বেলাইন

শমীক রায়চৌধুরী পরিচালিত ২০২৪-এর চলচ্চিত্র

বেলাইন ২০২৪ সালের একটি বাংলা ভাষার ভারতীয় মনস্তাত্ত্বিক রহস্য-রোমাঞ্চ চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন শমীক রায়চৌধুরী। দৃষ্টিশ্রী আর্টস প্রাইভেট লিমিটেডের ব্যানারে প্রযোজনা করেছেন হরিৎ রত্ন এবং মনীষা রত্ন।[১] প্রধান চরিত্রে অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, শ্রেয়া ভট্টাচার্যতথাগত মুখোপাধ্যায়। এটি ২০২৪ সালের ২৯শে মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[২][৩][৪]

বেলাইন
প্রচারণা পোস্টার
পরিচালকশমীক রায়চৌধুরী
প্রযোজক
  • হরিৎ রত্ন
  • মনীষা রত্ন
রচয়িতাশমীক রায়চৌধুরী
চিত্রনাট্যকারশমীক রায়চৌধুরী
কাহিনিকারশমীক রায়চৌধুরী
শ্রেষ্ঠাংশে
সুরকারতমাল কান্তি হালদার
চিত্রগ্রাহকসুপ্রিয় দত্ত
সম্পাদকসংলাপ ভৌমিক
প্রযোজনা
কোম্পানি
দৃষ্টিশ্রী আর্টস প্রাইভেট লিমিটেড
মুক্তি
  • ২৯ মার্চ ২০২৪ (2024-03-29)
স্থিতিকাল৮৮ মিনিট
দেশভারত
ভাষাবাংলা

এই ছবির কাহিনি, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন পরিচালক সমিক রায় চৌধুরি স্বয়ং। চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন সুপ্রিয় দত্ত। শিল্প নির্দেশক তপন শেঠ। কালারিস্ট প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়। সম্পাদনা করেছেন সংলাপ ভৌমিক। সংগীত পরিচালনা করেছেন তমাল কান্তি হালদার।[১]

পটভূমি সম্পাদনা

এক বৃদ্ধ সাদামাটা জীবনযাপন করতেন। খাওয়া-বসা, ঘুমোনো, ইনডোর গেম আর আশপাশে ঘুরে বেড়ানো ছাড়া তাঁর বাকি সময়টা কাটতো টিভি সিরিয়াল দেখে। আর তিনি যখন ফুরফুরে মেজাজে থাকতেন, তখন তাঁর নজর থাকতো বাড়ির পরিচারিকার দিকে। একটু খুনসুটি, দুষ্টুমি এসব নিয়েই বয়ে চলেছিল বৃদ্ধের গতানুগতিক জীবন। কিন্তু এই সাধারণ বহমান জীবনে সবকিছু বদলে দিল একটা ফোন কল। এক অপরিচিত তরুণী ভুল করে কল করেন বৃদ্ধের ল্যান্ডফোনে। বৃদ্ধ প্রথমে অপ্রস্তুতে পড়লেও, কথায়-কথায় বৃদ্ধ বেশ ঢুকে পড়েন ওই তরুণীর ব্যাক্তিগত জীবনে। চলতে থাকে টেলিফোনিক ভাব-বিনিময়। ওই তরুণী এবং তার লিভ-ইন পার্টনার-এর জট পাকানো, রহস্যে মোড়া জীবন-কাহিনিতে ওই বৃদ্ধও এক গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে ওঠেন একসময়। আর এখান থেকেই শুরু হয় চমক![১]

অভিনয়শিল্পী সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Dey, Suranjan; Mar 11, 2024 (২০২৪-০৩-১১)। "রহস্য-রোমাঞ্চে মোড়া বাংলা ছবি 'বেলাইন'-এর ট্রেলার লঞ্চ করা হল সম্প্রতি"Grihshobha (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২৬ 
  2. Ananda, A. B. P. (২০২৪-০৩-০৭)। "ভুল নম্বর থেকে ফোন! বদলে গেল পরাণ বন্দ্যোপাধ্যায়ের জীবন, প্রকাশ্যে 'বেলাইন' ট্রেলার"bengali.abplive.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২৬ 
  3. "Tollywood: পরান বন্দ্যোপাধ্যায় 'বেলাইন'! এক যুবতীর ডাকে সাড়া দিয়েছেন?"aajkaal.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২৬ 
  4. "ভুল নম্বরে ফোন, সমস্যায় পরাণ! কবে মুক্তি পাচ্ছে 'বেলাইন'?"Eisamay। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২৬ 

বহিঃসংযোগ সম্পাদনা