বরেন্দ্রী উপভাষা

সুকুমার সেনের মতে বাংলা ভাষার একটি উপভাষা

বরেন্দ্রী উপভাষা বা বরেন্দ্রী বাংলা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের পদ্মামহানন্দা উপত্যকা অঞ্চল জুড়ে বসবাসকারী বাঙালিদের ব্যবহৃত বাংলা ভাষার একটি উপভাষা। এই উপভাষার একটি বিশেষ সুর আছে। যার কারণে উপভাষাটি সমগ্র বঙ্গে বেশ জনপ্রিয়। [২] ঐতিহ্যবাহী গম্ভীরা গানে এই উপভাষা ব্যবহার হয়।

বরেন্দ্রী বাংলা
রাজশাহী-বাংলা
দেশোদ্ভববাংলাদেশ, ভারত
অঞ্চলরাজশাহী বিভাগ, মালদা বিভাগ
মাতৃভাষী

উপভাষাপূর্বী উপদল
পশ্চিমী উপদল
বাংলা বর্ণমালা
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-৩
গ্লোটোলগrajs1238  (Rajshahi)[১]

বৈশিষ্ট্য সম্পাদনা

এই উপভাষায় বিশেষ এক ধরনের সুর আছে। যার কারণে এটি শুনতে বেশ মিষ্টি লাগে। তাছাড়া বরেন্দ্রী বাংলায় প্রমিত বাংলার মতো স(s) এবং শ(sh) এই দুটি বর্ণের সুরক্ষিত উচ্চারণ হয় না।

  1. উদাহারন#

"আজকে নদীতে অনেক পানি বেড়েছে আর খুব স্রোতও আছে" = আজকে লদ্দীতে মেলায় পানি বাইড়্যাছে আর খুব সোঁতও আছে।

"তুমি কোথায় যাচ্ছো?" = তুমি কুন্ঠে যাইছো?

"আমি বাড়িতে গেলাম কাল আবার আসবো" = হামি বাড়িতে গেনু কাল ফের আসবো।

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. হ্যামারস্ট্রোম, হারাল্ড; ফোরকেল, রবার্ট; হাস্পেলম্যাথ, মার্টিন, সম্পাদকগণ (২০১৭)। "Rajshahi"গ্লোটোলগ ৩.০ (ইংরেজি ভাষায়)। জেনা, জার্মানি: মানব ইতিহাস বিজ্ঞানের জন্য ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট। 
  2. "রাজশাহীর আঞ্চলিক ভাষায় ধারাবাহিক"। ২০১৮-০৮-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৮-২৫