ব্যক্ত জ্ঞান

যে জ্ঞান ভাষায় প্রকাশ, নথিবদ্ধ ও কোনও মাধ্যমে সংরক্ষণ করা যায়

ব্যক্ত জ্ঞান বা প্রত্যক্ষ জ্ঞান বলতে সেই জ্ঞানকে বোঝায় যেটিকে দ্রুত স্পষ্ট ও পরিস্কার ভাষায় রূপদান করা, নিয়মাবদ্ধ করা, সংরক্ষণ করা ও অভিগম্য বা সুলভ করা সম্ভব।[১] একে ইংরেজি পরিভাষায় "এক্সপ্লিসিট নলেজ" (Explicit knowledge) বা "এক্সপ্রেসিভ নলেজ" (expressive knowledge) বলে।[২]

মুদ্রিত বিশ্বকোষ এক ধরনের ব্যক্ত জ্ঞান

অভিব্যক্ত জ্ঞানকে রৌপ ও প্রণালীবদ্ধ ভাষায় প্রকাশ বা অভিব্যক্ত করা যায় এবং উপাত্ত, বৈজ্ঞানিক সূত্র, বিশদ বিবরণী, নির্দেশগ্রন্থ বা পুস্তিকা (ম্যানুয়াল), ইত্যাদি রূপে ভাগাভাগি করে নেয়া যায়।[৩] এটিকে সহজেই নিয়মাবদ্ধ করা যায় এবং বিগুপ্ত করার জন্য আবশ্যকীয় আন্বয়িক নিয়মগুলি জানা থাকলে এটিকে অখণ্ডতা বজায় রেখে সম্প্রচার করা যায়।[৪] অভিব্যক্ত জ্ঞানের বেশির ভাগ রূপ কোনও নির্দিষ্ট সংরক্ষণ মাধ্যমে উপাত্ত হিসেবে সংরক্ষণ করে রাখা যায়। ব্যক্ত জ্ঞানকে প্রায়শই অব্যক্ত জ্ঞানের সম্পূরক হিসেবে গণ্য করা হয়।[৫]

উদাহরণ সম্পাদনা

বিশ্বকোষপাঠ্যপুস্তকগুলিতে ধারণকৃত তথ্যগুলি ব্যক্ত জ্ঞানের ভাল উদাহরণ। নির্দেশগ্রন্থ (ম্যানুয়াল), নথিপত্র, পদ্ধতি ও কীভাবে করবেন জাতীয় ভিডিওগুলি হল ব্যক্ত জ্ঞানের সবচেয়ে সাধারণ কিছু রূপ। জ্ঞান শ্রাব্য-দৃশ্য (অডিও-ভিজ্যুয়াল) প্রকারেরও হতে পারে। প্রকৌশলকর্ম ও পণ্য নকশাকরণকেও ব্যক্ত জ্ঞানের অন্য কিছু রূপ হিসেবে গণ্য করা হতে পারে, কেননা এগুলিতে মানুষের দক্ষতা, উদ্দেশ্য ও জ্ঞানের বহির্মুখীকরণ সম্পাদিত হয়।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Helie, Sebastien; Sun, Ron (২০১০)। "Incubation, Insight, and Creative Problem Solving: A Unified Theory and a Connectionist Model" (পিডিএফ)Psychological Review117 (3): 994–1024। ডিওআই:10.1037/a0019532পিএমআইডি 20658861। ২০১৯-০৭-১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৪ 
  2. L. C. Jain, Virtual Environments for Teaching and Learning, World Scientific, 2002, p. 179.
  3. Nonaka, Ikujiro; Toyama, Ryoko; Konno, Noboru (২০০০)। "SECI, Ba and Leadership: a Unified Model of Dynamic Knowledge Creation"Long Range Planning33 (1): 5–34। আইএসএসএন 0024-6301ডিওআই:10.1016/s0024-6301(99)00115-6 
  4. Kogut, Bruce; Zander, Udo (১৯৯২)। "Knowledge of the Firm, Combinative Capabilities, and the Replication of Technology"Organization Science3 (3): 383–397। আইএসএসএন 1047-7039ডিওআই:10.1287/orsc.3.3.383 
  5. Ikujiro, Nonaka (২০০৭)। "The Knowledge-Creating Company"। Harvard Business Review 

বহিঃসংযোগ সম্পাদনা