বিশ্বনাথ ঘাট

আসামের শোণিতপুর জেলায় অবস্থিত একটি দর্শনীয় স্থান

বিশ্বনাথ ঘাট পর্যটকের আকর্ষণীয় স্থান। অসমের শোণিতপুর জেলার মহকুমা বিশ্বনাথ চারিআলি থেকে ৫কি:মি দক্ষিণে ব্রহ্মপুত্র নদের পারে এটি অবস্থিত । প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এই স্থান পর্যটকদের জন্য যথেষ্ট আকর্ষণীয়। বর্তমান স্থানটি কাজিরাঙা জাতীয় উদ্যানের অন্তর্ভুক্ত। আহোম রাজত্বকালে এখানে বহু দেব-দেবীর মন্দির নির্মাণ করা হয়েছিল[১] । এখানে অবস্থিত ৩০টি দেব-দেবীর মন্দিরের নাম- উমা, চক্রেশ্বর, হরিহর কর্দমেশ্বর, বাসুদেব, নাংগলেশ্বর, ভৈরবেশ্বর, বাঘেশ্বরী[২], সিদ্ধেশ্বর, বিশ্বনাথ, চণ্ডী[৩], কমলেশ্বর, শিবনাথ, মুক্তিনাথ, বানেশ্বর বা বরদোল[৪], জাগ্রা, বুঢ়ামাধব (প্রতাপগড়), কালভৈরব, বীরভদ্র বা বরলা শীল, জোঙাশীল, পুর্বশঙ্কর, সুর্য্যমাধব, অন্নপুর্ণা, গণেশ, বৃষধ্বজ, কাশীনাথ, উদ্রেশ্বর, গৌরীবল্লভ, বিষ্ণু, দুর্গাশক্তি ও মঙ্গল চণ্ডিকা।

অসমের ইতিহাসে বিশ্বনাথ ঘাট সম্পাদনা

আহোম রাজত্বের সময় আহোম রাজা রুদ্রসিংহ যজ্ঞ করার জন্য বিশ্বনাথ ঘাটে এসেছিলেন[৫]

কছাড়ি জাতির সহিত বারভূঞার সংঘর্ষ হওয়ার সময় মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব বরদোয়া ত্যাগ করে কিছুকাল সময় বিশ্বনাথ ঘাটে আশ্রয় নিয়েছিলেন[৬]

মণিরাম দেওয়ানের আঠটি স্থানে স্থায়ী বাসগৃহ ছিল। তারমধ্যে একটি বিশ্বনাথেও ছিল। তাঁর একটি কন্যার বিয়ে এখান থেকেই দিয়েছিলেন[৭]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Indira Gandhi National Centre for the Arts (IGNCA)"। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১৩, ২০১২ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "অধিক চিত্রর বাবে ক্লীক করক"। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১৩, ২০১২ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "চণ্ডী মন্দিরর আধিক চিত্র চাওক"। মার্চ ৪, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১৩, ২০১২ 
  4. "ভিডিঅ' চাওক"। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১৩, ২০১২ 
  5. "জয়ন্তীয়া বুরঞ্জী"। 
  6. ড৹ মহেশ্বর নেওগ। "পবিত্র অসম"। 
  7. বেনুধর শর্মা।। "'মণিরাম দেৱান'"।