উইকিপিডিয়া:মন্তব্যের অনুরোধ/প্রশাসকত্ব পর্যালোচনা নীতিমালা সংশোধন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Jayantanth (আলোচনা | অবদান)
NusJaS (আলোচনা | অবদান)
→‎মন্তব্য: উত্তর
৫১ নং লাইন:
 
:::{{ping|Yahya}}আমি বলতে চাইনি কোনো মর্যাদাহানী হবে। তবে একজন প্রশাসক ন্যূনতম সন্মান জানানো জন্য তাকে জানানোটা আমি মনে করি একটি ভদ্রতার মধ্যে পরে। নিস্ক্রিয় প্রশাসকদের ক্ষেত্রে কোনো ঝুঁকিপূর্ণ ঘটনা কি ঘটেছে? ১৩ জন প্রশাসকের মধ্যে শুধু দুইজন সক্রিয়। সেটি কিভাবে সিদ্ধন্ত আসা গেল, সেটা একটু জানতে ইচ্ছা করছে। সক্রিয়তার সংজ্ঞা কিভাবে নিরধারিত হচ্ছে এখানে? জানার আগ্রহ থেকেই জিজ্ঞাসা করছি। --[[User:jayantanth|জয়ন্ত]] ([[User talk:jayantanth|আলাপ]] - [[Special:Contributions/jayantanth|অবদান]]) ১৭:১১, ৫ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
::::{{ping|Jayantanth}} আপনার এই মন্তব্য দেখে আমি যারপরনাই অবাক হচ্ছি। একজন প্রশাসক হিসেবে আপনি কি কখনও [[উইকিপিডিয়া:প্রশাসকত্ব কী নয়]] পড়েছেন? না পড়ে থাকলে জেনে নিন, প্রশাসকত্ব কোনো '''অধিকার নয়, পুরস্কার নয়, নীতিমালার বিরুদ্ধে নিরাপত্তা নয় এবং এটি বড়ো কোনো বিষয় নয়'''। একজন নিষ্ক্রিয় লোক কেন প্রশাসক হয়ে বসে থাকবে কেন সেটা কি আপনি ব্যাখ্যা করবেন? আপনি নিষ্ক্রিয় থেকেও কেন প্রশাসকত্ব ধরে রাখতে চান কেন? কাজ না করেও প্রশাসক “পদের” দ্বারা কোনও বাড়তি সম্মান কিংবা সুবিধা আদায় করার ইচ্ছা?
::::[[xtools:ec/bn.wikipedia.org/Jayantanth|এক্স-টুলে]] আপনার সম্পাদনার সংখ্যা দেখে আমি আরও অবাক হচ্ছি। {{লাল|২০১৫ থেকে আপনি কখনোই বছরে ২০০ সম্পাদনা করেননি।}} এমনকি সবচেয়ে হতাশাজনক বিষয় হচ্ছে {{লাল|'''গত তিন বছরে আপনি বার্ষিক ১০০টা সম্পাদনাও করেননি'''}}। উইকিপিডিয়ার প্রাণ হচ্ছে নিবন্ধ। আপনার মতো যেসব প্রশাসক সম্পাদনাই করে না, তারা প্রশাসক থেকে বাংলা উইকির কী লাভটা করে, সেটা কি বলতে পারবেন? নিষ্ক্রিয় প্রশাসকদেরকে আমি বাংলা উইকির বোঝা মনে করি।
::::এমনকি আপনার লেখা বাংলার হাল দেখে আমি মর্মাহত হচ্ছি। বিভিন্ন আলোচনাতেই আপনি ভুলে ভরা লেখা লেখে থাকেন। '''উপরের মন্তব্যেই আপনি প্রায় ১৭-১৮টা বানান ভুল করেছেন।''' একজন প্রশাসকের বাংলা লেখার এই হাল খুবই হতাশাজনক। [[User:NusJaS|<span style="color:#ff0;background:#000;font-family:cursive;text-shadow:3px 3px 5px#ff0;border-radius:9em;">* NusJaS -</span>]][[User talk:NusJaS|<span style="color:#000;background:#ff0;text-shadow:3px 3px 5px #000;"> আলাপ</span>]] ১৭:৩৩, ৫ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
 
:::@[[ব্যবহারকারী:Jayantanth|Jayantanth]] আপনাকে [[Special:Permalink/6074614#প্রশাসকত্ব পর্যালোচনায় নীতিমালা লঙ্ঘন!|এই আলোচনাটি]] সম্পূর্ণ পড়ার অনুরোধ করছি তাহলে কি সমস্যা ও সীমাবদ্ধতা রয়েছে আশা করি সেটা আপনার কাছে পরিষ্কার হবে। যেই সমস্যাগুলো উঠে এসেছে এগুলো হঠাৎ করে উঠে আসা সমস্যা নয় বরং একটা দীর্ঘ সময়ের সমস্যা, এখানে নেপালি উইকিপিডিয়ার নীতিমালা বাংলা উইকিপিডিয়ায় ব্যবহার করার কথা বলা হয়নি (শুরুতেই স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে) বরং কয়েকটি নীতিমালার উপর ভিত্তি করে একটি প্রস্তাবনা শুরু করা হয়েছে।