বিষয়শ্রেণী আলোচনা:বাঙালি রন্ধনশৈলী

রন্ধনপ্রণালী না রান্না

সম্পাদনা

রন্ধনপ্রণালী বলতে রান্না করার পদ্ধতি বা recipe বোঝায়। বরং রান্না বলতে রান্নার পদ বোঝায়। এই বিষয়শ্রেণীর নাম বাঙালি রান্না হওয়াই বাঞ্ছনীয় নয় কি? অন্যদের কী মত? --অর্ণব দত্ত (আলাপ) ০৯:৫৫, ২৮ মার্চ ২০১০ (UTC)

ইংরেজি Cuisine = রান্নার পদ্ধতিবিশেষ। সেটাকে এক শব্দে এনেই রন্ধনপ্রণালী লিখেছি। এছাড়া মূল বিষয়শ্রেণীটিও বিষয়শ্রেণী:রন্ধনপ্রণালী নামে ছিলো। — তানভির আলাপ অবদান ১০:০২, ২৮ মার্চ ২০১০ (UTC)
সেটা ভুল নয়। তবে রান্না কথাটা ব্যবহার করলে বিষয়টি আরো ব্যপ্ত হত। যাই হোক, মূল বিষয়শ্রেণী যখন ঐ নামে আছে তখন আর কি করা যাবে। --অর্ণব দত্ত (আলাপ) ১০:০৬, ২৮ মার্চ ২০১০ (UTC)
"বাঙালি রন্ধনশৈলী" পাতায় ফেরত যান।