বাঙালি ব্যক্তিদের নাম সাধারণত ব্যক্তির ধর্মের উপর ভিত্তি করে হয়। ভারত ও বাংলাদেশের বাঙালীদের ব্যবহৃত নামসমূহ সাধারণভাবে আরবি, সংস্কৃত বা পালির মত অন্য ভাষা থেকে আগত কিন্তু এগুলোর ব্যবহার, বানান ও উচ্চারণ বাংলা ভাষা অনুযায়ী করা হয়। 

প্রদত্ত নাম (প্রথম নাম) সম্পাদনা

ভারত ও বাংলাদেশে বসবাসকারী বা জন্মগ্রহণকারী অধিকাংশ বাঙালি ব্যক্তির দুটি দেওয়া নাম থাকে: একটি ভাল নাম, যা সকল বৈধ কাগজপত্রে ব্যবহার করে এবং একটি ডাক নাম বা নিজ নাম, যা পরিবারের লোকজন এবং নিকটাত্মীয় ও বন্ধু বান্ধবরা তাকে সম্বোধন করতে ব্যবহার করে। 

মধ্যম নাম সম্পাদনা

পারিবারিক নাম সম্পাদনা

ধর্মভিত্তিক সাধারণ পারিবারিক নামের তালিকা সম্পাদনা

মুসলিম পারিবারিক নাম সম্পাদনা

নাম (বাংলা অক্ষরে)
সৈয়দ
উল্লাহ
মীর
লস্কর
আকন্দ/আখন্দ
বেগম
মীর্জা/মির্জা
শাহ
মুন্সী
দেওয়ান
গাজী
কাজী
খান/খাঁ
চৌধুরী
সরকার
মুহুরী
মল্ল
পাটোয়ারী
মোল্লা
ফকির
খন্দকার
হাজারী
শিকদার
তালুকদার
মজুমদার
নাম (বাংলা অক্ষরে)
হালদার
জোয়ার্দার
ইনামদার
মিয়া
সরদার
চাকলাদার
হাওলাদার
ডিহিদার
ভূঁইয়া
মুস্তাফী
মলঙ্গী
মাতুব্বর
গোমস্তা
পন্নী
লোহানী
কানুনগো
কারকুন
মল্লিক
মণ্ডল
বিশ্বাস
প্রামাণিক
শেখ
মৃধা

হিন্দু পারিবারিক নাম সম্পাদনা

নাম (বাংলা বর্ণমালা)
ভট্টাচার্য্য / ভট্টাচার্য
বন্দ্যোপাধ্যায় (ব্যানার্জী)
বনিক
বাগচী
ব্যাপারী
বিশ্বাস
ভৌমিক
বসু
চক্রবর্তী
চট্টপাধ্যায় (চ্যাটার্জী)
চৌধুরী
দাস
দেব
দে
দত্ত
গায়েন
গুহ
গঙ্গোপাধ্যায় (গাঙ্গুলী)
নাম (বাংলা বর্ণমালা)
গুপ্ত
ঘোষ
গোস্বামী
প্রভুপাদ
মজুমদার
মিত্র
মুখোপাধ্যায় (মুখার্জী)
মুন্সী
নাথ
পুরকায়স্থ
পাল
রায়
সাহা
সরকার
সেন
ঠাকুর
চন্দ

বৌদ্ধ পরিবারের নাম সম্পাদনা

নাম (বাংলা বর্ণমালা)
বন্দ্যোপাধ্যায়
চট্টপাধ্যায়
বনিক
ব্যাপারী
বড়ুয়া
চাকমা
গঙ্গোপাধ্যায়
মুখোপাধ্যায়
মুৎসুদ্দি
পাটোয়ারী
নাম (বাংলা বর্ণমালা)
পাল
রায়
ত্রিপুরা
মারমা
মুরং
মহাথের
সরকার
লারমা
মুৎসুদ্দী
তনচংগা

আদ্যক্ষর এবং উপসর্গ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা