম্পূর্ণ খালি নিবন্ধগুলোর ব্যাপারে উইকি কম্যুনিটি বেশ দীর্ঘ আলাপের পর একটা সিদ্ধান্ত নিয়েছিল (বিস্তারিত দেখুন: এখানে এবং এখানে)। এই সিদ্ধান্ত অনুযায়ী এক-দু লাইনের নিবন্ধ দেখলেই গণহারে মুছে ফেলার অনুরোধ করা যেতে পারে। তবে নিবন্ধ যদি সদ্যপ্রসূত হয়, তাহলে দুয়েকদিন অপেক্ষা করা যেতেই পারে। খালি ট্যাগ সাঁটা যেতে পারে সেসব নিবন্ধে, যা দুয়েক দিন পরেও উন্নয়নের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, অথচ একেবারে সম্পূর্ণ খালির পর্যায়েও পড়ছে না, কিছুটা হলেও বক্তব্য আছে। আপনার দৃষ্টি আকর্ষণ করলাম এজন্য যে, সুবর্ণরেখা (চলচ্চিত্র) সেই ১৭ আগস্ট ২০০৬ থেকে নাই অবস্থায় পড়ে আছে, এটার ব্যাপারে আর কোনো আশাই করা যায় না যে, এটার উন্নতি হবে। এসকল ক্ষেত্রে সরাসরি অপসারণ ট্যাগ সাঁটতে পারেন বোধহয়। তবে উত্তম হলো, যদি নিজের কাছে কিছু থাকে, তবে উন্নয়ন করে টিকিয়ে রাখা। এছাড়া যে নিবন্ধটাতে কিছুই নেই, তার উল্লেখযোগ্যতার প্রশ্নই আসছে না, দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে চোখ বুজে অপসারণযোগ্য। ...আর আরেকটা অনুরোধ, সম্পাদনা সারাংশে শুধু "ট্যাগ" না লিখে, কী ট্যাগ সাঁটছেন, তারও উল্লেখ করলে ভালো হয়। অনেক ধন্যবাদ, ২০০৮-এর পর আপনি সম্প্রতি আবার সক্রীয় হয়েছেন। তাই আপনাকে একটু আপডেট রাখার চেষ্টা আরকি। ভালো থাকুন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৭:০৪, ২৭ জানুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন

বিষয়শ্রেণী যোগ সম্পাদনা

হাছিব ভাই, নিবন্ধে শুধুমাত্র প্রযোজ্য বিষয়শ্রেণীগুলোই যোগ করুন। একুশে পদক বিষয়শ্রেণী কোনো ব্যক্তির নিবন্ধে তখনই যোগ হতে পারে যদি পদকটির সাথে ঐ ব্যক্তি সরাসরি যুক্ত হতে পারেন। যদি তিনি শুধু পদকটির বিজয়ী হন, তবে বিষয়শ্রেণী হবে একুশে পদক জয়ী। এছাড়াও কোনো একটি বিষয়শ্রেণী যোগ করলে সাধারণত তার মূল বিষয়শ্রেণী যোগ করা অনুচিত। যেমন বাংলা একাডেমী পুরস্কার জয়ী যোগ করলে, বাংলা একাডেমী পুরস্কার বিষয়শ্রেণী যোগ করার অনুচিত। — তানভিরআলাপ০৬:৪১, ২৮ জানুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন

আরেকটু যোগ করি: হটক্যাট দিয়ে বিষয়শ্রেণী যোগের সময় যদি একাধিক বিষয়শ্রেণী যোগ করার পরিকল্পনা থাকে, তবে ডাবল প্লাস বোতামটি (++) চেপে একটা একটা করে বিষয়শ্রেণী যোগ করুন, তারপর সব হয়ে গেলে "সংরক্ষণ" বোতামটি চাপুন। :) সব হয়ে গেছে একবারে। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৬:৪২, ২৮ জানুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন

আলাপ পাতা সম্পাদনা

হাছিব ভাই, নিবন্ধ নামস্থান ছাড়া অন্য নামস্থানে সাধারণ নতুন আলোচনা শুরু করা ছাড়া শুধু টেমপ্লেট যোগের জন্য আলাপ পাতা যোগ করা হয় না। তাই এগুলো তৈরি না করাটাই ভালো হবে। — তানভিরআলাপ০৮:৪৩, ৭ মার্চ ২০১২ (ইউটিসি)উত্তর দিন

লাল রং দেখতে ভালো দেখায় না। তাই যোগ করা। নুরুন্নবী হাছিব (আলাপ|অবদান) ০৮:৪৬, ৭ মার্চ ২০১২ (ইউটিসি)উত্তর দিন
ঐ পাতাগুলো আসলে কেউ দেখবে না, মূলত টেমপ্লেট মার্কা পাতা। আপনি চাইলে যোগ করা চালিয়ে যেতে পারেন, কিন্তু এটি খুবই ট্রিভিয়াল সম্পাদনা তাই এধরনের সম্পাদনা করতে কাউকে উৎসাহ প্রদান করা হয় না। তাই আপনাকে জানানো। — তানভিরআলাপ০৮:৫২, ৭ মার্চ ২০১২ (ইউটিসি)উত্তর দিন
ঠিক আছে। ধন্যবাদ নুরুন্নবী হাছিব (আলাপ|অবদান) ০৮:৫৩, ৭ মার্চ ২০১২ (ইউটিসি)উত্তর দিন

বিষয়ঃ বিষয়শ্রেণী সম্পাদনা

হাছিব ভাই,

শুভেচ্ছা জানবেন। হেনরি কিসিঞ্জার নামীয় ভদ্রলোকের সৌজন্যেই এ বার্তা! সবচেয়ে বড় কথা হলো সৃষ্ট বিভিন্ন নিবন্ধে আপনার অংশগ্রহণ আমায় বেশ আনন্দ দেয়। কিন্তু, বেশ মর্মাহত হলাম ঐ নিবন্ধের [বিষয়শ্রেণীতে] নির্দয় ভুল দেখে! একবার মনে হলো - যা করেছেন করুন; ঠিক করে দেই। আবার ভাবলাম - না বিভ্রান্তি নিরসন ও সচেতনতার প্রয়োজন রয়েছে। ভুল আমারো হতো পারতো; এবং সমস্যা সমাধানে আপনি-আমি-আমরা সকলেই কিন্তু সদা তৎপর রয়েছি। কিন্তু, পাঠকগণ যদি এ ধরনের ভুল দেখেন, তাহলে কি উইকি'র উত্তোরণ ঘটবে? বিষয়টা অন্যভাবে নিবেন না দয়া করে। সবচেয়ে বড় কথা হলো - সকলের স্বতঃস্ফূর্ত ও আন্তরিক অংশগ্রহণে অবশ্যই আলোকিত হবে আমাদের, সকলের এ উইকি। খুব দ্রুত সংশোধন ঘটাবেন এ আশাবাদ ব্যক্ত করছি। - সুব্রত রায় (আলাপ) ১৪:৫৭, ১২ এপ্রিল ২০১২ (ইউটিসি)উত্তর দিন

[(অনুল্লেখ্য): বিষয়শ্রেণী যোগের সময় একাধিক বিষয়শ্রেণী যোগ করতে ডাবল প্লাস বাটন চেপে একটা একটা করে বিষয়শ্রেণী যোগ, ঠিক কিংবা বাতিল করুন। অতঃপর "সংরক্ষণ" বাটন চাপুন।]

আমিও তাই বলি। একাধিক বিষয়শ্রেণী এক সাথে যোগ করার জন্য এই গ্যাজটটি এমনভাবে ডিজাইন করা হয়েছে। এভাবে করলে সাম্প্রতিক পরিবর্তন পাতাটি পরিচ্ছন্ন থাকে। — তানভিরআলাপ১৩:০১, ১৫ এপ্রিল ২০১২ (ইউটিসি)উত্তর দিন
আমি অনেকদিন আগেই হাসিব ভাইকে বলেছি। হাসিব ভাই, প্লিজ দৃষ্টি দিন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০৬:৩৩, ১৬ এপ্রিল ২০১২ (ইউটিসি)উত্তর দিন
সবাইকে ধন্যবাদ। এই ভাবে ব্যবহার করতে গিয়ে আমি কিছু সমস্যায় পড়েছিলাম..তাই আমি আলাদা আলাদা ব্যবহার করতাম..এখন দেখি আবার এই ভাবে করার চেষ্টা করবো.. --নুরুন্নবী হাছিব (আলাপ|অবদান) ০৯:৩১, ১৬ এপ্রিল ২০১২ (ইউটিসি)উত্তর দিন
বিষয়শ্রেণীর ব্যবহার সংক্রান্ত বিষয়ে আপনাকে বার্তা প্রেরণটি মূখ্য ছিল না। বরঞ্চ মূখ্য ছিল হেনরি কিসিঞ্জার নিবন্ধে বিষয়শ্রেণীসমূহে আপনার ভুল তথ্য প্রবেশ করানো সংক্রান্ত যা সংকেতাকারে আলাপ বার্তা তুলে ধরেছিলাম। ভেবেছিলাম খুব দ্রুত সংশোধন করবেন বিষয় দু'টো যা এ আলোচনার সম্পাদনা মোডে লুক্কায়িত অবস্থায় রেখেছি। আশা করছি অদূর ভবিষ্যতে আরো সচেতন হবেন। কেননা, উইকি'র মানের সাথে আপনি, আমি, আমরা'র ন্যায় গুটিকয়েক ব্যবহারকারীদেরই সংস্পর্শ রয়েছে; আর বিশ্বব্যাপী ছড়িয়ে-ছিটিয়ে থাকা বাংলাভাষী পাঠকেরা এর রস আস্বাদন গ্রহণ করেন মাত্র; আবার, পাশাপাশি এর মান নিয়েও প্রশ্ন তুলে থাকেন! - সুব্রত রায় (আলাপ) ১১:৩৫, ১৬ এপ্রিল ২০১২ (ইউটিসি)উত্তর দিন
[পুণশ্চঃ সৃষ্ট যে-কোন নিবন্ধে আপনারসহ আগ্রহীদের অংশগ্রহণ অনিবার্য। কেননা, সকলের মিলিত প্রচেষ্টার ফসল হিসেবেই এটি সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হতে পারে। ধন্যবাদ]
ভুলের বিষয়টি দেখিয়ে দেয়ার জন্য ধন্যবাদ..তবে ভুল ভুলই..সবারই হতে পারে..সতর্ক থাকার পরও ভুল হয়..এটা শুধু আমার না বলতে গেলে মানুষ মাত্রই হয়..আর জেনে শুনে বুঝে কেউ সাধারণত ভুল করে না..যদি করতো তা হলে তাকে আর ভুল বলা হতো না..ভালো থাকবেন..--নুরুন্নবী হাছিব (আলাপ|অবদান) ১৭:৪৯, ১৬ এপ্রিল ২০১২ (ইউটিসি)উত্তর দিন
হাসিব ভাই, আমি রাত জেগে "ইয়াং নাইট"-এর পূণঃপ্রচার দেখেছি। অনুষ্ঠানের গতি একটু বেশি রকমের বেশি ছিল। ধীর গতির হলে মানুষ বুঝতে পারতো আরো ভালো। আপনার উপস্থিতির জন্য ধন্যবাদ। (আলাদা থ্রেড আর করলাম না) —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০৫:০২, ১৭ এপ্রিল ২০১২ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ মঈনুল ভাই..আসলেই অনেক কিছু বলা হয়নি আবার ধীরে বলবো সে সুযোগও ছিলো না সময়ের কারনে..যাই হোক ভবিষ্যৎতে আবার এক আয়োজনে চেষ্টা থাকবে..--নুরুন্নবী হাছিব (আলাপ|অবদান) ০৭:১১, ১৭ এপ্রিল ২০১২ (ইউটিসি)উত্তর দিন
হাছিব ভাই,

আমি কিন্তু প্রশ্নের অর্ধেক উত্তর পাইছেলাম ইয়াং নাইট অনুষ্ঠানে। এটিএন নিউজের পাতার এ ।বস্থা ক্যান?? :)--আশা (আলাপ) ১৪:৪০, ১৯ এপ্রিল ২০১২ (ইউটিসি)উত্তর দিন

মুন্সি আব্দুর রউফ এ যে উন্নয়ন করলাম তাতে কি কোন ভুল ছিল? সম্পাদনা

হাসিব ভাই সালাম, ভাল আছেন আশা করি। মুন্সি আব্দুর রউফ এ যে উন্নয়ন করলাম তাতে কি কোন ভুল ছিল? দয়া করে জানাবেন। নতুন একজন হিসাবে কাজ করার চেষ্টা করছি, আপনার পরামর্স আমার দরকার। -ফাহাদ 4/19/12

সুপ্রিয় ফাহাদ..আপনি সম্ভবত যে ছবিগুলো যোগ করেছেন সেগুলো সরাসরি ওয়েবসাইট থেকে নেয়া। মন্ত্রনালয়ের যে ওয়েবসাইট থেকে নিয়েছেন সেটি তাদের অনুমতি ছাড়াই নেয়া হয়েছে..ছবি নেয়ার ক্ষেত্রে অবশ্যই যিনি তুলেছেন তার অনুমতি লাগবে অথবা যার কাছে আছে তার স্বত্ত্ব ত্যাগ করে দিতে হবে..ভবিষ্যৎতে ছবি আপলোড করার সময় একটু খেয়াল রাখলেই হবে..শুভ কামনা..--নুরুন্নবী হাছিব (আলাপ|অবদান) ০৭:২২, ১৯ এপ্রিল ২০১২ (ইউটিসি)উত্তর দিন

ফাহাদ > হাসিব ভাই, আমার ভুল হয়েছিল। সামনে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।

কিছু পরামর্শ সম্পাদনা

উইকিপিডিয়ায় আপনার নিয়মিত অবদানের জন্য ধন্যবাদ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের নতুন নিবন্ধসমূহের তথ্যছকে আপনি যে [[বাংলাদেশ]] [[Image:Flag of Bangladesh.svg|20px|]] ব্যবহার করছেন তা আপনি {{Flag|বাংলাদেশ}} লেখিও ব্যবহার করতে পারেন। এতে আপনার কাজের সুবিধা হবে। আপনি যে ধারাবাহিকভাবে একনিষ্ঠতার সঙ্গে একের পর এক নিবন্ধ রচনা করে চলেছেন তা অনুসরণীয়। আপনার অবদান খুবই উল্লেখযোগ্য। তার জন্য আপনাকে ধন্যবাদ। ---- ইয়াহিয়া (আলাপ) ১১:১৪, ৩০ এপ্রিল ২০১২ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ। ---নুরুন্নবী চৌধুরী হাছিব (আলাপ) ১১:২৮, ৩০ এপ্রিল ২০১২ (ইউটিসি)উত্তর দিন


বেশ কিছু নিবন্ধে প্রথম আলো থেকে হুবুহু লেখা নেয়া হচ্ছে। (যেমন, মো জাহাঙ্গীর ওসমান এর নিবন্ধ http://archive.prothom-alo.com/detail/date/2012-05-11/news/256832 হতে)। এই রিপোর্টের লেখক আপনি নন, কাজেই এই লেখাটি এখানে হুবুহু ব্যবহার করলে কপিরাইট ভঙ্গ হবে। কাজেই এই ব্যাপারটা একটু পরিষ্কার করুন। --রাগিব (আলাপ | অবদান) ০৮:৪৮, ১১ মে ২০১২ (ইউটিসি)উত্তর দিন

রাগিব ভাই, ধন্যবাদ..আসলেই যিনি প্রথম আলোতে নিউজগুলো লিখছেন তার সাথে আমিও কাজ করছি..মানে সংগ্রহের ক্ষেত্রে আমার অবদানও আছে যদিও আমার নাম থাকে না..আর প্রকাশিত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের তথ্য নিয়ে বইও প্রকাশিত হয়েছে। যাতে সহজ হয় তাই আমি প্রথম আলোর লিংক ব্যবহার করছি। তবে হুবহু যাতে না হয় সে জন্য ভিন্ন আঙ্গিকে দিচ্ছি..আর এমনিতে খবরগুলো সংগ্রহের ক্ষেত্রে আমি নিজেও জড়িত..শুভ কামনা..--নুরুন্নবী চৌধুরী হাছিব (আলাপ) ১৩:২৭, ১১ মে ২০১২ (ইউটিসি)উত্তর দিন

নতুন ব্যবহারকারী তৈরি ও কর্মকাণ্ডবৃদ্ধি প্রকল্পে আপনার মতামত প্রয়োজন সম্পাদনা

প্রিয় অবদানকারী,

বাংলা উইকিপিডিয়ার ব্যবহারকারী বৃদ্ধি ও নতুন ব্যবহারকারীদের জন্য সম্পাদনার পরিবেশ উন্নয়নের উদ্দেশ্য উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প চালু হয়েছে। এই প্রকল্প সফল করতে আপনার মতামত প্রয়োজন। ইতিমধ্যেই কিছু ব্যবহারকারী তাঁদের মতামত জানিয়েছেন। তাঁদের মতামতের প্রেক্ষিতে আমরা একটি সারকথায় উপনীত হয়েছি, যা এখানে পাওয়া যাবে

সেই সাথে সুনিশ্চিতভাবে কতোগুলো বিষয় নির্ধারণ করার উদ্দেশ্যে আমাদের কয়েকটি প্রশ্নের উত্তর জানা প্রয়োজন। অনুগ্রহ করে এই আইডিয়াগুলোর ওপর আপনার মতামত প্রদানসহ ঐ পাতায় উল্লেখিত প্রশ্নগুলোর উত্তর প্রদান করে আমাদের এই প্রকল্পটি এগিয়ে নিতে সহায়তা করুন। বাংলা উইকিপিডিয়ার একজন সক্রিয় অবদানকারী হিসেবে আপনার মন্তব্য আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সেই সাথে এই প্রকল্প সম্পর্কিত যে-কোনো জিজ্ঞাসায় নিঃসঙ্কোচে আমার আলাপ পাতায় বার্তা রাখুন। এছাড়াও tanvir wikimedia.org ঠিকানায় আমাকে ই-মেইলও করতে পারেন। আপনাদের সবার অংশগ্রহণে বাংলা উইকিপিডিয়া আরও সমৃদ্ধ হোক ও দ্রুত গতিতে এগিয়ে যাক! — তানভির রহমানআলাপ১০:২৪, ৩ জুন ২০১২ (ইউটিসি)উত্তর দিন

ফিরতি বার্তা সম্পাদনা

 
সুপ্রিয়, Hasive। আলাপ:বীর উত্তম পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১৬:২৬, ২২ জুন ২০১২ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

নাসির খান সৈকতআলাপ ১৬:২৬, ২২ জুন ২০১২ (ইউটিসি)উত্তর দিন

অক্লান্ত পরিশ্রম ও অবদানের স্বীকৃতি সম্পাদনা

  নিরলস অবদানের জন্য পদক
বাংলা উইকিপিডিয়াতে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়ে নিরলস ও অক্লান্ত পরিশ্রমের জন্য ব্যবহারকারী নুরুন্নবী চৌধুরী হাছিব কে এই পদক দেয়া হল। আশা (আলাপ) ১০:৪৮, ২৬ জুলাই ২০১২ (ইউটিসি)উত্তর দিন

Replace this image সম্পাদনা

হাসিব ভাই, আপনার উদ্দেশ্যের বিষয়টি স্পষ্ট: আর-সবাই যে-কারণে ছবিটা (http://bn.wikipedia.org/wiki/চিত্র:Replace_this_image_female_bn.svg) ব্যবহার করেন, আপনিও করেছেন, কিন্তু এই ছবি, এবং এসংক্রান্ত পুরুষের ছবি— দুটোই ব্যবহারের আমি কোনো যৌক্তিকতা পাইনা, যতক্ষণনা তারা ক্লিক করার সাথে সাথে এমন একটা পাতায় আমাদেরকে নিয়ে যাচ্ছে, যেখানে আমরা মুক্ত ছবি কিভাবে আপলোড করতে হয়, তার ধারণা পাবো। ছবিটার গায়ে লেখা, মুক্ত ছবি থাকলে এখানে ক্লিক করুন। কিন্তু ক্লিক করলে আমরা ছবিটার বিস্তারিত বিবরণ পাতায় যাই, যা একজন মুক্ত ছবি-দাতার কোনো উপকারেই আসে না। আপনার সৈয়দা রিজওয়ানা হাসান নিবন্ধের সম্পাদনা দেখে কথাগুলো মনে হলো বলে আপনার পাতায় লিখলাম। আমি বাকিদেরও দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি। ধন্যবাদ আপনাকে। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০৪:৩৫, ২৭ জুলাই ২০১২ (ইউটিসি)উত্তর দিন

মঈনুল ভাই, ধন্যবাদ..আসলে এটা ব্যবহারের উদ্দেশ্য ছিলো যাতে করে বিষয়টি নজরে আনা যায়..আর এ লিংকে ক্লিক করলে যেখানে যায় সেখানে সবগুলো নিবন্ধেই ছবি নেই..একসাথে সবগুলো থাকায় যদি কারো কাছে ছবি থাকে তিনি খুঁজে বের করতে পারবেন কাদের ছবি নেই..এক্ষেত্রে উক্ত আগ্রহীর কাছে যে ছবিই থাকবে তিনি সেটি আপ করে দিতে পারবেন..মূলত নিবন্ধটিতে ছবি নেই বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করার জন্যই করা..ধন্যবাদ.. --নুরুন্নবী চৌধুরী হাছিবআলাপ ০৭:০৫, ২ আগস্ট ২০১২ (ইউটিসি)উত্তর দিন

৪ বছর ৪ মাস ৪ দিন সম্পাদনা

উইকিপিডিয়ায় আপনার ৪ বছর ৪ মাস ৪ দিন পূর্তিতে অভিনন্দন হাছিব ভাই! এইমাত্র আপনার ব্যবহারকারী পাতায় গিয়ে লক্ষ্য করলাম! — তানভিরআলাপ০৯:৪৩, ৬ আগস্ট ২০১২ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ তানভির..আমি আসলে খেয়াল করিনি..--নুরুন্নবী চৌধুরী হাছিবআলাপ ০৯:৫৪, ৬ আগস্ট ২০১২ (ইউটিসি)উত্তর দিন

বিষয়শ্রেণী পুনর্নির্দেশনা সম্পাদনা

হাছিব ভাই, বিষয়শ্রেণী নামস্থানে সাধারণ পুনর্নির্দেশনা কাজ করে না, তাই এ সংক্রান্ত পুনর্নির্দেশনার ক্ষেত্রে কোনো প্রশাসককে অনুরোধ করুন। ধন্যবাদ। — তানভিরআলাপ১৫:০৫, ৯ আগস্ট ২০১২ (ইউটিসি)উত্তর দিন

মুক্তিযোদ্ধা পদক সম্পাদনা

  মুক্তিযোদ্ধা পদক
মুক্তিযুদ্ধে সরাসরি যুদ্ধ না করেও অনেকে মুক্তিযোদ্ধার সম্মান পাওয়ার যোগ্য ছিলেন। যে গৃহবধূ তরুণ মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছিলেন, খেতে দিয়েছিলেন, যে বৃদ্ধ জীবনের ঝুঁকি নিয়ে ওষুধ নিয়ে পৌঁছে দিয়েছিলেন আহত মুক্তিযোদ্ধাদের কাছে, এমনকি যে ছোট্ট শিশুটি শ্রান্ত মুক্তিযোদ্ধাদের দেখে চেঁচিয়ে উঠেছিল জয় বাংলা বলে-আমার চোখে এরাও মুক্তিযোদ্ধা। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের স্মৃতি যাতে হারিয়ে না যায়, সেজন্য আপনার আন্তরিক প্রচেষ্টা আমার কাছে আপনাকে করে তুলেছে আরেকজন আধুনিক মুক্তিযোদ্ধা। আপনাকে এই মুক্তিযোদ্ধা পদক দিতে পেরে আমি আনন্দিত।----খালেদ (আলাপ) ০৯:৫৩, ৮ অক্টোবর ২০১২ (ইউটিসি)উত্তর দিন
অনেক অনেক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা হাছিব ভাই! — তানভিরআলাপ০৭:০৮, ৯ অক্টোবর ২০১২ (ইউটিসি)উত্তর দিন
আমার পক্ষ থেকেও অভিনন্দন হাসিব ভাই। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১২:৩০, ১২ অক্টোবর ২০১২ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ তানভির..ধন্যবাদ মঈনুল ভাই..--নুরুন্নবী চৌধুরী হাছিবআলাপ ১৪:০৬, ১২ অক্টোবর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধে তথ্য সূত্র হিসাবে ব্লগের লিঙ্ক দেয়া প্রসঙ্গে সম্পাদনা

আমি যতদূর জানি উইকিপিডিয়ার কোন নিবন্ধে তথ্য সূত্র হিসাবে ব্লগের লিঙ্ক দেয়া যায় না। কিন্তু জহুর হোসেন চৌধুরী নিবন্ধে তথ্য সূত্র হিসাবে ব্লগের লিঙ্ক দেয়া হয়েছে। বিষয়টি দয়া করে দেখার অনুরোধ রইলো। Arif (আলাপ) ১৫:৪২, ৯ অক্টোবর ২০১২ (ইউটিসি)Arifউত্তর দিন

Image:Syeda Rizwana Hasan1.jpg-চিত্রের মৌলিক ব্যবহার বিতর্কিত সম্পাদনা

Image:Syeda Rizwana Hasan1.jpg চিত্রটি আপলোড করার আপনাকে ধন্যবাদ। উন্মুক্ত নয় এমন চিত্রের মৌলিক ব্যবহারের নীতি অনুসারে এই চিত্রটিতে পর্যাপ্তভাবে ব্যাক্ষ্যা করা নেই। এই চিত্রের পাতার বর্ননা পাতায় আপনি গিয়ে আপনি পরিস্কার করুন কেন ফাইলটি এই নীতিকে অনুসারে যোগ্য।উন্মুক্ত নয় এমন চিত্রের মৌলিক ব্যবহারের নীতির নির্দেশাবলী থেকে আপনি কোন টেমপ্লেট নিয়ে চিত্র পাতায় যুক্ত করে নিশ্চিতকরুণ কেন আপনার ফাইল উইকিপিডিয়া নীতির সঙ্গে উপযুক্ত হচ্ছে। দয়া করে এই ব্যাপারে সচেতন থাকুন উন্মুক্ত নয় এমন চিত্রের মৌলিক ব্যবহারের নীতি অনুসারে একটি চিত্র কপিরাইট ট্যাগ ব্যবহার করাই যথেষ্ঠ নয়। আপনাকে চিত্র কপিরাইট ট্যাগ ও ফাইলের মধ্যে একটি উন্মুক্ত নয় ব্যবহার মূলনীতির অধীনে ব্যবহার করার বর্ননাও করতে হবে।

যদি আপনি পূর্বে অন্যান্য ফাইল আপলোড করে থাকেন,তবে তা পরীক্ষা করে বিবেচনা করুন যে আপনি তাদের উন্মুক্ত নয় এমন চিত্রের মৌলিক ব্যবহারের নীতি অনুসারে ঠিকভাবে ব্যাক্ষ্যা করেছেন কিনা। আপনি এই সংযোগটিতে অনুসরণ করে আপনার পূর্বের আপলোড করা ফাইলগুলিকে একটি তালিকা আকারে পাবেন। ব্যাক্ষ্যা-হীন চিত্র গুলিকে এক সপ্তাহের মধ্যে অপসারণ করা হবে তাদেরকে ট্যাগকৃত করার পর, যেমনটা বর্নিত আছে দ্রুত অপসারণযোগ্য যোগ্য চিত্রে। যদি চিত্রটি মুক্ত নয় এমন লাইসেন্সের(সৌজন্যমূলক ব্যবহার) মধ্যে পরে তবে ৪৮ ঘন্টার মধ্য চিত্রগুলিকে অপসারণ করা হবে। যদি আপনার এই বিষয়ে কোন প্রশ্ন থাকে দয়া করে মিডিয়া কপিরাইট প্রশ্ন পাতায় জানান। আপনাকে ধন্যবাদ। --জয়ন্ত (আলাপ - অবদান) ০৪:৫২, ১৩ অক্টোবর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

চিত্র:Dr. Johora Begam Kazi.jpg নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা সম্পাদনা

 

Thank you for experimenting with Wikipedia. Your test worked, and the page that you created has been or soon will be deleted. Please use the sandbox for any other tests you want to do. Take a look at the welcome page if you would like to learn more about contributing to our encyclopedia.

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারনের আপত্তি জানাতে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখা লেবেলের উপর ক্লিক করুন। এইটি করার ফলে আপনার কাছে একটি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, যেখানে আপনি ব্যাক্ষ্যা করুন, কেনো নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি । আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায়আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। নাসির খান সৈকতআলাপ ১০:৪০, ১৫ অক্টোবর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

হাসান ইমাম ও রিজওয়ানা হাসানের চিত্র অপসারণ সম্পাদনা

হাছিব ভাই, সৈয়দ হাসান ইমাম ও রিজওয়ানা হাসানের যে চিত্র দুটি আপনি ফেয়ার ইউজ নীতির আওতায় আপলোড করেছিলেন সেগুলো মুছে ফেলা হয়েছে। কারণ জীবিত ব্যক্তির ক্ষেত্রে মুক্ত ছবি পাবার সম্ভাবনা থেকে যায় তাই এক্ষেত্রে ফেয়ার ইউজ নীতি প্রযোজ্য হবে না। ধন্যবাদ। এ সংক্রান্ত আর কোনো প্রশ্ন থাকলে আমায় করতে পারেন। :-) — তানভিরআলাপ১৫:০১, ২৩ অক্টোবর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

November 2012 সম্পাদনা

  উইকিপিডিয়ায় স্বাগতম। আপনার সম্প্রতি তৈরিকৃত ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়ন পাতাটি উইকিপিডিয়ার নতুন পৃষ্ঠা তৈরির দিকনির্দেশনা অনুসরণ করেনি। তাই এটি শীঘ্রই অপসারণ করা হবে (যদি এটি এখনও করা না হয়ে থাকে)। অনুগ্রহপূর্বক যে-কোনো প্রকারের পরীক্ষা-নিরীক্ষার জন্য খেলাঘর ব্যবহার করুন। এছাড়া নতুন নিবন্ধ তৈরির ক্ষেত্র আপনি নিবন্ধ উইজার্ড ব্যবহার করতে পারেন। এছাড়া নতুন নিবন্ধ তৈরির আগে অনুগ্রহ করে আপনার প্রথম নিবন্ধ পাঠ করে নিন। এছাড়া উইকিপিডিয়ায় সম্পাদনার নিয়ম-কানুন জানতে আপনি আমাদের ভূমিকা পাতাটি পড়ে দেখতে পারেন। ধন্যবাদ। হাসিব বিশেষ এবং উল্লেখযোগ্য কারণ ছাড়া ইউনিয়ন পর্যন্ত নিবন্ধ তৈরি না করার অনুরোধ করছি। বেলায়েত (আলাপ | অবদান) ০৪:২১, ২০ নভেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

ভাই যেগুলো আছে, সেগুলো এমনিটেই উইকিপিডিয়ার জন্য বোঝা, তাই নতুন করে বোঝা না বাড়ানোর অনুরোধ করেছি। আর আগেরগুলোও আস্তে আস্তে মুছে ফেলা হবে।--বেলায়েত (আলাপ | অবদান) ১৪:৩৯, ২১ নভেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন
ঠিক আছে বেলায়েত ভাই..ধন্যবাদ..:) --নুরুন্নবী চৌধুরী হাছিবআলাপ ০৬:৪৭, ২২ নভেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

ফিরতি বার্তা সম্পাদনা

 
সুপ্রিয়, Hasive। আলাপ:মাহবুব-উল-আলম (বীর প্রতীক) পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১৫:৪৪, ১ ডিসেম্বর ২০১২ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

বেলায়েত (আলাপ | অবদান) ১৫:৪৪, ১ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

ফিরতি বার্তা সম্পাদনা

হ্যালো Nhasive, রফিকুল ইসলাম (বীর বিক্রম)-এর আলাপ পাতায় আপনার জন্য নতুন একটি বার্তা এসেছে।-- বেলায়েত (আলাপ | অবদান) ১২:১৩, ৯ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

December 2012 সম্পাদনা

  উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। এটা হয়তো আপনার ইচ্ছাকৃত ছিল না, কিন্তু আপনার সাম্প্রতিক সম্পাদনা রফিকুল ইসলাম (বীর বিক্রম) থেকে রক্ষণাবেক্ষণ ট্যাগ অপসারণ করেছে। রক্ষণাবেক্ষণ ট্যাগ অপসারণের ক্ষেত্রে অনুগ্রহ করে নিশ্চিত হোন যে, যে সমস্যার জন্য ট্যাগ সাঁটা হয়েছে, তার সমাধান হয়েছে, অথবা সম্পাদনা সারাংশে উপযুক্ত কারণ প্রদর্শন করুন। এটা যদি আপনার ভুল হয়ে থাকে, দুশ্চিন্তা করবেন না, আপনার মুছে ফেলা টেমপ্লেট ফেরত আনা হয়েছে। কিভাবে এই বিশ্বকোষে অবদান রাখা যায়, তা জানতে আমাদের স্বাগত পাতাটি দেখে নিন, এবং আপনি যদি কোনো পরীক্ষা-নিরীক্ষা করতে চান, অনুগ্রহ করে খেলাঘর ব্যবহার করুন। ধন্যবাদ। বেলায়েত (আলাপ | অবদান) ১৭:০০, ১৭ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

  Your addition has been removed, as it appears to have added copyrighted material to Wikipedia without permission from the copyright holder. If you are the copyright holder, please read Wikipedia:Donating copyrighted materials for more information on uploading your material to Wikipedia. For legal reasons, Wikipedia cannot accept copyrighted text, or images borrowed from other websites, or printed material without a verifiable license; such additions will be deleted. You may use external websites or publications as a source of information, but not as a source of article content, such as sentences or images—you must write using your own words. Wikipedia takes copyright violations very seriously and persistent violators will be blocked from editing. বেলায়েত (আলাপ | অবদান) ১৫:০৪, ৩১ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

 

এইটি যদি আপনার তৈরি করা উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধ হয়ে থাকে,তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

ইউনিভার্সিটি অব ডেভলপমেন্ট অল্টারনেটিভ নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের প্রস্তাব করা হয়েছে। কারণ এটি একটি খালি পাতা। এই ভুক্তিটিতে পর্যাপ্ত বাক্য নেই, অর্থাৎ এটি উইকিপিডিয়ার নিবন্ধের ন্যূনতম দৈর্ঘ্য পর্যন্ত পৌঁছেনি। অনুগ্রহপূর্বক নিবন্ধটিতে পর্যাপ্ত পরিমাণ (সাধারণত মূল নিবন্ধে দুই অনুচ্ছেদবিশিষ্ট, বা ১৫০ শব্দ, বা ১,২০০ অক্ষরবিশিষ্ট লেখাকে অসম্পূর্ণ হিসেবে গ্রহণ করা হয়) লেখা যোগ করার মাধ্যমে এটিকে কমপক্ষে অসম্পূর্ণ পর্যায়ে উন্নীত করুন। এখানে নিবন্ধ পাতায় থাকা আরও দেখুন, তথ্যসূত্র, বহিঃসংযোগ, বিষয়শ্রেণী, টেমপ্লেট ইত্যাদি মূল নিবন্ধের অংশ বিসাবে বিবেচনা করা হচ্ছে না। আরও একটি বিষয় লক্ষ্য রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং তথ্যসূত্র হিসাবে নির্ভরযোগ্য উৎস ব্যবহার করতে হবে যেন অন্যরা সেটি যাচাই করতে পারে।

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারনের আপত্তি জানাতে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখা লেবেলের উপর ক্লিক করুন। এইটি করার ফলে আপনার কাছে একটি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, যেখানে আপনি ব্যাক্ষ্যা করুন, কেনো নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি । আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায়আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন।  —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৭:৩১, ১৫ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

এটাকে এরকম একটা ওয়ার্নিং হিসেবে কেন নেয়া যায় না যে, গুগল করে অন্তত কয়েক লাইনের পরিচিতি নিবন্ধটাতে তুলে ধরা উচিত? সব বিশ্ববিদ্যালয়ের নিবন্ধের এরকম হাল হলে খালি নিবন্ধ, সত্যি বলতে কি এক, হ্যা ১ লাইনের নিবন্ধ রেখে দেয়াটা কি সুন্দর? না থাকুক তার চেয়ে। ...একেবারে কিছুই না পাওয়া গেলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন দিয়ে নিবন্ধের উল্লেখযোগ্যতা দেখিয়ে তারপর নিজেদের ব্রশিউর থেকেও কিছু তথ্য দিয়ে First Source-জনিত দোষে দুষ্ট করে হলেও রেখে দেয়া যায়। কিন্তু তথ্যহীন নিবন্ধ??? — আমি এতে দ্বিমত পোষণ করছি। হাসিব ভাই, আপনার দৃষ্টিকোণের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে কথাগুলো বললাম। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৭:৫২, ১৫ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
এমন ভাবে দেখলে মুছে ফেলার ট্যাগে ভরিয়ে ফেলা সম্ভব। যাই হোক নিবন্ধটি এক লাইনে আছে কিন্তু এর পাশে একটি ইনফোবক্স, একটি নির্দিস্ট তথ্যসূত্র আছে। আর আমি বিশ্বাস করি বাংলা উইকির স্বার্থে ট্যাগ লাগানোর চেয়ে দুই লাইন যুক্ত করে নিবন্ধটিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা ভাল..যে কেউ উক্ত তথ্যসূত্র থেকেও তথ্য যোগ করতে পারে..কিন্তু মুছে ফেলার বিষয়টি আমার মনে হয় নির্দিষ্ট গ্রহণযোগ্য নিবন্ধের ক্ষেত্রে যতটা কম সম্ভব ব্যবহার করা উচিত..--নুরুন্নবী চৌধুরী হাছিবআলাপ ১৮:০৬, ১৫ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
যা ভালো মনে করেন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৮:২৩, ১৫ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

কেন্দ্রীয় শহীদ মিনার সম্পাদনা

হাসিব ভাই, আপনি যদি কেন্দ্রীয় শহীদ মিনার পাতাটি উপযুক্ত তথ্যসূত্র দিয়ে আরেকটু বড় করতে পারেন তাহলে খুব ভাল হয়। আপনি প্রয়োজন মত আরও তথ্য ও ছবি যোগ করতে পারেন বা বাদ দিতে পারেন। আমি অন্যদেরকেও ব্যাপারটি জানিয়েছি। সামনে ২১ ফেব্রুয়ারী উপলক্ষে পাতাটি বিবেচনার অনুরোধ জানাচ্ছি। (Mohd. Toukir Hamid (আলাপ) ১১:২০, ১৭ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি))উত্তর দিন

ব্যাখ্যা প্রয়োজন সম্পাদনা

হাছিব ভাই, স্বল্পসংখ্যক ও একনিষ্ঠ ব্যবহারকারীদের একজন হিসেবে আপনার অবদানকে সদা-সর্বদা স্বাগতঃ জানাই। তবে ক্লাইড ওয়ালকট নিবন্ধে {{অসম্পূর্ণ}} ট্যাগ ব্যবহার করায় আমি বিস্ময় প্রকাশ করছি। কেননা, আপনি একজন দায়িত্বশীল উইকিপিডিয়ান! যে-কোন সৃষ্ট নিবন্ধের সর্বশেষ সম্পাদনার পর মাত্র ১০ মিনিটের ব্যবধানে কি ট্যাগ লাগানো উচিত হয়েছে!! ধন্যবাদ সহযোগে - Suvray ১৭:০৮, ১৯ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)

ধন্যবাদ..ক্লাইড ওয়ালকট নিবন্ধটি কিন্তু এখনও অসম্পূর্ণ..আসলে কতক্ষন আগে নিবন্ধ চালু হলো সেটা বিষয় নয়..অসম্পূর্ণ ট্যাগ লাগানোর অর্থ হচ্ছে এ নিবন্ধে আরো তথ্য যুক্ত হতে পারে..ফিচার্ড, ভালো টাইপের নিবন্ধ ছাড়া তথ্য কম থাকা যে কোন নিবন্ধই অসম্পূর্ণ তালিকায় পড়তে পারে..----নুরুন্নবী চৌধুরী হাছিবআলাপ ১৭:৩৯, ১৯ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

টকব্যাক সম্পাদনা

 
সুপ্রিয়, Hasive। Suvray-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

দুঃখিত ভাই, শেখ জামাল এই পাতায় অপনার সম্পাদনা বাতিল করার জন্য। আসলে আমি পাতাটিতে লিখতেছিলাম এবং সংরক্ষন করার সময় আপনার সম্পাদনার সাথে মিলাতে পারছিলামনা। নাহিদ (আলাপ) ০৬:৩৪, ২২ মে ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

টকব্যাক সম্পাদনা

 
সুপ্রিয়, Hasive। Suvray-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।
"Hasive/সংকলন-১"-এর ব্যবহারকারী পাতায় ফিরুন।