বিশ্ব ডাক দিবস

ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের প্রতিষ্ঠার দিন হিসেবে পালিত দিবস

বিশ্ব ডাক দিবস (World Post day) ১৮৭৪ সালের এই দিনে সুইজারল্যান্ডের বের্ন শহরে বিশ্ব ডাক সংস্থার (ইউপিইউ) প্রতিষ্ঠা বার্ষিকীকে স্মরণ করে প্ৰতি বছর ৯ অক্টোবর গোটা বিশ্বজুড়ে পালন করা হয়। বিশ্ব ডাক সংস্থা চিঠি লিখে তথ্য আদান-প্রদান এবং যোগাযোগের মাধ্যমে ডাক বিভাগে বৈশ্বিক বিপ্লবের সূচনা করে। ডাক সেবার প্রচার এবং প্রসার এই সংস্থার মূল উদ্দেশ্য।

বিশ্ব ডাক দিবস
বিশ্ব ডাক সংস্থার পতাকা
পালনকারীগোটা বিশ্বের ডাক বিভাগসমূহ
উদযাপনসভা-সমিতি, বক্তৃতা অনুষ্ঠান, পুরস্কার বিতরণ
তারিখ৯ অক্টোবর
সংঘটনবার্ষিক

ইতিহাস সম্পাদনা

১৯৬৯ সালে জাপানের টোকিও শহরে অনুষ্ঠিত বিশ্ব ডাক সংস্থার সম্মেলনে ভারতীয় প্রতিনিধি দলের সদস্য, আনন্দ মোহন কর্তৃক এই প্রস্তাব পেশ করা হয়, এবং ৯ অক্টোবরকে বিশ্ব ডাক দিবস হিসেবে প্রথম ঘোষণা করা হয়। সেই থেকে ডাক সেবার গুরুত্বের উপর আলোকপাত করে সারা বিশ্বে এই দিবস পালন করা হয়।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "বিশ্ব ডাক দিবস সম্পর্কে"। United Postal Union। ২৭ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১১ 

বহিঃসংযোগ সম্পাদনা