বুদ্ধির মুক্তি আন্দোলন

বুদ্ধির মুক্তি আন্দোলন[১] ছিল একটি বেঙ্গল রেনেসাঁ আন্দোলন যা বাঙালি মুসলিম সমাজের ধর্মীয় ও সামাজিক মতবাদের বিরুদ্ধে যুক্তিবাদীতার পক্ষে কথা বলে। ব্রিটিশ রাজের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবীরা এর নেতৃত্বে ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়

এই আন্দোলনের উল্লেখযোগ্য সদস্যদের মধ্যে ছিলেন কাজী আবদুল ওয়াদুদ, আবুল ফজল, মুহম্মদ শহীদুল্লাহ, কাজী মোতাহার হোসেন, কাজী নজরুল ইসলাম এবং আবদুল কাদির । এই আন্দোলনের একটি মুখপত্র বের হতো ‘শিখা’ নামে। শিখা’র প্রথম পৃষ্ঠায় লেখা থাকত, ‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।’[২] ঢাকায় মর্যাদাপূর্ণ মুসলিম সাহিত্য সমিতির প্রতিষ্ঠা এই আন্দোলনের একটি বড় সাফল্য। [৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Khan, Shahadat H. (২০০৭)। The Freedom of Intellect Movement (Buddhir Mukti Andolan) in Bengali Muslim Thought, 1926–1938Edwin Mellen Pressআইএসবিএন 978-0-7734-5423-1 
  2. বুদ্ধির মুক্তি আন্দোলন ও বিতর্কশিল্প | দৈনিক যুগান্তর
  3. Ahmed, Wakil (২০১৩)। "Buddhir Mukti Andolan"BanglaPedia : National Pedia of Bangladesh। ২০১৬-০৩-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৩