বিহঙ্গ দ্বীপ

বাংলাদেশের বরগুনা জেলার একটি দ্বীপ

বিহঙ্গ দ্বীপ বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বঙ্গোপসাগরে বলেশ্বর নদীর একটি দ্বীপ।[১][২][৩] দ্বীপটি বহু আগে জেগে উঠলেও সম্প্রতি এর নামকরণ করা হয় বিহঙ্গ দ্বীপ। স্থানীয়দের কাছে এটি ধানসির চর নামে পরিচিত। একসময় এ দ্বীপে প্রচুর ধানসি জন্মাত। এটি বিশ্ব ঐতিহ্য সুন্দরবন থেকে অতি নিকটে অবস্থিত।

বিহঙ্গ দ্বীপ
স্থানীয় নাম:
ধানসির চর
ভূগোল
অবস্থানবলেশ্বর নদী
প্রশাসন
বিভাগবরিশাল বিভাগ
জেলাবরগুনা জেলা
উপজেলাপাথরঘাটা উপজেলা
অতিরিক্ত তথ্য
সময় অঞ্চল

ভৌগোলিক অবস্থান সম্পাদনা

পশ্চিমে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন, পূর্বে পাথরঘাটা উপজেলা, উত্তরে একাংশে পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়ন অপরাংশে সুন্দরবন এবং দক্ষিণে বঙ্গোপসাগরের মধ্যবর্তী বলেশ্বর নদের উপর বিহঙ্গ দ্বীপ।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "বলেশ্বরের বুকে জেগে ওঠা 'বিহঙ্গ দ্বীপ'"banglanews24.com। ২০১৮-০৮-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৮-২৮ 
  2. "বরগুনার বিহঙ্গ দ্বীপ"। ২০১৮-০৮-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৮-২৮ 
  3. "পাথরঘাটার বলেশ্বরের বুক সৌন্দর্যে ঘেরা 'বিহঙ্গ দ্বীপ' (ভিডিও সহ)"পাথরঘাটা নিউজ। সংগ্রহের তারিখ ২০১৮-০৮-২৮