বক্সনগর ইউনিয়ন

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন

বক্সনগর ইউনিয়ন বাংলাদেশের ঢাকা বিভাগের ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১]

বক্সনগর ইউনিয়ন
ইউনিয়ন
৯নং বক্সনগর ইউনিয়ন পরিষদ।
বক্সনগর ইউনিয়ন ঢাকা বিভাগ-এ অবস্থিত
বক্সনগর ইউনিয়ন
বক্সনগর ইউনিয়ন
বক্সনগর ইউনিয়ন বাংলাদেশ-এ অবস্থিত
বক্সনগর ইউনিয়ন
বক্সনগর ইউনিয়ন
বাংলাদেশে বক্সনগর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৩৮′৩৫″ উত্তর ৯০°১০′৪৩″ পূর্ব / ২৩.৬৪৩০৬° উত্তর ৯০.১৭৮৬১° পূর্ব / 23.64306; 90.17861 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাঢাকা জেলা
উপজেলানবাবগঞ্জ উপজেলা, ঢাকা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ইউপি ভবন স্থাপন কাল২০০৫
সরকার
 • চেয়ারম্যানমোঃ আঃ ওয়াদুদ
আয়তন
 • মোট৮.৪৩ বর্গকিমি (৩.২৫ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট১৮,৪৪০
 • জনঘনত্ব২,২০০/বর্গকিমি (৫,৭০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫৯.৫০%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড১৩২০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আয়তন ও জনসংখ্যা সম্পাদনা

গ্রামের সংখ্যা: ১৭টি
মৌজার সংখ্যা: ০৭টি
মোট জনসংখ্যা: ১৮,৪৪০ জন।

শিক্ষা সম্পাদনা

সাক্ষরতার হার: ৫৯.৫০%।
শিক্ষা প্রতিষ্ঠান:

  • সরকারী প্রাথমিক বিদ্যালয়: ০৫টি
  • বে-সরকারী রেজি:প্রাথমিক বিদ্যালয়: ০৩টি
  • উচ্চ বিদ্যালয়: ০২টি
  • মাদ্রাসা: ০৩টি।

দর্শনীয় স্থান সম্পাদনা

সাধু আন্তনীর গীর্জা: ফাদার সাধু আন্তনীর নামানুসারে এই গীর্জার নামকরণ করা হয়।

জনপ্রতিনিধি সম্পাদনা

বর্তমান চেয়ারম্যান: মোঃ আঃ ওয়াদুদ।
প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকা:

 চেয়ারম্যানের নাম দায়িত্বকাল
এ.বি.এম ইউনুছ আলী ১৯৪৯-১৯৫৭
মহিউদ্দিন আহম্মদ ১৯৬০-১৯৬৩
এ.বি.এম ইউনুছ আলী ১৯৬৩-১৯৭৩
কাজী হুমায়ুন কবির ১৯৭৪-১৯৭৭
এ.বি.এম ইউনুছ আলী ১৯৭৭-১৯৮৪
আব্দুল বাতেন মিয়া ১৯৮৪-১৯৯২
শাহাজাদা (শাহু) ১৯৯২-১৯৯৮
আঃ ওয়াদুদ মিয়া ১৯৯৮-২০০৩
এরশাদ আল মামুন ২০০৩-২০১৬

গ্রাম সমূহের নাম সম্পাদনা

কোমরগঞ্জ, খানহাটি, গাজিখালী, চক বক্সনগর, চেংড়াহাটি, ছোট বক্সনগর, ছোট রাজপাড়া, ছোটরাজপাড়া গায়েন হাটি, জাফরপুর, টুকনীকান্দা, দিঘিরপাড়, পাঠকান্দা, বর্দ্ধনপাড়া, বড় বক্সনগর, বালুরচর, শুরগঞ্জ, সাবুকহাটি।[২]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "বক্সনগর ইউনিয়ন"bakshanagarup.dhaka.gov.bd। ২০২১-০৭-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৪ 
  2. "বক্সনগর, বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন"। ২৪ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২১ 

বহিঃসংযোগ সম্পাদনা

ওয়েবসাইট