বাচ্চা মুন্সী

ভারতীয় রাজনীতিবিদ

বাচ্চা মুন্সী (?-১০ই অক্টোবর, ১৯৮৭) ছিলেন একজন ভারতীয় কমিউনিস্ট রাজনীতিবিদ, যিনি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) দলের সদস্য ছিলেন। তিনি কৃষক সভার একজন কৃষক নেতা এবং অবিভক্ত বাংলার দিনাজপুর জেলার তেভাগা আন্দোলনের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব।[১] তিনি ১৯৭৭ এবং ১৯৮২ সালে পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়ক নির্বাচিত হন।[২]

বাচ্চা মুন্সী
পশ্চিমবঙ্গ বিধানসভা -এর সদস্য
কাজের মেয়াদ
১৯৭৭-১৯৮৭
পূর্বসূরীছিল না
উত্তরসূরীমহম্মদ মহমুদ্দিন
সংসদীয় এলাকাচোপড়া
ব্যক্তিগত বিবরণ
জন্মমজিতুল্লাহ্
ময়দানদীঘি, বোদা, জলপাইগুড়ি জেলা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত
মৃত্যু১০ অক্টোবর, ১৯৮৭
চোপড়া, পশ্চিম দিনাজপুর
নাগরিকত্বব্রিটিশ ভারত (১৯৪৭ অবধি)
ভারত (১৯৪৭ থেকে)
রাজনৈতিক দলভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)
পেশাবিপ্লবী
স্বাধিনতা সংগ্রামী
ক্ষেতমজুর
বামপন্থী রাজনীতিবিদ
ভারতের স্বাধিনতা সংগ্রাম

স্বাধীনতা সংগ্রাম ও তেভাগা আন্দোলন সম্পাদনা

আসল নাম মজিতুল্লাহ। রুগ্ন ক্ষেতমজুর পরিবারে জন্মগ্রহণ করেন, পরবর্তীতে বহু যুগান্তকারী আন্দোলনে সামিল হন। ১৯৩৯ সালে, বর্তমান বাংলাদেশের অবিভক্ত দিনাজপুরে, চড়া সুদ নেওয়ায় মহাজনদের বিরুদ্ধে বর্গাদারদের নিয়ে জঙ্গি আন্দোলনে ঝাঁপ দেন। তিনি ১৯৪২ সালের দুর্ভিক্ষের সময় জমিদার দেবনাথ সাহা এবং ত্রৈলোক্য সাহার মজুত ভান্ডার ভেঙে দুস্থদের মধ্যে বিতরণ করে দেন। ব্রিটিশদের নজরদারি এড়াতে স্বাধীনতা সংগ্রামী আবদুল্লাহ রসুল তাঁকে বাচ্চা মুন্সী ছদ্মনাম দেন, পরবর্তীতে তিনি এই নামেই সর্বত্র সুপরিচিত অর্জন করেন। ১৯৪৬ সালে ভূস্বামী ও ইংরেজদের অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে রংপুর জেলার নীলফামারীতে বাচ্চা মুন্সী আর নারায়ণ বর্মন-এর নেতৃত্বে তেভাগার ঐতিহাসিক প্রতিরোধ সংঘটিত হয়। তাঁর মিত্র নারায়ণ বর্মণ জমিদারদের গুলিতে শহীদ হন। পূর্ববঙ্গে তাঁর নামে মৃত্যু পরোয়ানা জারি হওয়ায় তিনি চোপড়ার দাসপাড়াতে আশ্রয় নেন। ইসলামপুর মহুকুমায় কমিউনিস্ট পার্টির প্রথম জনসভা ১৯শে নভেম্বর ১৯৫৬ সালে ধনীরহাট, চোপড়ায় সংগঠিত হয়েছিল, যেখানে প্রথমবারের মতো রক্ত-পতাকা উত্তোলন করা হয়েছিল এবং এর একজন উদ্যোক্তা ছিলেন বাচ্চা মুন্সী। তারপর তিনি ১৯৫৯ সালের খাদ্য আন্দোলন সহ অন্যান্য বিখ্যাত কার্যকলাপে সামিল হন। বাচ্চা মুন্সী ১৯৭৭ এবং ১৯৮২ সালে দুবার চোপড়া বিধানসভা থেকে নির্বাচিত হন। তিনি ১০ই অক্টোবর ১৯৮৭ সালে প্রয়াত হন।

নির্বাচনী ইতিহাস সম্পাদনা

নির্বাচনী বর্ষ নির্বাচনী এলাকা জয়/পরাজয় প্রাপ্ত ভোট %
১৯৭৭ চোপড়া বিধানসভা কেন্দ্র জয় ১৬,১৮৮ ৪২.৩৭
১৯৮২ জয় ৩৭,২৭৯ ৫১.৯৮

উত্তরাধিকার সম্পাদনা

উত্তর দিনাজপুরের চোপড়ায় অবস্থিত বাচ্চা মুন্সী স্মৃতি বালিকা বিদ্যালয়ের নামকরণ করা হয়েছে তার নামেই।[৩]

সদর চোপড়ায় অবস্থিত সিপিআইএম-এর ১নং এরিয়া কার্যালয় এবং বালুরঘাট শহরে অবস্থিত পশ্চিম দিনাজপুর জেলা কার্যালয় উভয়ই "বাচ্চা মুন্সি ভবন" নামে নামাঙ্কিত।[৪]


তথ্যসূত্র সম্পাদনা

  1. Hashmi, Taj Ul-islam (২০১৯-০৭-১১)। Pakistan As A Peasant Utopia: The Communalization Of Class Politics In East Bengal, 1920-1947 (ইংরেজি ভাষায়)। Routledge। আইএসবিএন 978-1-000-31037-5 
  2. "🗳️ Moha Bachcha Munsi, Chopra Assembly Elections 1977 LIVE Results | Election Dates, Exit Polls, Leading Candidates & Parties | Latest News, Articles & Statistics | LatestLY.com"LatestLY (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১১-২৬ 
  3. "Bachcha Munshi Smriti Balika Vidyalaya - Chopra, Uttar Dinajpur - Reviews, Fee Structure, Admission Form, Address, Contact, Rating - Directory"EduGorilla Listings (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১১-২৬ 
  4. "CPIM Chopra Party Office, Bachcha Munsi Bhavan · 9885+9HF, Chopra, Bhagabati, West Bengal 733207, ভারত"CPIM Chopra Party Office, Bachcha Munsi Bhavan · 9885+9HF, Chopra, Bhagabati, West Bengal 733207, ভারত। সংগ্রহের তারিখ ২০২৩-১১-২৬