বিশেষ উইকিপদক (কুস্তি এডিটাথন)!

বিশেষ উইকিপদক

সুপ্রিয় Aishik Rehman,

সম্প্রতি সমাপ্ত হওয়া কুস্তি বিষয়ক এডিটাথন ২০২০-এ অংশগ্রহণ করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার একাধিক নিবন্ধ উক্ত এডিটাথনে গৃহীত হয়েছে এবং আপনি শীর্ষ ৯-এ স্থান করে নিয়েছেন। উপহারস্বরুপ আমরা আপনাকে প্রথম শ্রেণীর পদক প্রদান করছি। আপনার উইকিযাত্রা শুভ হোক, ধন্যবাদ।

 – শুভেচ্ছান্তে,
কুস্তি বিষয়ক এডিটাথন ২০২০
আয়োজক কমিটি

~ নাহিয়ান আলাপ ০৪:৪৮, ৮ আগস্ট ২০২০ (ইউটিসি)

পরিশ্রমী পদক!

পরিশ্রমী পদক
অসাধারণ কাজের জন্য। RIT RAJARSHI (আলাপ) ১৯:৫৯, ১৩ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

নিরলস অবদানের পদক

নিরলস অবদানের পদক
বাংলা উইকিপিডিয়ায় নিরলসভাবে কাজ করার জন্য আন্তরিক অভিনন্দন জানাই। আপনার এই কর্মযজ্ঞ অব্যাহত থাকুক। আরো অনেক বেশী বেশী কাজ করুন এই প্রত্যাশা। নাবিল ১০:০১, ১১ অক্টোবর ২০২০ (ইউটিসি)

মানসিক অসুস্থতা সচেতনতা সপ্তাহ পদক ২০২০!

মানসিক অসুস্থতা সচেতনতা সপ্তাহ পদক ২০২০
সুপ্রিয় Aishik Rehman!

মানসিক অসুস্থতা সচেতনতা সপ্তাহ ২০২০ এডিটাথনে আপনার অসাধারণ অবদানের জন্য ধন্যবাদ।
এর স্বীকৃতিতে আপনাকে এই উইকিপদক প্রদান করা হল। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে।
~মহীন (আলাপ), রবিবার ১৩:০৬, ১১ অক্টোবর ২০২০ (ইউটিসি)

বিশেষ পদক!

বিশেষ পদক
ব্যস্ততার কারণে দুইদিন খুব একটা সক্রিয় ছিলাম না। আপনাকে ধন্যবাদ জানাই এডিটাথনের তালিকা শুরু করার জন্য। আপনার প্রতি কৃতজ্ঞতাস্বরূপ এই বিশেষ পদকটি প্রদান করলাম৷ :) — আদিভাইআলাপ • ০৪:৪৬, ১ নভেম্বর ২০২০ (ইউটিসি)

নিরলস অবদানের পদক!

নিরলস অবদানের পদক
লক্ষ্য এবার লক্ষ এডিটাথনের আয়োজক দলের সদস্য হিসেবে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তাই আপনার অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে আমার এই ক্ষুদ্র প্রয়াস। আপনার উইকিযাত্রা শুভ ও আনন্দময় হোক। ≈ MS Sakib  «আলাপ» ০৬:২৯, ৭ নভেম্বর ২০২০ (ইউটিসি)

উইকিপিডিয়া:লক্ষ্য এবার লক্ষ - পর্যালোচনা পদক


পর্যালোচনা পদক
• উইকিপিডিয়া:লক্ষ্য এবার লক্ষ •

সুপ্রিয় Aishik Rehman,
উইকিপিডিয়া:লক্ষ্য এবার লক্ষে অংশ নিয়ে নিবন্ধ পর্যালোচনায় উল্লেখযোগ্য ভূমিকা রাখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। উইকিপিডিয়ায় আপনার অগ্রযাত্রা শুভ হোক, এই কামনায় - আফতাবুজ্জামান (আলাপ) ০২:৫৫, ১১ জানুয়ারি ২০২১ (ইউটিসি)

১০০০+ নিবন্ধ

১০০০+ নিবন্ধের প্রণেতা
দেখতে দেখতে আপনি প্রায় ১১০০+ নিবন্ধ তৈরি করে ফেলেছেন। অগ্রযাত্রা অব্যাহত থাকুক। আশা করি খুব শীঘ্রই এই সংখ্যাটা ২০০০ ছাড়িয়ে যাবে। শুভকামনা। ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২১) ০৮:১৭, ২৮ মার্চ ২০২১ (ইউটিসি)

নারীবাদ এবং লোকগাথা ২০২১ - পরিশ্রমী পদক

পরিশ্রমী পদক
সুধী, নারীবাদ এবং লোকগাথা এডিটাথন ২০২১ এ অসাধারণ অবদান রাখার জন্য আপনাকে এই পদক প্রদান করা হল। শুভেচ্ছা নেবেন। Nettime Sujata (আলাপ) ০৭:০২, ১৬ এপ্রিল ২০২১ (ইউটিসি)

লক্ষ্য এবার লক্ষ এডিটাথন পদক

লক্ষপূরণ পদক
প্রিয় Aishik Rehman,
বাংলা উইকিপিডিয়ার এক লক্ষ নিবন্ধের মাইলফলক অর্জনের প্রাক্কালে আয়োজিত ‘লক্ষ্য এবার লক্ষ’ শীর্ষক বিশেষ ধারাবাহিক এডিটাথনে অংশগ্রহণ করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এডিটাথনে আপনার জমাদানকৃত এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছিল। উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত এ এডিটাথনে নিবন্ধ রচনার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ার এক লক্ষ নিবন্ধের মাইলফলক অর্জন ত্বরান্বিত করতে ভূমিকা রাখায় শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে এই উইকিপদকটি প্রদান করা হলো। আশা করি বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রায় আপনার ভূমিকা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর, ও নিরাপদে থাকুন। এডিটাথনের আয়োজক দলের পক্ষে ― অংকন (আলাপ) ১৪:২২, ১৫ জুন ২০২১ (ইউটিসি)