ফেরেশতেহ হোসেনি

অভিনেত্রী

ফেরেশতেহ হোসেনী (ফার্সি: فرشته حسینی; জন্ম ২৬ এপ্রিল, ১৯৯৭) একজন আফগান অভিনেত্রী। তিনি পার্টিং (২০১৬), রোনা, আজিম'স মাদার (২০১৮) এবং দ্য ফ্রগ (২০২০-২০২১) ছবিতে অভিনয়ের জন্য পরিচিত। পার্টিং -এ অভিনয়ের জন্য তিনি ১৬তম মারাকেচ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেন।

ফেরেশতেহ হোসেনি
২০১৯ সালে
জন্ম (1997-04-26) ২৬ এপ্রিল ১৯৯৭ (বয়স ২৭)
তেহরান, ইরান
জাতীয়তাআফগান
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০০৯–বর্তমান
দাম্পত্য সঙ্গীনাভিদ মোহাম্মদজাদেহ (বি. ২০২১)

জীবনের প্রথমার্ধ

সম্পাদনা

ফেরেশতেহ হোসেইনি ইরানের তেহরানে ১৯৮০ সালের ২৬ এপ্রিল জন্মগ্রহণ করেন। তিনি আফগান বংশোদ্ভূত ইরানি অভিনেত্রী। [১][২][৩] তার বাবা-মা ছিলেন দুই আফগান যারা আফগানিস্তানের যুদ্ধের কারণে তার জন্মের আগে ইরানে অভিবাসন করেছিলেন। মাসুমেহ, মরিয়ম, হানি এবং জাহরা নামে তার চার বোন এবং মোহাম্মদ নামে এক ভাই রয়েছে। তার বোন মরিয়মও একজন অভিনেত্রী।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "مصاحبه تماشایی فرشته حسینی با تلویزیون افغانستان + ویدئو"روزیاتو (ফার্সি ভাষায়)। ২০২১-০৪-২৭। সংগ্রহের তারিখ ২০২১-১২-২৮ 
  2. "بازیگر افغانستانی فیلم رفتن: الگوی دختران افغانستان هستم" (ফার্সি ভাষায়)। Fars News Agency। ৭ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২১ 
  3. "فرشته حسینی بازیگر سریال قورباغه کیست"نمناک (ফার্সি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১২-২৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা