বব ব্ল্যাকম্যান

ব্রিটিশ রাজনীতিবিদ

রবার্ট জন ব্ল্যাকম্যান সিবিই (জন্ম ২৬ এপ্রিল ১৯৫৬) [১] একজন ব্রিটিশ রাজনীতিবিদ যিনি ২০১০ সাল থেকে হ্যারো ইস্টের রক্ষণশীল সংসদ সদস্য (এমপি) ছিলেন। তিনি ২০১২ সাল থেকে ব্যাকবেঞ্চ ১৯২২ কমিটির যুগ্ম নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।[২] ব্ল্যাকম্যান ২০০৪ থেকে ২০০৮ সালের মধ্যে ব্রেন্ট এবং হ্যারোর লন্ডন অ্যাসেম্বলির (এমএলএ) সদস্য ছিলেন।

দাপ্তরিক প্রতিকৃতি, ২০২০

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Blackman, Robert, (born 26 April 1956), MP (C) Harrow East, since 2010"WHO'S WHO & WHO WAS WHO (ইংরেজি ভাষায়)। ২০০৭। আইএসবিএন 978-0-19-954088-4ডিওআই:10.1093/ww/9780199540884.013.u45088। সংগ্রহের তারিখ ২ জুন ২০২১ 
  2. "New faces on Tory 1922 committee"BBC News। ১৭ মে ২০১২। ১৭ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৭