বনানী (The Forest) হচ্ছে জাহ্নু বরুয়া পরিচালিত একটি অসমীয়া চলচ্চিত্র। ১৯৯০ সালে মুক্তিলাভ করা ছায়াছবিটিতে অভিনয় করে বিষ্ণু খারঘরীয়া, মৃদুলা বরুয়া, সুশীল গোস্বামী, মনামী বেজবরুয়া ইত্যাদি। সঙ্গীত পরিচালনা সত্য বরুয়া এবং প্রশান্ত বরদলৈর।[১] ছায়াছবিটির কাহিনী পরিবেশ সুরক্ষা সম্পর্কে এবং এটি পরিবেশ সম্পর্কিত শ্রেষ্ঠ ছায়াছবির বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।

বনানী
(The Forest)
পরিচালকজাহ্নু বরুয়া
প্রযোজকডলফিন ফিল্মস্ প্রাইভেট লিমিটেড
রচয়িতাসুশীল গোস্বামী
জাহ্নু বরুয়া
চিত্রনাট্যকারজাহ্নু বরুয়া
শ্রেষ্ঠাংশেবিষ্ণু খারঘরীয়া
মৃদুলা বরুয়া
সুশীল গোস্বামী
মনামী বেজবরুয়া
সুরকারসত্য বরুয়া
প্রশান্ত বরদলৈ
চিত্রগ্রাহকঅনুপ জোটবানী
সম্পাদকহিউয়েন বরা
প্রযোজনা
কোম্পানি
পূর্বাঞ্চল ফিল্ম কোঅপারেটিভ সোসাইটী
পরিবেশকডলফিন ফিল্মস্ প্রাইভেট লিমিটেড
মুক্তি১৯৯০
স্থিতিকাল১০৮ মিনিট
দেশভারত ভারত
ভাষাঅসমীয়া

কাহিনী সম্পাদনা

জনজাতীয় লোকদের হয়ে একজন বন আধিকারিক অবৈধ কাঠ ব্যবসায়ী এবং ঠিকাদারের সম্মুখে বাধা হিসাবে গড়ে ওঠেন। তাঁর এমন কার্যকলাপের ফলে তাঁর কর্মস্থান বারবার বদল হতে থাকে। তাঁর পত্নী তাঁর রুগ্ন সন্তানকে দেখাশুনা করতে এঠাইত স্থায়ীভাবে সংস্থাপন হবে বিচারে। কালক্রমে তিনিও তাঁর স্বামীর পক্ষে এই যুদ্ধে অবতীর্ণ হন। [১]

অভিনয়ত সম্পাদনা

পুরস্কার সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Banani – 1986 – Assamese film"। Chaosmag। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি, ২০১৩  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ সম্পাদনা