বেবি নাজ

ভারতীয় অভিনেত্রী

সালমা বেগ (২০ আগস্ট, ১৯৪৪ - ১৯ অক্টোবর, ১৯৯৫) ছিলেন একজন ভারতীয় অভিনেত্রী। তিনি হিন্দি ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন। সালমা বেগ ছাড়াও তিনি কুমারী নাজ বা বেবি নাজ নামেও পরিচিত ছিলেন। [১]

কুমারী নাজ
জন্ম
সালমা বেগ

(১৯৪৪-০৮-২০)২০ আগস্ট ১৯৪৪
বোম্বে, বোম্বে স্টেট, ব্রিটিশ ভারত
মৃত্যু১৯ অক্টোবর ১৯৯৫(1995-10-19) (বয়স ৫১)
অন্যান্য নামবেবি নাজ, কুমারী নাজ
পেশাঅভিনেত্রী
উল্লেখযোগ্য কর্ম
বুট পালিশ (১৯৫৪)
দাম্পত্য সঙ্গীসুব্বিরাজ

কর্মজীবন সম্পাদনা

বেবি নাজ চলচ্চিত্রে শিশু অভিনেতা হিসাবে তার অভিনয় জীবন শুরু করেন। শিশু শিল্পী হিসেবে তার সবচেয়ে স্মরণীয় অভিনয় ছিল আর. কে. ফিল্মসের ব্যানারে বুট পলিশ (১৯৫৪) এবং বিমল রায় পরিচালিত দেবদাস চলচ্চিত্রে। [২] অসাধারণ অভিনয়ের জন্য তিনি দ্য নিউ ইয়র্ক টাইমস থেকে ইতিবাচক পর্যালোচনা এবং ১৯৫৫ সালে কান চলচ্চিত্র উৎসবে ডিস্টিংশন পুরস্কার (সহ-অভিনেতা রতন কুমারের সাথে) লাভ করেন। সেখানে চলচ্চিত্রটি প্রতিযোগিতায় প্রদর্শিত হয়েছিল। [৩] [৪]

১৯৫৮ সালে সুইস উপন্যাস হেইডির উপর ভিত্তি করে দো ফুল (দু’টি ফুল) নামে একটি হিন্দি চলচ্চিত্র মুক্তি পায়। চলচ্চিত্রের নামভূমিকা- পূর্ণিমার চরিত্রে অভিনয় করেছিলেন নাজ। সেসময়ে মাস্টার রোমির পাশাপাশি অন্যতম বিখ্যাত শিশু তারকা ছিলেন নাজ। [৫]

পরবর্তীতে তিনি চলচ্চিত্রের প্রয়োজনে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে থাকেন। বহু বেগম, কাটি পাতং এবং সাচা ঘুথা (যেখানে তিনি রাজেশ খান্নার শারীরিকভাবে প্রতিবন্ধী বোনের ভূমিকায় অভিনয় করেন) চরিত্রগুলো তার অভিনয়ে আলাদা একটি মাত্রা যোগ করেছে। [৬]

পুরস্কার ও সম্মাননা সম্পাদনা

১৯৫৫ কান চলচ্চিত্র উৎসব [৭]
  • শিশু অভিনেত্রী হিসেবে বিশেষভাবে উল্লেখ করা হয়েছিলো। [৮] [৯] [১০] [১১]

এটি একটি ডিস্টিনশন পুরস্কার ছিল। ১৯৫৫ কান চলচ্চিত্র উৎসবে দুই শিশু শিল্পী যৌথভাবে এই পুরস্কার জেতেন। [১২] একজন ছিলেন বেবি নাজ; অপরজন ছিলেন পাবলিটো ক্যালভো। ক্যালভো ১৯৫৫ সালের স্প্যানিশ চলচ্চিত্র মার্সেলিনো, প্যান ওয়াই ভিনোতে শিশু অভিনেতার চরিত্রে অভিনয় করে এই পুরস্কার জেতেন।

পরবর্তী কর্মজীবন সম্পাদনা

পরবর্তীতে তিনি ডাবিং শিল্পী হিসেবে দ্বিতীয় কর্মজীবন শুরু করেন। শ্রীদেবী তার নিজের কণ্ঠ ব্যবহারের আগে, কুমারী নাজ ১৯৮০-এর দশকের প্রথম দিকের হিন্দি চলচ্চিত্রগুলোতে তার হয়ে কণ্ঠ দিয়েছিলেন। [১৩]

ব্যক্তিগত জীবন সম্পাদনা

তিনি ১৯৬৫ সালে অভিনেতা সুব্বিরাজকে (প্রবীণ অভিনেতা রাজ কাপুরের চাচাতো ভাই) বিয়ে করেন। বিয়ের পরেও তিনি অভিনয় চালিয়ে যান। মেরা ঘর মেরে বাচ্চে (১৯৬০) এবং দেখা পেয়ার তুমহারা (১৯৬৩) চলচ্চিত্রে তাঁরা একসঙ্গে অভিনয় করেছিলেন। [১৪]

চলচ্চিত্র তালিকা সম্পাদনা

তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে: [১৫]

সাল চলচ্চিত্র চরিত্র
১৯৮৯ আপনা দেশ পারায়ে লোগ
১৯৮৯ প্যায়সে নাই ড. ভারতী
১৯৮৬ ভাই কা দুশমন ভাই
১৯৮৬ সীসা প্রমিলা
১৯৮৪ ফুলওয়ারি শোভা
১৯৮৪ বক্সার মিসেস খাতাউ
১৯৮২ ভাই আখির ভাই হোতা হ্যায়
১৯৮২ স্বামী দাদা লাল্লুর স্ত্রী
১৯৮২ শ্রীমান শ্রীমতি
১৯৮০ বোম্বাই কা মহারাজা মেরি
১৯৭৮ কালা আদমি
১৯৭৮ মে তুলসী তেরে অঙ্গন কি
১৯৭৮ ফান্দেবাজ রাজকুমারী রত্না
১৯৭৮ ভোলা ভালা সরলা
১৯৭৭ চক্কর পে চক্কর মিসেস বাবু
১৯৭৭ নিয়াজ অর নামাজ সায়িদা
১৯৭৭ কর্ম কাম্মো
১৯৭৬ আপ বেয়াতি শীলা জুমানী
১৯৭৬ বৈরাগ বিমলা
১৯৭৬ দো খিলাড়ি কাওয়ালীতে নৃত্যশিল্পী
১৯৭৫ দো ঝুট বন্দনার বোন
১৯৭৫ সন্যাসী সাবিত্রি
১৯৭৫ সিওয়াক নীরু
১৯৭৪ দো আখেন
১৯৭৪ পাইসে কি গুড়িয়া নীলা গুপ্ত
১৯৭৪ ও মেইন নাহি
১৯৭৪ ফির কাব মিলোগি আম্বা
১৯৭৪ ফ্রেন্ড কল্যাণী শর্মা
১৯৭৩ শামঝাউতা চম্পা
১৯৭৩ রাজা রানী পাত্রনের স্ত্রী
১৯৭২ শাদী কে বাদ সাবিত্রি বি. সিং
১৯৭২ শোর শংকরের বোন
১৯৭২ ওয়াফা মীরা
১৯৭১ দুশমন কমলা জি. দিন
১৯৭১ জ্বালা রাজকুমারী রূপা
১৯৭১ প্রীতম গৌরি
১৯৭১ হাতি মেরে সাথী পারু
১৯৭০ হিম্মত বান্থু
১৯৭০ কাটি পাতং পুনম
১৯৭০ সাচ্চা ঝুটা বেলু
১৯৭০ রুথা না কারো নেয়না
১৯৬৯ আয়া সাওয়ান ঝুম কে Sangeeta Y. Singh
১৯৬৯ জাহা পেয়ার মিলে
১৯৬৯ রাজা সাব হামেশবহর
১৯৬৮ জুয়াড়ি রাজকুমারী সবিতা
১৯৬৮ নাদির শাহ
১৯৬৭ বাহু বেগম সুরাইয়া
১৯৬৭ ছৈলা বাবু মীনা
১৯৬৫ শাইয়ান সে নেহা লাগাইবে
১৯৬৪ বাঘী
১৯৬৪ চান্দি কি দেওর
১৯৬৪ চার দরবেশ রাজকুমারী হামিদা
১৯৬৪ হারকিউলিস
১৯৬৪ কায়সে কাহু অনিতা লক্ষ্মীচাঁদ
১৯৬৪ মাজবুর সীমা
১৯৬৩ বিদেশিয়া পার্বতী
১৯৬৩ দেখা পেয়ার তুমহারা
১৯৬৩ মেরে আরমান মেরে সাপনে শান্তি
১৯৬৩ মুঝে জিনে দো ছোট বেগম
১৯৬৩ পেয়ার কা বন্ধন সোনা
১৯৬২ মন-মর্জি লক্ষ্মী
১৯৬২ গাঙ্গু
১৯৬১ গঙ্গা যমুনা যুবতী বয়সের ধন্য
১৯৬১ জিন্দেগী অর খোয়াব রসিলা
১৯৬০ দিল আপনা অর প্রিত পারাই মুন্নী
১৯৬০ মেরা ঘর মেরে বাচ্চে মীনা
১৯৬০ লম্বে হাত
১৯৬০ মা বাপ প্রতিমা
১৯৫৯ ফোর ফেইসেস অভ ইন্ডিয়া
১৯৫৯ হীরা মতি রূপনন্দনের মেয়ে
১৯৫৯ কঙ্গন সহকারী
১৯৫৯ কাগজ কে ফুল প্রমিলা সিনহা
১৯৫৯ অর্ধাঙ্গিনী শিল্পী
১৯৫৯ ভাই বেহেন সোনি কে. রায়
১৯৫৮ দো ফুল পূর্ণিমা
১৯৫৮ ঘর গৃহস্থ
১৯৫৮ ঘর সংসার আশা
১৯৫৮ লজ্জান্তী রেণু
১৯৫৮ ইহুদি যুবতী বয়সের লাইদিয়া
১৯৫৮ মিস ৫৮
১৯৫৭ মুসাফির মুন্নী
১৯৫৭ পায়েল পদ্মা
১৯৫৫ দিওয়ালি কি রাত
১৯৫৬ এক ষোলা উষা
১৯৫৬ রাজধানী
১৯৫৬ এক হি রাস্তা রাজার জন্মদিনে গান গাওয়া মেয়ে
১৯৫৫ কুন্দন যুবতী বয়সের রাধা / যুবতী বয়সের উমা
১৯৫৫ লাগান
১৯৫৫ মাস্ত কালান্দার
১৯৫৫ পতিত পাওয়ান
1১৯৫৫ রাফতার
১৯৫৫ দেবদাস যুবতী বয়সে পার্বতী
১৯৫৫ হাতিমতাই কি বেটি
১৯৫৪ চাঁদনী চক
১৯৫৪ সুবাহ কা তারা হীরা
১৯৫৪ বুট পলিশ বেলু
১৯৫৪ শর্মা পরওয়ানা
১৯৫৩ গুনাহ
১৯৫০ রুপাইয়া

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Naaz"Cineplot.com। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২০ 
  2. "Revisiting Boot Polish: A beautiful celebration of sibling love"Rediff। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২০ 
  3. "Naaz (Baby) – Profile"Cineplot.com। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২০ 
  4. "Rakhi special: Bollywood's endearing bhai-bahen portrayals"Rediff.com। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২০ 
  5. "Swiss literary icon Heidi ready for her Hindi debut"SWI swissinfo.ch। SWI swissinfo.ch - a branch of Swiss Broadcasting Corporation SRG SSR। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২০ 
  6. "Bright as a star..."Rediff.com। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২০ 
  7. "Festival de Cannes: Boot Polish"festival-cannes.com। ২০১২-০৯-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০১-৩১ 
  8. "Seventy years of India at Cannes"thehindu.com। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২০ 
  9. "Four Indian films to feature at Cannes 2018; A look at India's journey at the French Riviera festival"Moneycontrol। e-Eighteen.com Ltd। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২০ 
  10. "'Children of the Silver Screen' captures the price child stars pay for glory"INDIATODAY.IN। Living Media India Limited. For reprint rights: Syndications Today। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২০ 
  11. "The History of India at Cannes"NDTV। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২০ 
  12. "Kumary Naaz"FESTIVAL DE CANNES। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২০ 
  13. "Tragedy: The Untold Story of Baby Naaz"Acee The Third Eye 
  14. "Remembering Baby Naaz, Sridevi's voice in her early Hindi films"Scroll.in। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২০ 
  15. "Naaz"British Film Institute। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা