শীতলা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
KanikBot (আলোচনা | অবদান)
ইংরেজি উইকিপিডিয়া ও উইকিউপাত্তের তথ্যের ভিত্তিতে বট কর্তৃক বিষয়শ্রেণী যোগ
জ্বরাসুর বাংলার অসংখ্য লোকদেবতার একজন। তবে দেবতা বলা যায় কি! নামেই স্পষ্ট, 'জ্বরের অসুর', অর্থাৎ জ্বরে ভোগান। জ্বরাসুরের রূপটি কিন্তু ভোলার নয়। তিন মাথা, নয় চোখ, ছয় হাত, তিন পা। সাধারণত শীতলার পাশে-পাশে থাকেন। মুখ্য পরিচয় শীতলার মন্ত্রী হিসেবেই। আরও সহজ করে বললে, জ্বরাসুর জ্বর বাঁধান, শীতলা জ্বর সারান। এমনই বোঝাপড়া দুজনার।
২২ নং লাইন:
[[File:Shitala Arnab Dutta.jpg|thumb|শীতলা]]
'''শীতলা''' [[হিন্দু ধর্ম|হিন্দু ধর্মের]] একজন দেবীবিশেষ।<ref>{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=বাংলাপিডিয়া |ইউআরএল=http://www.banglapedia.org/HT/S_0423.htm |সংগ্রহের-তারিখ=১৫ মে ২০১৫ |আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20140429112025/http://www.banglapedia.org/HT/S_0423.htm |আর্কাইভের-তারিখ=২৯ এপ্রিল ২০১৪ |অকার্যকর-ইউআরএল=হ্যাঁ }}</ref> শীতল, অন্যমতে যাকে শীতলা নামেও অভিহিত করা হয়। ইনি একজন লোক দেবী, ভারতীয় উপমহাদেশে বিশেষত উত্তর ভারত, পশ্চিমবঙ্গ, নেপাল, বাংলাদেশ এবং পাকিস্তানে বহু ধর্মাবলম্বীদের দ্বারা উপাসনা করা হয়। আদ্যাশক্তি দেবী দুর্গার অবতার হিসাবে, তিনি পক্স, ঘা, ব্রণ, ফুস্কুড়ি প্রভৃতি রোগ নিরাময় করেন এবং পিশাচ (মড়া খেকো ভুত) এর হাত থেকেও রক্ষা করেন। দোলযাত্রা থেকে আট বা অষ্টম (৮) দিন পরে শীতলা অষ্টমীর দিন দেবী শীতলার আরাধনা করা হয়। হিন্দু ধর্মের বিশ্বাসানুসারে এই দেবীর প্রভাবেই মানুষ [[বসন্ত রোগ|বসন্ত]], প্রভৃতি চর্মরোগাক্রান্ত হয়। এই কারণেই গ্রামবাংলায় [[বসন্ত রোগ]] '''মায়ের দয়া''' নামে অভিহিত হয়ে থাকে। তাই কেউ বসন্তে আক্রান্ত হলে দেবী শীতলাকে পূজা নিবেদন করে রোগাক্রান্ত ব্যক্তির আরোগ্য কামনা করা গ্রামীণ হিন্দু সমাজের প্রধান রীতি। যেমনঃ[[বসন্তবুড়ী ব্রত]]।
মাঘ মাসের ৬ষ্ঠ দিনে দেবী শীতলার পূজা করা হয়। শীতলা দেবীর বাহন গাধা বা গর্ধব। প্রচলিত মূর্তিতে শীতলা দেবীর এক হাতে জলের কলস ও অন্য হাতে ঝাড়ু দেখতে পাওয় যায়। ভক্তদের বিশ্বাস কলস থেকে তিনি আরোগ্য সূধা দান করেন এবং ঝাড়ু দ্বারা রোগাক্রান্তদের কষ্ট লাঘব করেন। জ্বরাসুর বাংলার অসংখ্য লোকদেবতার একজন। তবে দেবতা বলা যায় কি! নামেই স্পষ্ট, 'জ্বরের অসুর', অর্থাৎ জ্বরে ভোগান।
 
জ্বরাসুরের রূপটি কিন্তু ভোলার নয়। তিন মাথা, নয় চোখ, ছয় হাত, তিন পা। সাধারণত শীতলার পাশে-পাশে থাকেন। মুখ্য পরিচয় শীতলার মন্ত্রী হিসেবেই। আরও সহজ করে বললে, জ্বরাসুর জ্বর বাঁধান, শীতলা জ্বর সারান। এমনই বোঝাপড়া দুজনার।
 
==গল্প==