ফিতনাত আল-ওয়াহাবিয়া

ফিতনাত আল-ওয়াহাবিয়া ( আরবি: فتنة الوهابية 'ওহাবী ফিতনা') হল অটোমান সাম্রাজ্যের শেষ বছরগুলোতে মক্কার শাফিঈয়ের গ্র‍্যান্ড মুফতি আহমদ জাইনি দাহলান (১৮১৬/১৭-১৮৮৬) রচিত একটি পুস্তিকা। [১] দাহলান এই বইটি ওহাবী মতাদর্শের বিরুদ্ধে লিখেছিলেন এবং তিনি তীব্রভাবে এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন এবং তাদেরকে (ওহাবিদের) একটি মন্দ দল বলে অভিহিত করেছিলেন। তিনি মুসলিমদের কাফেরমুশরিক হিসাবে ঘোষণা করার জন্য ওহাবীদের সমালোচনা করেছিলেন। তিনি ওহাবীদেরকে তাদের মুসলিম বিরোধীদের হত্যার জন্য উগ্রপন্থী হিসেবেও অভিযুক্ত করেছিলেন। [২]

ওয়াহাবি দুর্দশা
লেখকআহমদ জাইনি দাহলান
দেশআরব উপদ্বীপ
ভাষাআরবি
প্রকাশকIşık Kitabevi, Hakikat Kitabevi

বইটিতে নজদহেজাজে ওহাবীবাদের তাত্ত্বিক নীতি ও মুসলমানদের উপর ওহাবীদের নির্যাতনের ইতিহাস বর্ণনা করা হয়েছে; এতে দাহলান ওহাবিদের চরম ও সন্ত্রাসী কর্ম এবং অপরাধের পাশাপাশি তাদের আকীদাতে (ইসলামী মতাদর্শ) উগ্রবাদী বিশ্বাস ও পথভ্রষ্টতা ছাড়াও যা কিছু দেখেছিলেন এবং প্রত্যক্ষ করেছিলেন তার কিছু প্রকাশ ও খণ্ডন। [৩]

যে সময় ওয়াহাবিবাদ দ্রুত ছড়িয়ে পড়েছিল। তিনি লিখেছেন:[৪][৫]

আরও দেখুন সম্পাদনা

  • মিঃ হেমফারের স্মৃতিচারণ, মধ্য প্রাচ্যে ব্রিটিশ গুপ্তচর

তথ্যসূত্র সম্পাদনা

 

বহিঃসংযোগ সম্পাদনা