বিয়াম স্কুল এন্ড কলেজ দুপচাঁচিয়া

বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ দুপচাঁচিয়া (ইংরেজি: Biam Laboratory School and Collage Dupchanchia) বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলায় অবস্থিত। বিয়াম ফাউন্ডেশন, ঢাকা এর সার্বিক পরিচালনায় ছাত্র-ছাত্রীদের মানসম্মত শিক্ষা প্রদানের উদ্দেশ্যে ২০০৭ সালে বিয়াম ল্যাবরেটরি স্কুল প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্নে এই প্রতিষ্ঠানটির নাম ছিল বিয়াম ল্যাবরেটরি স্কুল, দুপচাঁচিয়া, বগুড়া। পরবর্তীতে ২০১৩ সালে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক কোর্স চালুর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় শুরু হয় নতুন মাত্রা এবং প্রতিষ্ঠানটির নাম হয় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, দুপচাঁচিয়া, বগুড়া।

বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, দুপচাঁচিয়া
অবস্থান
মানচিত্র

স্থানাঙ্ক২৪°৫২′২৪″ উত্তর ৮৯°১০′২০″ পূর্ব / ২৪.৮৭৩৩৭৯° উত্তর ৮৯.১৭২১৭৯° পূর্ব / 24.873379; 89.172179
তথ্য
ধরনবেসরকারি
প্রতিষ্ঠাকাল২০০৭
বিদ্যালয় জেলাবগুড়া
কর্মকর্তা৪৯ জন [২]
শ্রেণী১ম-১২ম
শিক্ষার্থী সংখ্যা১৯০০+ জন [৩]
অ্যাথলেটিক্সফুটবল, ক্রিকেট
ডাকনামবিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, দুপচাঁচিয়া, বগুড়া [১]
ওয়েবসাইটhttp://biamlscdup.edu.bd/

তথ্যসূত্র সম্পাদনা

  1. "নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের তালিকা"bogra.gov.bd [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. রেজিস্ট্রার,বিয়াম ল্যাব. স্কুল এন্ড কলেজ
  3. রেজিস্টার, দুপচাঁচিয়া। তাং ১০/০৫/১৯