বিষয়শ্রেণী আলোচনা:বই

মূল বিষয়শ্রেণী ঠিক করতে হবে

সম্পাদনা

বই বিষয়শ্রেণীর মাধ্যমে সকল বইকে একত্রিত করার কাজটি এখনই শুরু করা দরকার। কারণ মুনতাসির অনেক বই সম্বন্ধেই লেখা শুরু করেছেন। এখন বিষয়শ্রেণী নিয়ে সমস্যা হচ্ছেনা। কিন্তু অনেক হয়ে গেলে সমস্যা হবে। তাই বিষয়শ্রেণী সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে করা প্রয়োজন। প্রথমত বই বিষয়শ্রেণীর মধ্য কি কি উপবিষয়শ্রেণী থাকতে পারে? আমার মনে হয়:

  • ধরণ অনুযায়ী বই
  • সাল অনুযায়ী বই
  • লেখক অনুযায়ী বই
  • প্রকাশক অনুযায়ী বই
  • পাঠ্যবই
  • প্রকাশনী অনুযায়ী বই
  • দেশ অনুযায়ী বই
  • বিষয় অনুযায়ী বই

এই কয়টি উপ বিষয়শ্রেণীর কথা আপাতত ভাবা যেতে পারে। এখন কোনটির ভিতরে কি থাকবে এবং কিভাবে থাকবে?

  • ধরণ অনুযায়ীর মধ্যে সকল ধরণ তথা জেনার রাখতে হবে। লেখার স্টাইল হতে পারে, ইতিহাসের বই, রাষ্ট্রবিজ্ঞানের বই, অর্থনীতির বই, সমাজবিজ্ঞানের বই। তবে আমার একটি কথা আছে। মূল বিষয়শ্রেণী বই হলেও উপতে যদি আমরা গ্রন্থ ব্যবহার করি তাহলে সুবিধা হয়। যেমন ইতিহাস গ্রন্থ, রাষ্ট্রবিজ্ঞান গ্রন্থ, পদার্থবিজ্ঞান গ্রন্থ, রসায়ন গ্রন্থ। ইংরেজির মত বিষয়টি খুবই সরল হয়ে যাচ্ছে। তাই আমার ব্যক্তিগত অভিমত বইয়ের বদলে উপবিষয়শ্রেণীগুলোতে তথা ধরণের ভিতরে অন্তত গ্রন্থ ব্যভহার করা। সবাই একটু বিবেচনা করে দেখুন প্লিজ। শুনতেই তখন ভাল লাগবে।
  • সালের ক্ষেত্রে সন্দেহ নেই। ২০০৬-এর বই এভাবে। সাল বলতে অবশ্যই প্রথম প্রকাশের সাল বোঝানো হবে।
  • লেখকের ক্ষেত্রে আইজাক আসিমভের বই। অবশ্য বই না লিখে আমরা উপন্যাস বা নাটক লিখে থাকি। উপনাস যদি বই হয় তাহলে তা বই বিষয়শ্রেণীতেও রাখা যেতে পারে।

বাকিগুলো সোজহা। তবে আমার একটি কথাই সবাই ভেবে দেখুন। ইতিহাসের বই বা রাষ্ট্রবিজ্ঞানের বই না বলে আমরা ইতিহাস গ্রন্থ বা রাষ্ট্রবিজ্ঞান গ্রন্থ বলতে বিষয়টি অনেক সরল ও সুখপাঠ্য হচ্ছে। ভেবে দেখুন। -- মুহাম্মদ ০৬:২৫, ৩০ নভেম্বর ২০০৭ (UTC)

আপাতত ঢালাও ভাবে এত বিষয়শ্রেনী না করে, আপাতত মূল বিষয়শ্রেণীগুলো তৈরি করতে পারেন, সে ক্ষেত্রে বিষয় অনুযায়ী বই এর মূল বিষয়গুলো বিষয়শ্রেনীগুলো তৈরি করতে পারেন, লেখক অনুযায়ী করা যেতে পারে। আর বইয়ের বদলে গ্রন্থ ব্যবহারের পক্ষে মত দিচ্ছি।--বেলায়েত (আলাপ | অবদান) ০৩:২৯, ৪ ডিসেম্বর ২০০৭ (UTC)
"বই" পাতায় ফেরত যান।