বালিয়া গম, অথবা বলা যায় দাউদখানি গম হল এক ধরনের লম্বা দানার গম, যেটি ভারতের গুজরাত রাজ্যের খাম্বাৎ উপসাগরের উত্তরে ভাল অঞ্চলে চাষ করা হয়। এটি ২০১১ সালে ভৌগোলিক নির্দেশক হিসাবে নিবন্ধন পেয়েছে।[১]

বালিয়া গমের ফসল নিয়ে ভাল অঞ্চলের খামার।
বাজারে বিক্রির জন্য বালিয়া গম

অবস্থান সম্পাদনা

ভাল অঞ্চলটি আহমেদাবাদ এবং ভাবনগর জেলার মধ্যে অবস্থিত[২] সেখানে ভারতের স্বাধীনতার আগে থেকেই এই গম চাষ করা হয়।[৩] আহমেদাবাদ জেলার ধানধুকা, ধোলকাবাভলা তহশিলে সুরেন্দ্রনগর জেলার লিম্বডিতে; ভাবনগর জেলার বল্লভীপুরে; আনন্দ জেলার তারাপুর ও খাম্বাতে; খেড়া জেলার মাতারে এবং ভারুচ জেলার জাম্বুসারভাগ্রায় ব্যাপকভাবে এই গমের চাষ হয়।[৪]

২০১১ সালে রাজ্য পরিচালিত গুজরাত এগ্রো ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এবং আনন্দ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহায়তায় বালিয়া গম ভৌগোলিক নির্দেশক হিসাবে নিবন্ধিত হয়েছিল। এই গম দিয়ে সুজি প্রস্তুত হয়, যেটি পাস্তা, ম্যাকারনি, পিজ্জা, স্প্যাগেটি, সিমাই, নুডলস ইত্যাদি তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বালিয়া গমের একটি ধরন গুজরাত গম - ১ গুজরাতে জনপ্রিয়।[৪]

উৎপাদন সম্পাদনা

অক্টোবরের শেষের দিক থেকে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে বৃষ্টিপাতের জল উপসাগরে নির্গত হয়ে যাওয়ার পরে গমের বীজ বপন শুরু হয়। ফলন পেকে ওঠে মার্চ — এপ্রিলের মধ্যে। প্রতি বছর ১.৭ থেকে ১.৮ লাখ (১,৭০,০০০ থেকে ১,৮০,০০০ লং টন) গম উৎপন্ন হয়, ২ লাখ হেক্টর (৪,৯০,০০০ একর) জমিতে। বালিয়া গম চাষে সেচ বা বৃষ্টিপাতের প্রয়োজন হয় না, কারণ এগুলি সংরক্ষিত আর্দ্রতাযুক্ত জমিতে চাষ করা হয়।[৪]

পুষ্টি সম্পাদনা

বালিয়া গম গ্লুটেন সমৃদ্ধ, যেটি এক ধরনের অ্যামিনো অ্যাসিড। এটি প্রোটিন সমৃদ্ধও বটে। এতে প্রচুর পরিমাণে ক্যারোটিন রয়েছে এবং এতে জল কম শোষিত হয়।[৪][৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Gautam Purohit (১৬ আগস্ট ২০১১)। "કેસર કેરી પછી હવે ભાલીયા ઘઉંને 'જીઆઇ' ટેગ અપાયો"દિવ્ય ભાસ્કર (গুজরাটি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৬ 
  2. "GI tag for Gir Kesar mango, Bhalia wheat"The Times of India। ২৮ জুলাই ২০১১। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৬ 
  3. George Watt (২৩ জানুয়ারি ২০১৪)। A Dictionary of the Economic Products of India। Cambridge University Press। পৃষ্ঠা 136। আইএসবিএন 978-1-108-06881-9 
  4. "Bhalia wheat gets GI tag"Business Line - The Hindu। ১৫ আগস্ট ২০১১। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৬ 
  5. "Geographical Indication tag for Bhalia wheat"The Indian Express। ১৭ আগস্ট ২০১১। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৬