বেসোফিল

শ্বেতকণিকার একটি ধরন

বেসোফিল (ইংরেজি: basophil) বা ক্ষারাকর্ষী কোষ হলো শ্বেতকণিকার একটি ধরন। বেসোফিল দানাদার কোষসমূহের মধ্যে সংখ্যায় সবচেয়ে কম,[২] এদের সংখ্যা প্রতি মাইক্রোলিটারে ০-১০০ (গড়ে ৩৫/μL), মোট শ্বেতকণিকার ০-৪% (গড়ে ০.৪%)।[৩] প্রতিরক্ষায় সাড়াদানের সময় এরা প্রদাহমূলক বিক্রিয়ায় অংশ নেই এবং বিভিন্ন তীব্র ও দীর্ঘস্থায়ী অ্যালার্জিজনিত রোগ, যেমন অ্যানাফিল্যাক্সিস (অতিসংবেদ্যতা), হাঁপানি, অ্যাটপিক ডার্মাটাইটিসঅ্যালার্জিজনিত নাসাপ্রদাহ সৃষ্টিতে ভূমিকা রাখে।[৪] এরা কিছু যৌগ উৎপাদন করে যেগুলো প্রতিরক্ষায় সাড়া প্রদানে সমন্বয় করে, এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে হিস্টামিনসেরোটোনিন যা প্রদাহ সৃষ্টি করে এবং হেপারিন যা রক্ত তঞ্চন প্রতিরোধ করে,[৫] যদিও মাস্ট কোষ বা পৃথুল কোষের দানায় এ-সব পদার্থ বেসোফিলের তুলনায় বেশি পাওয়া যায়।[৬] এক সময় মাস্ট কোষকে বেসোফিল মনে করা হতো যা রক্ত থেকে তাদের আবাসিক টিসুতে (যোজক কলা) পরিভ্রমণ করে, কিন্তু বর্তমানে তারা আলাদা কোষ হিসেবে পরিচিত।[৭] ১৮৭৯ খ্রিষ্টাব্দে জার্মান চিকিৎসক পাউল এরলিখ প্রথম বেসোফিল আবিষ্কার করেন, যিনি এক বছর পূর্বে টিসুতে উপস্থিত একধরনের কোষ খুঁজে পেয়েছিলেন যেটিকে তিনি mastzellen (মাশ‌্ৎসেলেন) নামে আখ্যায়িত করেছিলেন (বর্তমানে যেটি মাস্ট কোষ নামে পরিচিত)।[৮] তাঁ‌র এই আবিষ্কারের জন্য ১৯০৮ সালে তাঁকে নোবেল পুরস্কার দেওয়া হয়। এই কোষগুলো বেসোফিলিক বা ক্ষারাকর্ষী, অর্থাৎ এরা ক্ষারীয় রঞ্জকে রঞ্জিত হওয়ার প্রবণতা বেশি, তাই এদের নাম বেসোফিল রাখা হয়েছে।

বেসোফিল
বেসোফিলের একটি ত্রিমাত্রিক চিত্র
লোহিত রক্তকণিকার মধ্যে রঞ্জিত বেসোফিল
বিস্তারিত
পূর্বভ্রূণবহুজনি রক্তোৎপাদী মাতৃকোষ CD34+ [১]
তন্ত্রঅনাক্রম্যতন্ত্র
শনাক্তকারী
মে-এসএইচD001491
টিএইচH2.00.04.1.02022
এফএমএFMA:62862
মাইক্রো শারীরস্থান পরিভাষা

গঠন সম্পাদনা

বেসোফিলে সাইটোপ্লাজমীয় দানাগুলো বৃহৎ হওয়ায় রঞ্জিতকরণের পর অণুবীক্ষণ যন্ত্রের নিচে কোষ নিউক্লিয়াস অস্পষ্ট দেখায়। তবে, রঞ্জিতকরণ না করলে নিউক্লিয়াস দৃশ্যমান থাকে, যার দুটি খণ্ড রয়েছে।[৯] বেসোফিল আকারে অন্যান্য দানাদার কোষের তুলনায় ক্ষুদ্রতর,[১০] এদের ব্যাস ১২–১৫ μm, সুনির্দিষ্ট দানাগুলো (ব্যাস ০.৫ μm) অন্যান্য দানাদার কোষের দানার তুলনায় সংখ্যায় অল্প, আকারে বৃহত্তর ও অধিকতর অনিয়তাকার।[১১] দানাগুলো মেথিলিন ব্লু রঞ্জকে অরুণিম নীল বর্ণ ধারণ করে।[১২] ধনাত্মক আধানযুক্ত মেথিলিন ব্লু রঞ্জক দানায় উপস্থিত কতক ঋণাত্মক আধানযুক্ত অণুর সাথে বন্ধন করায় নীল বর্ণ ধারণ করে।[১৩] দানাসমূহে হেপারিন ও অন্যান্য সালফেটযুক্ত গ্লাইকোস্যামিনোগ্লাইক্যান যৌগসমূহের উপস্থিতির কারণে অত্যন্ত ক্ষারাকর্ষী হয়ে থাকে।[১১] দানাসমূহ হলো ঝিল্লি-বেষ্টিত ভেসিকল বা থলি যার মধ্যে হেপারিন, হিস্টামিন ও কতক অন্যান্য প্রদাহী পদার্থ থাকে, যেমন অণুচক্রিকা সক্রিয়ক পদার্থ, ইওসিনোফিল কেমোট্যাক্টিক ফ্যাক্টর, ফসফোলাইপেজ এ নামক উৎসেচক যা লিউকোট্রাইন নামক লিপিড-উদ্ভূত প্রদাহসৃষ্টিকারী বস্তু উৎপাদনের প্রাথমিক ধাপে অনুঘটক হিসেবে কাজ করে।[১১] মাস্ট কোষের ন্যায় বেসোফিলেও ইমিউনোগ্লোবিউলিন ই (IgE)-এর জন্য উচ্চ আসক্তির ঝিল্লি রিসেপ্টর থাকে এবং IgE অ্যান্টিবডি (প্রতিরক্ষিকা) দ্বারা আস্তরিত থাকে।[১০] যদি এটি কোনো অ্যান্টিজেনের (প্রতিজন) সাথে যুক্ত হয়, তাহলে কোষে ভাঙনের সৃষ্টি হয় ফলে বাহ-প্রসারণ (ভেজোডাইলেশন), রক্তবাহের ভেদ্যতা বৃদ্ধি, অন্যান্য দানাদার কোষের জন্য কেমোট্যাক্টিক (রসানুচলনমূলক) উদ্দীপনা ও তাৎক্ষণিক অতিসংবেদনশীলতার উপসর্গসমূহ, যেমন অ্যালার্জিজনিত নাসাপ্রদাহ (অ্যালার্জিক রাইনাইটিস) দেখা দেয়।[১০] অন্যান্য দানাদার কোষের মতো, বেসোফিল প্রয়োজন হলে সংবহনতন্ত্রের বাইরে যোজক কলায় পরিভ্রমণ করে এবং মাস্ট কোষের পরিপূরক হিসেবে কাজ করতে পারে।[১১] বেসোফিলের জীবৎকাল খুব সং‌ক্ষিপ্ত; সাম্প্রতিক হিসাবে এটি ১–২ দিন[১৪] বা প্রায় ৬০ ঘণ্টা।[১৫]

কাজ সম্পাদনা

 
রক্তপরীক্ষায় শ্বেতকণিকাসমূহের পরিসীমা, অন্যান্য কণিকার সাথে বেসোফিলের পরিমাণ (বেগুনি রঙে চিহ্নিত) তুলনা করা হয়েছে।

বেসোফিল ও মাস্ট কোষের কাজের ধরন প্রায় একই; উভয় কোষই রক্তে হেপারিন অবমুক্ত করে, যা রক্ত তঞ্চন প্রতিরোধ করে।[১৬] বেসোফিল হিস্টামিন ছাড়াও অল্প পরিমাণ ব্র‍্যাডিকাইনিনসেরোটোনিন অবমুক্ত করে যা প্রদাহ সৃষ্টির প্রক্রিয়ার অবদান রাখে। বেসোফিল ও মাস্ট কোষ (পৃথুল কোষ) অ্যালার্জিজনিত বিক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইমিউনোগ্লোবিউলিন ই (IgE) অ্যান্টিবডির একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটির বেসোফিল ও মাস্ট কোষের সাথে যুক্ত থাকার প্রবণতা অনেক বেশি। একটি একক মাস্ট কোষ বা বেসোফিল প্রায় অর্ধ মিলিয়ন (৫ লাখ) IgE অ্যান্টিবডির সাথে যুক্ত হতে পারে।[১৭] যখন অনেক বন্ধনস্থল বিশিষ্ট কোনো অ্যালার্জেন (অ্যালার্জি-উৎপাদক বস্তু) কিছু IgE অ্যান্টিবডির সাথে যুক্ত হয় যারা ইতোমধ্যে বেসোফিল ও মাস্ট কোষের সাথে যুক্ত আছে, তখন বেসোফিল বা মাস্ট কোষের ঝিল্লিতে তাৎক্ষণিক কিছু পরিবর্তন হয়; সম্ভবত অ্যান্টিবডি অণুসমূহের শারীরিক প্রভাবের ফলে কোষ ঝিল্লি দুমড়িয়ে যায়।[১৭] যে-কোনো হারে, অধিকাংশ বেসোফিল ও মাস্ট কোষ বিদীর্ণ হয়; অন্যরা তাৎক্ষণিকভাবে বা অব্যবহিত পরে বিশেষ বস্তু যেমন হিস্টামিন, প্রোটিয়েজ, অ্যানাফিল্যাক্সিস বা অতিসংবেদ্যতাকারক ধীর-গতির বিক্রিয়াকারী বস্তু (বিষাক্ত লিউকোট্রাইনের একটি মিশ্রণ), ইওসিনোফিল কেমোট্যাক্টিক ফ্যাক্টর, নিউট্রোফিল কেমোট্যাক্টিক বস্তু, হেপারিন, অণুচক্রিকা-সক্রিয়ক বস্তু ও ইন্টারলিউকিনসমূহ (যেমন ইন্টারলিউকিন-৪, ইন্টারলিউকিন-১৩, ইন্টারলিউকিন-৬) অবমুক্ত করে।[১] এ-সব পদার্থের বেশ কিছু প্রভাব রয়েছে, যেমন স্থানীয় রক্তনালির প্রসারণ, বিক্রিয়াস্থলে ইওসিনোফিলনিউট্রোফিলকে আকর্ষণ, কৈশিকার ভেদ্যতা বৃদ্ধি যার ফলে কৈশিকা থেকে তরল বের হয়ে টিসুতে প্রবেশ করে ও স্থানীয় মসৃণ পেশিকোষের সংকোচন। এই অ্যালার্জেন-রিয়েজিন বিক্রিয়া কোন ধরনের টিসুতে সংঘটিত হচ্ছে তার ওপর নির্ভর করে টিসুর সাড়াদানে ভিন্নতা পরিলক্ষিত হয়।[১৭]

ব্যাকটেরিয়া ও ভাইরাস সংক্রমণের সময় বেসোফিল ও মাস্ট কোষ সাইটোকাইন ও কেমোকাইন অবমুক্ত করে যা অন্যান্য কোষকে সংগ্রহ ও সক্রিয় করে।[১৩] প্রদাহের সময় আবাসিক কোষসমূহ থেকে কিছু বস্তু অবমুক্ত হয় যা বেসোফিলের টিসুতে পরিভ্রমণ ঘটায়। বহুধাপযুক্ত এই প্রক্রিয়ার মধ্যে রয়েছে মাইক্রোভাস্কুলার এন্ডোথেলিয়াম বা অণুরক্তনালিকাজ অন্তরাস্তরে আসঞ্জন, এন্ডোথেলিয়ামের মধ্য দিয়ে পরিভ্রমণ ও পরিশেষে টিসুর মধ্য দিয়ে চলন।[১] অ্যালার্জিজনিত প্রদাহমূলক সাড়াদানের সময় এন্ডোথেলিয়াল কোষে কতক আসঞ্জন অণু উৎপাদিত হয় যেগুলো প্রদাহস্থলে বেসোফিল সংগ্রহ করে, এগুলো হলো পি-সিলেক্টিনই-সিলেক্টিন, নালিকাজ কোষ আসঞ্জন অণু ১ বা ভাস্কুলার সেল অ্যাডহিজন মলিকিউল ১ (VCAM-1) ও আন্তঃকোষী আসঞ্জন অণু ১ বা ইন্টারসেলুলার অ্যাডহিজন মলিকিউল ১ (ICAM-1)।[১৮][১৯] এন্ডোথেলিয়ামের মধ্য দিয়ে বেসোফিলের পরিভ্রমণে কিছু অন্তর্জাত সাইটোকাইন যেমন IL-1β, IL-3 ও কতক কেমোকাইন সহায়ক ভূমিকা পালন করে।[২০] বেসোফিল CCR3 রিসেপ্টরের মাধ্যমে ইয়োট্যাক্সিন (CCL11) নামক কেমোকাইনের প্রতি তীব্রভাবে সাড়াপ্রদান করে।[২১] আবরণী কোষ ও মসৃণ পেশিকোষে ইয়োট্যাক্সিন তৈরি হয় এবং শ্বেতকণিকা সংগ্রহে প্রধান ভূমিকা পালন করে, বিশেষত হাঁপানিতে আক্রান্ত রোগীর ফুসফুসে।[২২] অ্যালার্জিজনিত বিক্রিয়ার সময় আবাসিক মাস্ট কোষ থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন ডিথ্রম্বোক্সেন বি অবমুক্ত হয়ে বেসোফিল CRTH2 রিসেপ্টরের সাথে যুক্ত হয়ে বেসোফিলের পরিভ্রমণকে আরও ত্বরান্বিত করে।[২৩][২৪][২৫] কনট্যাক্ট ডার্মাটাইটিস (স্পর্শ ত্বকপ্রদাহ)[২৬] বা অ্যাটপিক ডার্মাটাইটিসের[২৭] শেষ-দশা সাড়াদানের সময় ত্বকে বেসোফিল সংখ্যা বৃদ্ধি পায়। অ্যালার্জিজনিত হাঁপানি রোগীর ফুসফুসে বেসোফিল পাওয়া যায়,প্রাণঘাতী হাঁপানিতে এর সংখ্যা আরও বৃদ্ধি পায়।[২৮][২৯] অ্যালার্জিজনিত প্রদাহে বেসোফিলের একটি গুরুত্বপূর্ণ কাজ হলো দ্রুত ইন্টারলিউকিন ৪ইন্টারলিউকিন ১৩ ক্ষরণ করা, এ-সব সাইটোকাইন ক্ষরণকারী অন্যান্য কোষ, যেমন মাস্ট কোষ, টি-সাহায্যকারী কোষ ২ ও ইওসিনোফিলের চেয়েও বেশি মাত্রায়।[৩০] বেসোফিল প্রদাহ সংঘটক হিসেবে কাজ করা ছাড়াও টি সাহায্যকারী কোষ ও বি-কোষের বিভেদন নিয়ন্ত্রণ করে, বিশেষ করে অ্যালার্জিজনিত রোগে।[৩১] ইন্টারলিউকিন ১৩-এর অবমুক্তি গবলেট বা ভৃঙ্গারকোষকে উদ্দীপ্ত করে, ফলে এটির সংখ্যাবৃদ্ধি ঘটে এবং অনেক বেশি শ্লেষ্মা উৎপাদন করে।[৩২] [৩৩] ইন্টারলিউকিন ৪ বেসোফিল থেকে খুব দ্রুত অবমুক্ত হয়, FcɛRI-এর সাথে যুক্ত হওয়ার ৪ ঘণ্টার মধ্যে সর্বোচ্চ মাত্রায় পৌঁছায়। কিছু ব্যক্তির ক্ষেত্রে বেসোফিল পূর্বে প্রস্তুতকৃত ইন্টারলিউকিন ৪ ধারণ করে, যেটি দানাভাঙনের সময় কোষ থেকে কয়েক মিনিটের মধ্যে ক্ষরিত হয়।[৩৪] অপর দিকে, ইন্টারলিউকিন-১৩ আরও ধীর গতিতে কিন্তু লম্বা সময় ধরে অবমুক্ত হয় এবং বেসোফিল দানায় পূর্বপ্রস্তুতকৃত অবস্থায় জমা থাকে না।[৩৪] যেহেতু বেসোফিল সক্রিয় হওয়ার কয়েক মিনিটের মধ্যেই ইন্টারলিউকিন-৪ অবমুক্ত করে, সেহেতু এটি টিএইচ২-সংশ্লিষ্ট অনাক্রম্যতায় সাড়াদানের বৃদ্ধি ঘটাতে পারে।[৩৫] অনাক্রম্য সাড়াদানকে টিএইচ২ ধরনে নিরূপণ করা ও অ্যালার্জিজনিত শেষ-দশার বিক্রিয়াকে বিন্যস্ত করার জন্য ইন্টারলিউকিন-৪ ও ইন্টারলিউকিন-১৩ হলো দুটি প্রধান সাইটোকাইন।[৩৬] উক্ত পদার্থদ্বয়ের গুরুত্বপূর্ণ উৎস হওয়ায় বেসোফিল কৃমিপরজীবীর বিরুদ্ধে প্রতিরক্ষামূলক অনাক্রম্যতায় অবদান রাখতে পারে।[৩৭][৩৮] উভয় বস্তুই মাইক্রোভাস্কুলার এন্ডোথেলিয়াম বা অণুরক্তনালিকাজ অন্তরাস্তর কোষে VCAM-1 অভিব্যক্তি ও বায়ুপথের আবরণী কোষে ইয়োট্যাক্সিন সংশ্লেষণ বৃদ্ধি করে, যার ফলে আক্রান্ত টিসুতে শ্বেতকণিকার অন্তঃপ্রবাহ ঘটে।[৩৯][৪০][৪১] উভয় বস্তু সমন্বিতভাবে বি কোষের সংখ্যাবৃদ্ধি ঘটায় এবং IgE ও IgG4 উৎপাদন বাড়ায়।[৪২]

নিদানিক তাৎপর্য সম্পাদনা

বেসোফিল সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে গেলে তাকে বেসোপিনিয়া বলে। স্বাভাবিক বেসোফিল সংখ্যা খুব কম হওয়ায় বেসোপিনিয়া নির্ণয় করা দুরূহ; স্বতঃঅনাক্রম্য আর্টিকেরিয়া বা ছুলি[৪৩] (একটি দীর্ঘস্থায়ী চুলকানি রোগ), পীড়ন ও দীর্ঘদিন ধরে কেমোথেরাপি ও রেডিওথেরাপি বা বিকিরণ চিকিৎসা নিলে বেসোপিনিয়া হতে পারে।[১২] অন্যদিকে, বেসোফিল সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেড়ে গেলে তাকে বেসোফিলিয়া বলে। এটিও একটি বিরল অবস্থা, বেসোফিলিয়ার সাধারণ কারণগুলো হলো মায়েলোপ্রলিফারেটিভ রোগ যেমন ক্রনিক মায়েলয়েড লিউকেমিয়া, বা পলিসাইথিমিয়া ভেরা। মাঝে মাঝে মিক্সিডিমা (থাইরয়েড অবক্রিয়া), গুটিবসন্ত, জলবসন্ত সংক্রমণ ও আলসারেটিভ কোলাইটিস (অপসারক মলান্ত্রপ্রদাহ) রোগে প্রতিক্রিয়ামূলক বেসোফিলিয়া দেখা যায়।[৪৪]

অতিরিক্ত চিত্র সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Falcone, FH; Zillikens, D; Gibbs, BF। "The 21st century renaissance of the basophil? Current insights into its role in allergic responses and innate immunity"। Experimental dermatology। 15(11): 855–864। ডিওআই:10.1111/j.1600-0625.2006.00477.xপিএমআইডি 17002682 
  2. "Blood differential test"Medline Plus। U.S. National Library of Medicine। ২১ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৬ 
  3. Kim, E. Barrett; Susan, M. Barman; Scott, Boitano; Hedden, L. Brooks। "Chapter 32: Blood as a Circulatory Fluid & the Dynamics of Blood and Lymph Flow"। Ganong's Review of Medical Physiology (ইংরেজি ভাষায়) (২৩ সংস্করণ)। Tata McGraw Hill Education Private Limited। পৃষ্ঠা ৫২১-৫৫৪। আইএসবিএন 978-0-07-067722-7 
  4. Mukai K, Galli SJ (২০১৩)। "Basophils"eLS। Online। আইএসবিএন 978-0470016176ডিওআই:10.1002/9780470015902.a0001120.pub3। ২০১৬-০৫-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা।  |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  5. Khurana (২০০৯)। Textbook Of Medical Physiology (2nd সংস্করণ)। Elsevier। পৃষ্ঠা 180। আইএসবিএন 978-81-8147-850-4। ২০১৮-০৫-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  6. Stone KD, Prussin C, Metcalfe DD (ফেব্রুয়ারি ২০১০)। "IgE, mast cells, basophils, and eosinophils"The Journal of Allergy and Clinical Immunology125 (2 Suppl 2): S73–80। ডিওআই:10.1016/j.jaci.2009.11.017পিএমআইডি 20176269পিএমসি 2847274  
  7. Franco CB, Chen CC, Drukker M, Weissman IL, Galli SJ (এপ্রিল ২০১০)। "Distinguishing mast cell and granulocyte differentiation at the single-cell level"Cell Stem Cell6 (4): 361–8। ডিওআই:10.1016/j.stem.2010.02.013পিএমআইডি 20362540পিএমসি 2852254  
  8. Blank U, Falcone FH, Nilsson G (সেপ্টেম্বর ২০১৩)। "The history of mast cell and basophil research - some lessons learnt from the last century"। Allergy68 (9): 1093–101। এসটুসিআইডি 31710697ডিওআই:10.1111/all.12197পিএমআইডি 23991682 
  9. "Basophil"medcell.med.yale.edu। ৩ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৩ 
  10. Standring, S। "CHAPTER 5 – Blood, lymphoid tissues and haemopoiesis"। Gray's Anatomy- The Anatomical Basis of Clinical Practice (ইংরেজি ভাষায়) (৩৯তম সংস্করণ)। ইউকে: CHURCHILL LIVINGSTONE ELSEVIER। পৃষ্ঠা ৬৯-৮২। আইএসবিএন 978-0-4430-7161-1 |আইএসবিএন= এর মান পরীক্ষা করুন: checksum (সাহায্য) 
  11. Mescher, Anthony L.। "Chapter12: Blood"। Junqueira's Basic Histology (ইংরেজি ভাষায়) (15 সংস্করণ)। McGraw Hill Education। পৃষ্ঠা 237-253। আইএসবিএন 978-1-26-002618-4 
  12. Sembulingam, K.; Sembulingam, Prema (২০১২-১০-০১)। "Chapter 16:White Blood Cells"। Essentials of Medical Physiology (ইংরেজি ভাষায়) (৬ সংস্করণ)। Jaypee Brothers Medical Publishers (P) Ltd। পৃষ্ঠা ৯৭-১০৬। আইএসবিএন 978-93-5025-936-8 
  13. Levinson, W; Chin-Hong, P; Joyce, EA; Nussbaum, J; Schwartz, B (২০১৮)। "Chapter 58: Innate Immunity"। Review of Medical Microbiology & Immunology - A Guide to Clinical Infectious Disease (ইংরেজি ভাষায়) (১৫ তম সংস্করণ)। McGraw-Hill Education। পৃষ্ঠা ৪৮২-৪৯৩। আইএসবিএন 978-1-25-964450-4 
  14. Min, B; Brown, MA; Legros, G (২০১২)। "Understanding the roles of basophils: breaking dawn"Immunology১৩৫: ১৯২-১৯৭। ডিওআই:10.1111/j.1365-2567.2011.03530.xপিএমআইডি 22044049পিএমসি 3311041  
  15. Ohnmacht, C; Voehringer, D (২০০৯)। "Basophil effector function and homeostasis during helminth infection"। Blood। ১১৩(১২): ২৮১৬–২৮২৫। ডিওআই:10.1182/blood-2008-05-154773পিএমআইডি 18941115 
  16. Hall, John E. (২০১২)। "Chapter 33: Resistance of the Body to Infection: I. Leukocytes, Granulocytes, the Monocyte-Macrophage System, and Inflammation."। Pocket Companion to tton and Hall Textbook of Medical Physiology (ইংরেজি ভাষায়) (১২ সংস্করণ)। Elsevier। পৃষ্ঠা ২৬৫-২৭০। আইএসবিএন 978-1-4160-5451-1 
  17. Hall, John E.; Hall, Michael। "Chapter 35: Resistance of the Body to Infection: II. Immunity and Allergy"। Guyton and Hall Textbook of Medical Physiology (ইংরেজি ভাষায়) (১৪ সংস্করণ)। Elsevier। পৃষ্ঠা ৪৬৯-৪৭০। আইএসবিএন 978-0-323-67280-1 
  18. Bochner, BS; Sterbinsky, SA; Briskin, M; Saini, SS; MacGlashan, DW Jr (জুলাই ১৯৯৬)। "Counter-receptors on human basophils for endothelial cell adhesion molecules"। Journal of Immunology। ১৫৭(২): ৮৪৪–৮৫০। পিএমআইডি 8752937 
  19. Kepley, CL; Andrews, RP; Brown, DC; Chigaev, A; Sklar, LA; Oliver, JM; Larson, RS (২০০২)। "Regulation of human basophil adhesion to endothelium under flow conditions: Different very late antigen 4 regulation on umbilical cord blood-derived and peripheral blood basophils"। The Journal of allergy and clinical immunology। ১১০(৩): ৪৬৯–৪৭৫। ডিওআই:10.1067/mai.2002.126462পিএমআইডি 12209096 
  20. Iikura, M; Ebisawa, M; Yamaguchi, M; Tachimoto, H; Ohta, K; Yamamoto, K; Hirai, K (২০০৪)। "Transendothelial migration of human basophils"। Journal of immunology। ১৭৩(৮): ৫১৮৯–৫১৯৫। ডিওআই:10.4049/jimmunol.173.8.5189পিএমআইডি 15470064 
  21. Uguccioni, M; Mackay, CR; Ochensberger, B; Loetscher, P; Rhis, S; LaRosa, GJ; Rao, P; Ponath, PD; Baggiolini, M; Dahinden, CA (১৯৯৭)। "High expression of the chemokine receptor CCR3 in human blood basophils. Role in activation by eotaxin, MCP-4, and other chemokines"The Journal of clinical investigation,। ১০০(৫): ১১৩৪-১১৪৩। ডিওআই:10.1172/JCI119624পিএমআইডি 9276730পিএমসি 508288  
  22. Corrigan, CJ (১৯৯৯)। "Eotaxin and asthma: some answers, more questions"Clinical and experimental immunology১১৬: ১-৩। ডিওআই:10.1046/j.1365-2249.1999.00740.xপিএমআইডি 10209497পিএমসি 1905220  
  23. Yoshimura-Uchiyama, C; Iikura, M; Yamaguchi, M; Nagase, H; Ishii, A; Matsushima, K; Yamamoto, K; Shichijo, M; Bacon, KB; Hirai, K (আগস্ট ২০০৪)। "Differential modulation of human basophil functions through prostaglandin D2 receptors DP and chemoattractant receptor-homologous molecule expressed on Th2 cells/DP2"। Clinical and experimental allergy : journal of the British Society for Allergy and Clinical Immunology। ৩৪(৮): ১২৮৩–১২৯০। ডিওআই:10.1111/j.1365-2222.2004.02027.xপিএমআইডি 15298571 
  24. Hirai, H; Tanaka, K; Yoshie, O; Ogawa, K; Kenmotsu, K; Takamori, Y; Ichimasa, M; Sugamura, K; Nakamura, M; Takano, S; Nagata, K (২০০১)। "Prostaglandin D2 selectively induces chemotaxis in T helper type 2 cells, eosinophils, and basophils via seven-transmembrane receptor CRTH2"The Journal of experimental medicine। ১৯৩(২): ২৫৫–২৬১। ডিওআই:10.1084/jem.193.2.255পিএমআইডি 11208866পিএমসি 2193345  
  25. Böhm, E; Sturm, GJ; Weiglhofer, I; Sandig, H; Shichijo, M; McNamee, A; Pease, JE; Kollroser, M; Peskar, BA; Heinemann, A (২০০৪)। "11-Dehydro-thromboxane B2, a stable thromboxane metabolite, is a full agonist of chemoattractant receptor-homologous molecule expressed on TH2 cells (CRTH2) in human eosinophils and basophils"। The Journal of biological chemistry। ২৭৯(৯): ৭৬৬৩–৭৬৭০। ডিওআই:10.1074/jbc.M310270200পিএমআইডি 14668348 
  26. Dvorak, HF; Mihm, MC Jr (১৯৭২)। "Basophilic leukocytes in allergic contact dermatitis"The Journal of experimental medicine। ১৩৫(২): ২৩৫–২৫৪। ডিওআই:10.1084/jem.135.2.235পিএমআইডি 5060290পিএমসি 2180522  
  27. Irani, AM; Huang, C; Xia, HZ; Kepley, C; Nafie, A; Fouda, ED; Craig, S; Zweiman, B; Schwartz, LB (১৯৯৮)। "Immunohistochemical detection of human basophils in late-phase skin reactions"। The Journal of allergy and clinical immunology। ১০১(৩): ৩৫৪–৩৬২। ডিওআই:10.1016/S0091-6749(98)70248-9পিএমআইডি 9525452 
  28. Koshino, T; Teshima, S; Fukushima, N; Takaishi, T; Hirai, K; Miyamoto, Y; Arai, Y; Sano, Y; Ito, K; Morita, Y (১৯৯৩)। "Identification of basophils by immunohistochemistry in the airways of post-mortem cases of fatal asthma"। Clinical and experimental allergy : journal of the British Society for Allergy and Clinical Immunology। ২৩(১১): ৯১৯–৯২৫। ডিওআই:10.1111/j.1365-2222.1993.tb00276.xপিএমআইডি 10779279 
  29. Macfarlane, AJ; Kon, OM; Smith, SJ; Zeibecoglou, K; Khan, LN; Barata, LT; McEuen, AR; Buckley, MG; Walls, AF; Meng, Q; Humbert, M; Barnes, NC; Robinson, DS; Ying, S; Kay, AB (২০০০)। "Basophils, eosinophils, and mast cells in atopic and nonatopic asthma and in late-phase allergic reactions in the lung and skin"। The Journal of allergy and clinical immunology১০৫: ৯৯–১০৭। ডিওআই:10.1016/s0091-6749(00)90184-2পিএমআইডি 10629459 
  30. Devouassoux, G; Foster, B; Scott, LM; Metcalfe, DD; Prussin, C (১৯৯৯)। "Frequency and characterization of antigen-specific IL-4- and IL-13- producing basophils and T cells in peripheral blood of healthy and asthmatic subjects"। The Journal of allergy and clinical immunology১০৪: ৮১১–৮১৯। ডিওআই:10.1016/s0091-6749(99)70292-7পিএমআইডি 10518826 
  31. Brunner, T; Heusser, CH; Dahinden, CA (১৯৯৯)। "Human peripheral blood basophils primed by interleukin 3 (IL-3) produce IL-4 in response to immunoglobulin E receptor stimulation"The Journal of experimental medicine,। ১৭৭(৩): ৬০৫–৬১১। ডিওআই:10.1084/jem.177.3.605পিএমআইডি 8436904পিএমসি 2190932  
  32. Marone, G; Granata, F; Pucino, V; Pecoraro, A; Heffler, E; Loffredo, S; Scadding, GW; Varricchi, G (২০১৯)। "The Intriguing Role of Interleukin 13 in the Pathophysiology of Asthma"Frontiers in pharmacology১০: ১৩৮৭। ডিওআই:10.3389/fphar.2019.01387পিএমআইডি 31866859পিএমসি 6908970  
  33. Nakanishi K (ডিসেম্বর ২০১০)। "Basophils as APC in Th2 response in allergic inflammation and parasite infection"। Current Opinion in Immunology22 (6): 814–20। ডিওআই:10.1016/j.coi.2010.10.018পিএমআইডি 21095110 
  34. Gibbs, BF; Haas, H; Falcone, FH; Albrecht, C; Vollrath, IB; Noll, T; Wolff, HH; Amon, U। "Purified human peripheral blood basophils release interleukin-13 and preformed interleukin-4 following immunological activation"। European journal of immunology। ২৬(১০): ২৪৯৩–২৪৯৮। ডিওআই:10.1002/eji.1830261033পিএমআইডি 8898965 
  35. Khodoun, MV; Orekhova, T; Potter, C; Morris, S; Finkelman, FD (২০০৪)। "Basophils initiate IL-4 production during a memory T-dependent response"The Journal of experimental medicine। ২০০(৭): ৮৫৭–৮৭০। ডিওআই:10.1084/jem.20040598পিএমআইডি 15466620পিএমসি 2213291  
  36. Schroeder, JT; MacGlashan, DW Jr; Lichtenstein, LM (২০০১)। "Human basophils: mediator release and cytokine production"। Advances in immunology৭৭: ৯৩-১২২। ডিওআই:10.1016/s0065-2776(01)77015-0পিএমআইডি 11293121 
  37. Mitre, E; Taylor, RT; Kubofcik, J; Nutman, TB (২০০৪)। "Parasite antigen-driven basophils are a major source of IL-4 in human filarial infections"। Journal of immunology। ১৭২(৪): ২৪৩৯–২৪৪৫। ডিওআই:10.4049/jimmunol.172.4.2439পিএমআইডি 14764715 
  38. Voehringer D (ডিসেম্বর ২০০৯)। "The role of basophils in helminth infection"। Trends in Parasitology25 (12): 551–6। ডিওআই:10.1016/j.pt.2009.09.004পিএমআইডি 19782643 
  39. Ying, S; Meng, Q; Barata, LT; Robinson, DS; Durham, SR; Kay, AB। "Associations between IL-13 and IL-4 (mRNA and protein), vascular cell adhesion molecule-1 expression, and the infiltration of eosinophils, macrophages, and T cells in allergen-induced late-phase cutaneous reactions in atopic subjects"। Journal of immunology। ১৫৮(১০): ৫০৫০–৫০৫৭। পিএমআইডি 9144526 
  40. Li, L; Xia, Y; Nguyen, A; Lai, YH; Feng, L; Mosmann, TR; Lo, D (১৯৯৯)। "Effects of Th2 cytokines on chemokine expression in the lung: IL-13 potently induces eotaxin expression by airway epithelial cells"। ১৬২(৫): ২৪৭৭–২৪৮৭। পিএমআইডি 10072486 
  41. Moore, PE; Church, TL; Chism, DD; Panettieri, RA Jr; Shore, SA (২০০২)। "IL-13 and IL-4 cause eotaxin release in human airway smooth muscle cells: a role for ERK"। American journal of physiology. Lung cellular and molecular physiology। 282(4): L847–L853। ডিওআই:10.1152/ajplung.00245.2001পিএমআইডি 11880312 
  42. Haas, H; Falcone, FH; Holland, MJ; Schramm, G; Haisch, K; Gibbs, BF; Bufe, A; Schlaak, M (১৯৯৯)। "Early interleukin-4: its role in the switch towards a Th2 response and IgE-mediated allergy"। International archives of allergy and immunology। ১১৯(২): ৮৬–৯৪। ডিওআই:10.1159/000024182পিএমআইডি 10394099 
  43. Grattan CE, Dawn G, Gibbs S, Francis DM (মার্চ ২০০৩)। "Blood basophil numbers in chronic ordinary urticaria and healthy controls: diurnal variation, influence of loratadine and prednisolone and relationship to disease activity"Clinical and Experimental Allergy33 (3): 337–41। এসটুসিআইডি 30477970ডিওআই:10.1046/j.1365-2222.2003.01589.xপিএমআইডি 12614448 
  44. Hoffbrand, A.V.; Moss, P.A.H. (২০১৬)। "Chapter 8: The white cells 1: granulocytes, monocytes and their benign disorders"। Hoffbrand's Essential Haematology (ইংরেজি ভাষায়) (৭ সংস্করণ)। Wiley Blackwell। পৃষ্ঠা ৮৭-১০১। আইএসবিএন 978-1-118-40867-4 

বহিঃসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:Blood টেমপ্লেট:Immune system