ফেরদৌস জামে মসজিদ

ইরানের মসজিদ

ফেরদৌসের জামে মসজিদ (ফার্সি: مسجد جامع تون/فردوس ) ইরানের অন্যতম প্রাচীন একটি মসজিদ। ধারণা করা হয় ইরানের প্রাচীন শহর টুন এর মূল কেন্দ্র এখানেই ছিলো। মসজিদটি ফেরদৌসের অন্যতম বড় জুমা নামাযের মসজিদ। অসাধারণ স্থাপত্যশৈলীর কারণে এই মসজিদটি একটি দর্শনীয় স্থান হিসেবে পরিচিত।

ফেরদৌস জামে মসজিদ
ফেরদৌস জামে মসজিদ
ধর্ম
অন্তর্ভুক্তিশিয়া ইসলাম
প্রদেশদক্ষিণ খোরাসান প্রদেশ
অবস্থান
অবস্থানইরান ফেরদৌস, ইরান
পৌরসভাফেরদৌস
স্থানাঙ্ক৩৪°০′২৫″ উত্তর ৫৮°৯′৩৩″ পূর্ব / ৩৪.০০৬৯৪° উত্তর ৫৮.১৫৯১৭° পূর্ব / 34.00694; 58.15917
স্থাপত্য
ধরনমসজিদ
সম্পূর্ণ হয়সপ্তম শতাব্দী

অবস্থান সম্পাদনা

ফেরদৌস জামে মসজিদ ইরানের দক্ষিণ খোরাসান প্রদেশের ফেরদৌসে অবস্থিত। স্থানের নামের সাথে মিলিয়ে মসজিদের নামকরণ করা হয়েছে।

দরদালান সম্পাদনা

ইতিহাস সম্পাদনা

ফেরদৌস জামে মসজিদের প্রতিষ্ঠাকাল নিয়ে গবেষকদের মধ্যে বিভিন্ন ধরনের মতামত প্রচলিত আছে। বেশিরভাগ গবেষকের বিশ্বাস এই যে, আনুমানিক একাদশ শতাব্দীতে মসজিদটি সেলজুক রাজবংশের আমলে তৈরী করা হয়েছিলো। [১] কিন্তু কিছু গবেষক মনে করেন যে, এটি নির্মিত হয়েছিল সপ্তম শতাব্দীতে। দক্ষিণ দিকের ছাদ ও খিলানের নকশা দেখে মনে হবে এর সাথে জুজুন ও গোনাবাদের মসজিদের সাদৃশ্য রয়েছে। মসজিদের কিছু কারুকাজ টাইলস ও ইটের সাহায্যে করা হয়েছে, যা অনেকটা খোরাসানি মসজিদের মত দেখতে। খোরাসানি মসজিদ কাজার আমলে নির্মিত হয়েছিলো।

কার্যক্রম সম্পাদনা

মসজিদটি ইসলামের শিয়া বিশ্বাস অনুযায়ী পরিচালিত হয়। মসজিদটি সপ্তাহে প্রতিদিন খোলা থাকে। এখানে প্রতিদিন পাঁচ বার নামায পড়া হয়। এছাড়া শুক্রবার ও বিশেষ দিনগুলোতে অতিরিক্ত কার্যক্রম গ্রহণ করা হয়।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" خبرگزاری میراث فرهنگی‌ (Persian ভাষায়)। ২১ মে ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১০ 

বহিঃসংযোগ সম্পাদনা