বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Goutam (আলোচনা | অবদান)
৩৫৪ নং লাইন:
 
এই আলোচনাটা এখানেই শেষ হোক। কে কী বলতে চাচ্ছেন, তা বোঝা যাচ্ছে। খ্রিস্ট/খ্রীষ্ট/খ্রিষ্ট বানানটি কোনটি হবে একটা বেছে নিলেই চলে। এটা আঞ্চলিক বানানরীতির মধ্যে পড়ে না। যাহোক, অর্ণব ও বেলায়েত দুজনেরই যুক্তি বোঝা যাচ্ছে, এই নিয়ে পরবর্তীতে আমরা প্রশাসকদের আলোচনাসভায় বিস্তারিত আলোচনা করতে পারি। এটা বেশি গুরুত্বপূর্ণ ইস্যু নয়। ধন্যবাদ সবাইকে। --[[User:Ragib|রাগিব]] <sup>([[User talk:Ragib|আলাপ]] | [[Special:Contributions/Ragib|অবদান]])</sup> ১৭:৪৮, ১৫ জুন ২০০৯ (UTC)
 
::এই খ্রিস্ট বানানের ব্যাপারে আমি এনসিটিবির সাথে কথা বলেছি। তাদের যুক্তি হচ্ছে- খ্রিস্ট শব্দটি বিদেশি ভাষা। সেক্ষেত্রে বানানটি 'খ্রিস্ট' লেখা উচিত- খৃষ্ট, খৃস্ট, খ্রিষ্ট, খ্রীষ্ট, খ্রীস্ট কোনোটিই হবে না। তবে খ্রিস্টের সাথে যদি অন্য কোনো উপসর্গ যুক্ত হয় তখন বানানটা বদলে যাবে। যেমন খ্রিস্টের সাথে অব্দ যুক্ত হলে বানানটা হবে খ্রিষ্টাব্দ। কারণ এখানে খ্রিষ্টাব্দ পুরোপুরি বিদেশি শব্দ নয়, এর সাথে বাংলা শব্দ যুক্ত হয়েছে। --[[ব্যবহারকারী:Goutam|গৌতম]] ০৯:৩৯, ২৯ জুন ২০০৯ (UTC)
 
== বানান ঠিক করায় বটের ব্যবহার ==