বহরবুনিয়া ইউনিয়ন

বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন

বহরবুনিয়া ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন পরিষদ[১] এটি ৬৯.৯৩ কিমি২ (২৭.০০ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং ১৯৯১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ২৫,১৪৫ জন।[২]

বহরবুনিয়া
ইউনিয়ন
বহরবুনিয়া ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাবাগেরহাট জেলা
উপজেলামোড়েলগঞ্জ উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট৬৯.৯৩ বর্গকিমি (২৭.০০ বর্গমাইল)
জনসংখ্যা (১৯৯১)
 • মোট২৫,১৪৫
 • জনঘনত্ব৩৬০/বর্গকিমি (৯৩০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটbaharbuniaup.bagerhat.gov.bd

গ্রামসমূহ সম্পাদনা

  1. পশ্চিম বহরবুনিয়া
  2. পূর্ব বহরবুনিয়া
  3. বহরবুনিয়া
  4. ছাপড়াখালী
  5. গোলবুনিয়া
  6. নারিকেল বাড়িয়া
  7. শনিরঝোড়
  8. উত্তর ফুলহাতা
  9. বয়াশিংঙ্গা
  10. বেতবুনিয়া
  11. আরমঘাটা
  12. ফকিরবাড়ী

তথ্যসূত্র সম্পাদনা

  1. "বহরবুনিয়া ইউনিয়ন"মোড়েলগঞ্জ উপজেলার ইউনিয়ন। baharbuniaup.bagerhat.gov.bd। ২০২০। 
  2. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬