ফারুক আহমেদ (বিচারক)

বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি

ফারুক আহমেদ বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি।[১]

ফারুক আহমেদ
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২০০১
ব্যক্তিগত বিবরণ
জাতীয়তাবাংলাদেশী
জীবিকাবিচারক

কর্মজীবন সম্পাদনা

২০০১ সালের ফেব্রুয়ারিতে, আহমেদকে আওয়ামী লীগ সরকার তার মেয়াদের শেষের দিকে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেয়।[২] নতুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার তাকে এবং অন্য ৮ জন বিচারপতিকে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ দেয়নি।[২]

বাংলাদেশ হাইকোর্টের একটি রায়ে, যা বাংলাদেশ সুপ্রিম কোর্ট দ্বারা বহাল ছিল, বাংলাদেশ সরকারকে আহমেদ সহ ১০জন বিচারককে হাইকোর্ট বিভাগে পুনর্নিয়োগ করতে বলা হয়েছিল যাদের নিয়োগের সুপারিশ সত্ত্বেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিশ্চিত করেনি। বিগত আওয়ামী লীগ সরকার প্রধান বিচারপতি হিসেবে তাদের আদালতে নিয়োগ দিয়েছিলেন।[৩] রায়ের বিরোধিতা করেন হাইকোর্ট বিভাগের ১৯ বিচারপতি।[৪] তিনি ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি নিযুক্ত হন[৫]

২০১১ সালের ফেব্রুয়ারিতে, বাংলাদেশ হাইকোর্টের সাতজন বিচারপতি মো. শামসুল হুদা এবং বিচারপতি মোঃ মমতাজউদ্দিন আহমেদকে আপিল বিভাগে নিয়োগ না দিলে ধর্মঘট বা পদত্যাগ করার হুমকি দেন।[৬] বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, বিচারপতি ফারুক আহমেদ, বিচারপতি মো: নিজামুল হক, বিচারপতি মো: আবদুল হাই, বিচারপতি মোঃ শামসুল হুদা, মোমতাজউদ্দিন আহমেদ এবং বিচারপতি মারজি-উল হক।[৬] [৭] তাদের যুক্তি ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার তাদের নিয়োগ নিশ্চিত না করায় দুই বিচারকের ক্ষতি হয়েছে।[৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Sarkar, Ashutosh (২০১১-০২-২৫)। "Protesting HC judges not to go on leave"The Daily Star (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২০ 
  2. "HC order overturned on 2001 appointment of judges"bdnews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২০ 
  3. "Govt asked to restore 10 HC judges"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০০৯-০৩-০৩। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৬ 
  4. "19 sitting judges oppose HC rule"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০০৮-০৭-২৮। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৬ 
  5. Sarkar, Ashutosh (২০১১-০২-২২)। "Appointment of new judges underway"The Daily Star (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২০ 
  6. "SC gets 1st woman judge"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১১-০২-২৩। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৬ 
  7. Sarkar, Ashutosh (২০১১-০২-০২)। "Row over new judges for SC Appellate Div"The Daily Star (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২০