বজলুর রশিদ

ব্রিটিশ বাংলাদেশী ব্যবসায়ী

বজলুর রশিদ (জন্ম: ২৮ মে ১৯৬২) একজন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ রেস্তোরাঁর মালিক, সমাজসেবী এবং মানবতাবাদী। ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন ইউকে -এর সভাপতি ছিলেন।

বজলুর রশিদ

জন্ম (1962-05-28) ২৮ মে ১৯৬২ (বয়স ৬১)
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্বব্রিটিশ
পেশারেস্তোরাঁর মালিক
কর্মজীবন১৯৭৮–বর্তমান
শৈলীবাংলাদেশি/ভারতীয় রন্ধনশৈলী
দাম্পত্য সঙ্গীকানিজ ফাতেমা
ওয়েবসাইটbajloorrashid.com

জীবনের প্রথমার্ধ সম্পাদনা

রশিদ বালিকান্দি, চাঁদনীঘাট, মৌলভীবাজার, সিলেট, পূর্ব পাকিস্তান (বর্তমানে বাংলাদেশ) গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৮ সালে, তিনি তার শিক্ষাকে আরও এগিয়ে নিতে যুক্তরাজ্যে আসেন।

ব্যবসায়িক পেশা সম্পাদনা

১৯৮০ সালে, রশিদ তার প্রথম রেস্টুরেন্ট কারি গার্ডেন, হাই স্ট্রিট, ডোভারে খোলেন। ১৯৮০ থেকে ১৯৯৩ সালের মধ্যে, রশিদ এবং তার ভাই কেন্ট এবং লন্ডনে বেশ কয়েকটি রেস্তোরাঁ স্থাপন করেন। [১] এর মধ্যে তিনি কারি রেস্টুরেন্ট মালিকদের সংস্থা বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন ইউকে -তে যোগদান করেন। [২] [৩] রশিদের সম্পত্তি বিনিয়োগ রয়েছে, বেশ কয়েকটি বাণিজ্যিক ভবন রয়েছে।

ব্যক্তিগত জীবন সম্পাদনা

রশিদ বিবাহিত এবং চার সন্তান রয়েছে। [২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Bajloor Rashid"। Restaurant Hall of Fame। ১৩ অক্টোবর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৩ 
  2. "Bangladesh Caterers Association 1960"। ২২ আগস্ট ২০১২। ২০ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৩ 
  3. "Profiles: Bajloor Rashid MBE"। Bangladesh Caterers Association (UK)। ডিসেম্বর ২০১২: 41। ৩১ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২৩ 

বহিঃসংযোগ সম্পাদনা