বিধাননগর পৌরনিগম

পশ্চিমবঙ্গের একটি পৌরসংস্থা
(বিধাননগর পৌরসংস্থা থেকে পুনর্নির্দেশিত)

বিধাননগর পৌরনিগম হল বিধাননগর শহরের সল্টলেক ও রাজারহাট গোপালপুর এলাকার পরিকাঠামো ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত পৌর নিগম। ১৮ জুনে ২০১৫-এ রাজারহাট গোপালপুর পৌরসভা, বিধাননগর পৌরসভা ও মহিষবাথান-২ গ্রাম পঞ্চায়েত নিয়ে পৌর নিগমটি গঠিত হয়।[১] পৌরসংস্থাটি বিধাননগর মহকুমাবিধাননগর সিটি পুলিশের এক্তিয়ারের অন্তর্ভুক্ত। পৌরসংস্থাটির মোট ৪১টি ওয়ার্ড আছে।

বিধাননগর পৌরনিগম
বিধাননগর পৌরনিগমের লোগো
বিধাননগর পৌরনিগমের লোগো
ধরন
ধরন
ইতিহাস
শুরু২০১৫; ৯ বছর আগে (2015)
নেতৃত্ব
মেয়র
কৃষ্ণা চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস
২০২২ থেকে
ডেপুটি মেয়র
অনিতা মণ্ডল, তৃণমূল কংগ্রেস
২০২২ থেকে
চেয়ারপার্সন
গঠন
আসন৪১
রাজনৈতিক দল
নির্বাচন
সর্বশেষ নির্বাচন
২০২২
পরবর্তী নির্বাচন
২০২৭
সভাস্থল
পৌরনিগম ভবন
ওয়েবসাইট
www.bmcwbgov.in

জনসংখ্যা সম্পাদনা

২০১১ খ্রিস্টাব্দের জনগণনা অনুযায়ী বিধাননগর পৌরনিগমের জনসংখ্যা ৬,৩২,১০৭ জন। ৪১টি ওয়ার্ডের মধ্যে ২০ নং ওয়ার্ডে সর্বোচ্চ জনসংখ্যা (২০,৯৮১ জন), যেখানে ২৩ নং ওয়ার্ডে সর্বনিম্ন জনসংখ্যা (১১,৬৩৯ জন)। বিধাননগর পৌরনিগমের নথিভুক্ত মোট বসতবাড়ির সংখ্যা ১,৫৩,৬৬১টি।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "কর্পোরেশন গঠনের প্রজ্ঞাপন" (পিডিএফ)। উত্তর ২৪ পরগনা জেলা। ২৬ জুলাই ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ০৯-০৮-২০১৬  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. "About BMC"বিধাননগর পৌরসংস্থা। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২৩ 

বহিঃসংযোগ সম্পাদনা