বালিপাড়া ইউনিয়ন, ত্রিশাল

ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার একটি ইউনিয়ন

বালিপাড়া ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার একটি ইউনিয়ন[১][২]

বালিপাড়া
ইউনিয়ন
৯নং বালিপাড়া ইউনিয়ন পরিষদ।
বালিপাড়া ময়মনসিংহ বিভাগ-এ অবস্থিত
বালিপাড়া
বালিপাড়া
বালিপাড়া বাংলাদেশ-এ অবস্থিত
বালিপাড়া
বালিপাড়া
বাংলাদেশে বালিপাড়া ইউনিয়ন, ত্রিশালের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৩৪′৩৯″ উত্তর ৯০°২৩′৫০″ পূর্ব / ২৪.৫৭৭৫০° উত্তর ৯০.৩৯৭২২° পূর্ব / 24.57750; 90.39722 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগময়মনসিংহ বিভাগ
জেলাময়মনসিংহ জেলা
উপজেলাত্রিশাল উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ব্রহ্মপুত্র নদ থেকে প্রচুর পরিমান বালি উত্তোলনের ফলে বালির নাম অনুসারে বালিপাড়া বাজার রাখা হয়।১৯৭৩
সাক্ষরতার হার
 • মোট৪১.২৬%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

অবস্থান ও সীমানা সম্পাদনা

ইতিহাস সম্পাদনা

ময়মনসিংহ জেলার ঐতিহাসিক ত্রিশাল উপজেলার অন্যতম বিখ্যাত বালিপাড়া ইউনিয়ন। বাংলাদেশের মৎস্য বিপ্লবের প্রেক্ষাপট বালিপাড়া ইউনিয়ন থেকেই শুরু হয়েছে। আজকের বাংলাদেশের সফল মৎস্য বিপ্লবের সূতিকাঘার বালিপাড়া ইউনিয়নের ধলা বাজারের মৎস্য উৎপাদনের হ্যাচারী চাষীগণ। তন্মধ্যে দুই দু"বার মাননীয় প্রধানমন্ত্রীর গোল্ড পদক প্রাপ্ত মৎস্য পোনা উৎপাদনকারী জনাব জসিমউদ্দিন। বাংলাদেশের নিরমাণ খাতের সবচেয়ে গুরুতবহ সামগ্রী হিসেবে অভিহিত বালু সম্পদের জন্য বালিপাড়া ইউনিয়ন সুপ্রাচীনকাল থেকেই প্রসিদ্ধ। বাংলাদেশের তৃতীয় বৃহত্তম বালিমহাল বালিপাড়া বাজার বালিমহাল।

প্রশাসনিক এলাকা সম্পাদনা

গ্রাম সংখ্যা ১৫ টি।

  • আমিয়ানডাঙ্গুরী
  • বাহাদুরপুর
  • বালিপাড়া
  • বিয়ারা
  • রামঅমৃতগঞ্জ
  • চরমাদাখালী
  • চরমাদাখালী পূর্ব
  • ধলা
  • ইছামতি
  • কালসিদ্ধা
  • কাজিগ্রাম
  • পাটুলী
  • কাকসা দুকানি
  • জনশূন্য
  • চর ইছামতি

আয়তন ও জনসংখ্যা সম্পাদনা

আয়তনঃ ৩০.৮৮ বর্গ কি. মি। জনসংখ্যাঃ ৪২,৫১৫ জন (পুরুষ-২১৮৪৬জন, মহিলা-২০৬৬৯ জন)। মোটার ভোটার সংখ্যা-২৬৯৪৭জন। (পুরুষ - ১৩৩২৩। মহিলা-১৩৬২৪।)

শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

শিক্ষার হার :  ৬৮%

শিক্ষা প্রতিষ্ঠান

  • কলেজ - ২টি
  • উচ্চ বিদ্যালয়- ৪টি
  • সিনিয়র মাদ্রাসা- ২টি
  • দাখিল মাদ্রাসা -  ২টি
  • সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১০টি
  • বেসরকারী প্রাথমিক বিদ্যালয়- ৩টি
  • কিন্ডার গার্টেন- ১৫টি
  • ফুরকানিয়া মাদ্রাসা- ৮৫টি

দর্শনীয় স্থান সম্পাদনা

  • ধলা সরকারী আশ্রয় কেন্দ্র।
  • রফিকউদ্দিন ভূইয়া সেতু, বালিপাড়া বাজার
  • ব্রিটিশ উপনিবেশিক সময়কালে প্রতিষ্ঠিত ময়মনসিংহ জেলার ঐতিহাসিক ধলা উচ্চ বিদ্যালয়(এখন ধলা স্কুল এন্ড কলেজ)।
  • ব্রিটিশ উপনিবেশিক সময়কালের ঐতিহাসিক (সতের মাইল বাজার) যা আজকের বালিপাড়া বাজার।
  • ময়মনসিংহ জেলার বিখ্যাত কওমী মাদ্রাসা "কাজীগ্রাম এমদাদিয়া কওমী মাদ্রাসা"।

আউলিয়ার নগর রেল স্টেশন।

উল্লেখযোগ্য ব্যাক্তি সম্পাদনা

১। ইঞ্জিনিয়ার সরদার মোঃ শাহীন ( প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সিমেক ফাউন্ডেশন)

  • মেজবাহ উল আলম - ত্রান ও দুর্যোগ মন্ত্রনালয়ের সচিব।
  • আঃ খালেক, সাবেক সংসদ সদস্য (বি,এন,পি)।

জনপ্রতিনিধি সম্পাদনা

বর্তমান চেয়ারম্যান- গোলাম মোহাম্মদ বাদল

চেয়ারম্যানগণের তালিকা
ক্রমিক চেয়ারম্যানগণের নাম মেয়াদকাল
০১ মোঃ তফাজ্জল হোসেন ১৯৭৩ - ১৯৭৪
০২ গোলাম মোহাম্মদ বাদল ১৯৭৬ - ১৯৮৩
০৩ মোঃ আঃ খালেক ১৯৮৩ - ১৯৮৪
০৪ হযরত আলী ১৯৮৪ - ৮৪
০৫ তফাজ্জল হোসেন ১৯৮৫ - ৮৬
০৬ গোলাম মোহাম্মদ বাদল ১৯৮৮ - ৯২
০৭ মোঃ আঃ বারেক ১৯৯২ - ২০১১
০৮ গোলাম মোহাম্মদ বাদল ২০১১ - বর্তমান

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "বালিপাড়া ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১২ 
  2. "ত্রিশাল উপজেলা"বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১২ 

বহিঃসংযোগ সম্পাদনা

  • বালিপাড়া ইউনিয়ন - বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
  • ত্রিশাল উপজেলা - বাংলাপিডিয়া