বাহাদুরপুর ইউনিয়ন, মাদারীপুর সদর

মাদারীপুর জেলার মাদারীপুর সদর উপজেলার একটি ইউনিয়ন
(বাহাদুরপুর ইউনিয়ন, মাদারীপুর থেকে পুনর্নির্দেশিত)

বাহাদুরপুর ইউনিয়ন বাংলাদেশর ঢাকা বিভাগের মাদারীপুর জেলার মাদারীপুর সদর উপজেলার একটি ইউনিয়ন যা ১১টি গ্রাম নিয়ে গঠিত।। এ এলাকা এক সময় জমিদারি অঞ্চল ছিলো।[১]

বাহাদুরপুর
ইউনিয়ন
বাহাদুরপুর ঢাকা বিভাগ-এ অবস্থিত
বাহাদুরপুর
বাহাদুরপুর
বাহাদুরপুর বাংলাদেশ-এ অবস্থিত
বাহাদুরপুর
বাহাদুরপুর
বাংলাদেশে বাহাদুরপুর ইউনিয়ন, মাদারীপুর সদরের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°১৪′১৫″ উত্তর ৯০°৮′৫″ পূর্ব / ২৩.২৩৭৫০° উত্তর ৯০.১৩৪৭২° পূর্ব / 23.23750; 90.13472 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলামাদারীপুর জেলা
উপজেলামাদারীপুর সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ইউনিয়ন পরিষদ১৯৪৬
সরকার
 • চেয়ারম্যানএম. এ. সালাম খান (ছলেমান খান)[১]
আয়তন
 • মোট১০.২৫ বর্গকিমি (৩.৯৬ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট১০,৮৩৮
 • জনঘনত্ব১,১০০/বর্গকিমি (২,৭০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪৭.৪%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

ভৌগোলিক উপাত্ত সম্পাদনা

বাহাদুরপুর ইউনিয়নের মোট আয়তন ২,৫৩১ একর বা ১০.২৫ বর্গ কিলোমিটার।[২] গ্রামের সংখ্যা ১১টি। ঘরবাড়ির সংখ্যা ২,৩১৩টি। এই ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে গেছে আড়িয়াল খাঁ নদী।[১]

২০১১ সালের হিসেব অনুযায়ী এ ইউনিয়নে ৮.১৯ কিলোমিটার পাকারাস্তা ও ১৬.৩৫ কিলোমিটার কাঁচারাস্তা রয়েছে। হাট-বাজার রয়েছে ৩টি। মসজিদের সংখ্যা ৪৩টি এবং মন্দিরের সংখ্যা ১টি।[২]

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

বাংলাদেশের ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী বাহাদুরপুর ইউনিয়নের ২,৩১৩টি পরিবারে মোট জনসংখ্যা ১০,৮৩৮ জন এবং প্রতি বর্গ কিলোমিটারে ১,১০০ জন লোক বাস করে। এদের মধ্যে ৫,৩৬৩ জন পুরুষ ও ৫,৪৭৫ জন মহিলা এবং লিঙ্গ অনুপাত ৯৮। মুসলিম ধর্মালম্বী ১০,০৯৪ জন ও হিন্দু ধর্মালম্বী ৭৪৪ জন।[৩]

শিক্ষা সম্পাদনা

২০১১ সালের হিসেব অনুযায়ী বাহাদুরপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৪৭.৪% (পুরুষ ৫০.৭%, মহিলা-৪৪.১%)।[৩] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয় ও ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[২]

উল্লেখযোগ্য স্থান সম্পাদনা

  • আলগী কাজি বাড়ি মসজিদ - বাহাদুরপুর।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "বাহাদুর ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (ইংরেজি ভাষায়)। ২০২০-০১-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-০৩ 
  2. "মাদারীপুর সদর উপজেলা"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০২০-০১-০৩ 
  3. COMMUNITY REPORT: MADARIPUR (ইংরেজি ভাষায়)। ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। ফেব্রুয়ারি ২০১৫। আইএসবিএন 978-984-33-8597-0