বেগ নিয়ন্ত্রণ ব্যাধি

বেগ নিয়ন্ত্রণ ব্যাধি (ইংরেজি: Impulse-control disorder) একধরনের মানসিক রোগ। এই রোগে আক্তান্ত ব্যক্তি নিজের মধ্যে একধরনের অপ্রতিরোধ্য তাড়না অনুভব করেন নির্দিষ্ট কিছু কাজ করবার জন্য। সেটা তাড়নাগত হতে পারে কিংবা বাধ্যতাধর্মী। [১]

বাধাদান, প্ররোচিত নিয়ন্ত্রণ এবং আচরণের ব্যাধিগুলির প্রতিনিধিত্ব

ব্যাধির প্রকারভেদ সম্পাদনা

বেগ নিয়ন্ত্রণ ব্যাধি বিভিন্ন ধরনের হয়ে থাকেঃ

যৌন আবেশ সম্পাদনা

স্বাভাবিক বা অস্বাভাবিক যৌনচিন্তা ও আচরণে সব সময় আচ্ছন্ন থাকা এবং এ বিষয়ে চিন্তা ব্যতীত থাকতে না পারা।

আন্তর্জাল আসক্তি সম্পাদনা

অনুকর্ষী কেনাকাটা সম্পাদনা

এ সমস্যা যাঁদের আছে, তারা প্রয়োজনে-অপ্রয়োজনে কেনাকাটা করে ঘর ভর্তি করে ফেলেন এবং কিনতে না পারলে তার উৎকণ্ঠা দূর হয় না।

অগ্নিসংযোগ বাতিক সম্পাদনা

কোনো উদ্দেশ্য ছাড়াই অন্যের সম্পত্তি বা ঘরে আগুন লাগিয়ে দেয়া।

সবিরাম বিস্ফোরক ব্যাধি সম্পাদনা

চুরি-বাতিক সম্পাদনা

যেমন - অহেতুক চুরি করা; মানসিক স্বাস্থ্যবিজ্ঞানে একে চুরি-বাতিক বা ক্লেপটোম্যানিয়া বলা হয়।

লক্ষণ ও উপসর্গ সম্পাদনা

কারণ সম্পাদনা

বেগ নিয়ন্ত্রণ ব্যাধি কী কারণে হয়ে থাকে, এ নিয়ে বিতর্ক রয়েছে। তবে বর্তমানে এর কারণ উৎঘাটনে গবেষণা চলছে। মনে করা হয়, একজন মানুষ যে পরিবেশে বেড়ে ওঠে সেই পরিবেশ এ ক্ষেত্রে অনেকাংশে দায়ী। [২]

চিকিৎসা সম্পাদনা

ব্যাধিগুলির দুটি চিকিৎসার বিকল্প রয়েছে- সংজ্ঞানাত্মক আচরণীয় চিকিৎসা (কগনিটিভ বিহেভিয়ার থেরাপি) ও ওষুধ সেবন। [৩] চিকিৎসার পদ্ধতিটি প্রাথমিক ব্যাধির পাশাপাশি এক বা একাধিক অতিরিক্ত ব্যাধি উপস্থিতি জেনেবুঝে দেয়া হয়ে থাকে। [৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. প্রতিবেদক, নিজস্ব। "অকারণ চুরি, অহেতুক মিথ্যা"Prothomalo। ২০২১-০৬-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০১ 
  2. Wright A, Rickards H, Cavanna AE (ডিসেম্বর ২০১২)। "Impulse-control disorders in gilles de la tourette syndrome"। The Journal of Neuropsychiatry and Clinical Neurosciences24 (1): 16–27। ডিওআই:10.1176/appi.neuropsych.10010013পিএমআইডি 22450610 
  3. Grant JE, Potenza MN, Weinstein A, Gorelick DA (সেপ্টেম্বর ২০১০)। "Introduction to behavioral addictions"The American Journal of Drug and Alcohol Abuse36 (5): 233–41। ডিওআই:10.3109/00952990.2010.491884পিএমআইডি 20560821পিএমসি 3164585  
  4. Dell'Osso B, Altamura AC, Allen A, Marazziti D, Hollander E (ডিসেম্বর ২০০৬)। "Epidemiologic and clinical updates on impulse control disorders: a critical review"European Archives of Psychiatry and Clinical Neuroscience256 (8): 464–75। ডিওআই:10.1007/s00406-006-0668-0পিএমআইডি 16960655পিএমসি 1705499